ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০২ ৪/১৫ পৃষ্ঠা ৩২
  • পালিয়ে যাওয়া যখন বুদ্ধির কাজ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পালিয়ে যাওয়া যখন বুদ্ধির কাজ
  • ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০২ ৪/১৫ পৃষ্ঠা ৩২

পালিয়ে যাওয়া যখন বুদ্ধির কাজ

দুঃসাহস, শত্রুতা এবং প্রলোভন দেখানোর মনোভাবই হল আজকের জগতের বৈশিষ্ট্য। আর যে-ব্যক্তি এই পরিস্থিতিগুলো থেকে পালিয়ে আসেন, তাকে সাধারণত দুর্বল বা কাপুরুষ বলে বিবেচনা করা হয়। এমনকি সে উপহাসের পাত্রেও পরিণত হতে পারে।

কিন্তু বাইবেল স্পষ্ট করে বলে যে, কোন কোন সময় পালিয়ে আসাটা একই সঙ্গে বুদ্ধি ও সাহসের পরিচয়। যীশু খ্রীষ্ট তাঁর শিষ্যদের প্রচার কাজে পাঠানোর আগে এই সত্য প্রকাশ করে তাদের বলেছিলেন: “আর তাহারা যখন তোমাদিগকে এক নগরে তাড়না করিবে, তখন অন্য নগরে পলায়ন করিও।” (মথি ১০:২৩) হ্যাঁ, যীশুর শিষ্যদের তাড়নাকারীদের কাছ থেকে পালিয়ে আসার চেষ্টা করতে হতো। তাদের কোন ধর্মযুদ্ধ চালিয়ে যাওয়ার, জোর করে কাউকে ধর্মান্তরিত করার দরকার ছিল না। বরং তারা লোকেদের কাছে শান্তির বার্তা নিয়ে গিয়েছিলেন। (মথি ১০:১১-১৪; প্রেরিত ১০:৩৪-৩৭) তাই, কেউ রেগে যাওয়ার আগেই খ্রীষ্টানদের পালিয়ে আসতে হতো অর্থাৎ উত্তেজিত ব্যক্তির কাছ থেকে সরে আসতে হতো। এইভাবেই তারা তাদের সৎসংবেদ এবং যিহোবার সঙ্গে মূল্যবান সম্পর্ককে বজায় রেখেছিলেন।—২ করিন্থীয় ৪:১, ২.

বাইবেলের হিতোপদেশ বইয়ে এক বিপরীত উদাহরণ পাওয়া যায়। এখানে এক যুবক ব্যক্তি সম্বন্ধে বলা হয়েছে, যে প্রলোভনের সামনে থেকে পালিয়ে আসার পরিবর্তে এক বেশ্যার পিছু নিয়েছিল, ঠিক “যেমন গোরু হত হইতে যায়।” এর ফল কী হয়েছিল? প্রলোভনের পথে পা দেওয়ায় তার নিজের জীবনের ওপর চরম বিপর্যয় নেমে এসেছিল।—হিতোপদেশ ৭:৫-৮, ২১-২৩.

আপনি যদি যৌন অনৈতিকতা অথবা অন্য কোন ভয়াবহ বিপদের মুখোমুখি হন, তা হলে কী করবেন? ঈশ্বরের বাক্যের পরামর্শ অনুযায়ী, সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে আসা, দৌড়ে সরে পড়াটাই হবে সবচেয়ে ভাল পদক্ষেপ।—হিতোপদেশ ৪:১৪, ১৫; ১ করিন্থীয় ৬:১৮; ২ তীমথিয় ২:২২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার