ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৩ ১/১৫ পৃষ্ঠা ৩২
  • যিহোবার নিহত সাক্ষিদের স্মরণ করা হয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার নিহত সাক্ষিদের স্মরণ করা হয়
  • ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৩ ১/১৫ পৃষ্ঠা ৩২

যিহোবার নিহত সাক্ষিদের স্মরণ করা হয়

দুহাজার দুই সালের ৭ই মার্চ পশ্চিম হাঙ্গারির কোরমেন্ড শহরে একটা স্মরণীয় ফলক উন্মোচন করা হয়। ১৯৪৫ সালে নাৎসিদের দ্বারা নিহত যিহোবার তিন জন সাক্ষির মৃত্যুর স্মরণার্থে তা করা হয়েছিল।

ফলকটি বর্তমানে হুনোদি রোডের ফায়ার ডিপার্টমেন্টের হেডকোয়াটারের প্রাচীরে দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে, যেখানে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই স্মরণীয় ফলক উৎসর্গ করা হয়েছিল ‘সেই খ্রিস্টানদের উদ্দেশে যাদেরকে নৈতিক অথবা ধর্মীয় বিশ্বাসের কারণে সৈন্য দলে যোগ না দেওয়ায় ১৯৪৫ সালের মার্চ মাসে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আনটাল হোয়েনেক (১৯১১-১৯৪৫), বার্টালান সাবো (১৯২১-১৯৪৫), ইয়ানশ জোন্ডর (১৯২৩-১৯৪৫), ২০০২ সাল, যিহোবার সাক্ষিরা।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক দুই মাস আগে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কেন এই খ্রিস্টানদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? হাঙ্গারির ভাস ন্যাপি সংবাদপত্র বলে: “জার্মানিতে হিটলার ক্ষমতায় আসার পর, কেবল যিহুদিদেরই নয় কিন্তু বিশ্বস্ত যিহোবার সাক্ষিরা যদি তাদের ধর্মীয় বিশ্বাসকে অস্বীকার না করত, তা হলে তাদেরও তাড়না ও অত্যাচার করা, কনসেনট্রেশন ক্যাম্পে আনা ও মৃত্যুদণ্ড দেওয়া হতো। . . . ১৯৪৫ সালের মার্চ মাসে হাঙ্গারির পশ্চিমাঞ্চলে সন্ত্রাস পুরোপুরি আধিপত্য বিস্তার করেছিল। . . . এই সন্ত্রাসের অন্তর্ভুক্ত ছিল যিহোবার সাক্ষিদের দেশ ছাড়া করা ও হত্যা করা।”

ফলক উন্মোচন কার্যক্রম দুই পর্বে ভাগ করা ছিল। প্রথম পর্বটি অনুষ্ঠিত হয়েছিল বাটিয়ান প্রাসাদের থিয়েটারে, যেখানে বক্তাদের মধ্যে ছিলেন অধ্যাপক সাবোচ সিটা, যিনি বুডাপেস্টে অবস্থিত নাৎসি হত্যাকাণ্ডের নথি সংরক্ষণ কেন্দ্রের প্রধান; ল্যাসলো ডোনাচ, যিনি মানবাধিকার, সংখ্যালঘু ও ধর্মীয় বিষয়ে সংসদ সদস্য; আর ছিলেন হত্যাকাণ্ডের একজন চাক্ষুষ সাক্ষি ক্যালম্যান কোমায়াচি, যিনি এখন এই শহরের ইতিহাসবেত্তা। কার্যক্রমের দ্বিতীয় পর্বে, কোরমেন্ডের মেয়র ইয়োজেফ হনফি ফলকটি উন্মোচন করেছিলেন আর সেখানে উপস্থিত ৫০০ জনেরও বেশি লোক বিভিন্ন জায়গা থেকে হেঁটে শহরে এসেছিল।

ইয়ানশ জোন্ডর বিদায়ী চিঠিতে তার খ্রিস্টান ভাইবোনদের শোক না করার জন্য আহ্বান জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন: “আমার এখনও প্রকাশিত বাক্য ২:১০ পদে যোহনের এই কথাগুলো মনে আছে: ‘তুমি মরণ পর্য্যন্ত বিশ্বস্ত থাক।’ . . . আমার শুভাকাঙ্ক্ষীদের বলুন তারা যেন শোক না করে, কারণ আমার এই মৃত্যু সত্যের জন্য আর তা একজন অপরাধী ব্যক্তি হিসেবে নয়।”

[৩২ পৃষ্ঠার চিত্র]

বার্টালান সাবো

[৩২ পৃষ্ঠার চিত্র]

আনটাল হোয়েনেক

[৩২ পৃষ্ঠার চিত্র]

ইয়ানশ জোন্ডর

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার