ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৩ ৭/১ পৃষ্ঠা ৩২
  • সেগুলোর কী হয়েছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সেগুলোর কী হয়েছে?
  • ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৩ ৭/১ পৃষ্ঠা ৩২

সেগুলোর কী হয়েছে?

নোফ এবং নো হল, মিশরের এক সময়ের বিখ্যাত রাজধানী মোফ ও থিবস্‌ বাইবেলে উল্লেখিত নাম। নোফ (মোফ) ছিল নীল নদের পশ্চিম তীরে অবস্থিত কায়রো থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণে। কিন্তু পরে, মোফ মিশরের রাজধানী হিসেবে এর মর্যাদা হারিয়েছিল। সা.কা.পূ. পঞ্চদশ শতাব্দীর শুরুতে মিশরে নো (থিবস্‌) নামে এক নতুন রাজধানী ছিল, যা মোফের প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছিল। থিবসের বেশ কয়েকটা মন্দিরের ধ্বংসাবশেষের মধ্যে একটা হল, কার্নাক যেটা স্তম্ভগুলোর ওপর নির্মিত সর্বকালের সর্ববৃহৎ কাঠামো হিসেবে বিবেচিত। থিবস্‌ ও এর কার্নাক মন্দির মিশরীয়দের প্রধান দেবতা আমোনের উপাসনার জন্য উৎসর্গীকৃত ছিল।

মোফ ও থিবস্‌ সম্বন্ধে বাইবেলের ভবিষ্যদ্বাণী কী বলেছিল? মিশরের ফরৌণ ও তার দেবতাদের, বিশেষ করে প্রধান দেব, “নো নগরের আমোন” এর বিরুদ্ধে বিচার ঘোষিত হয়েছিল। (যিরমিয় ৪৬:২৫, ২৬) উপাসকদের দল যারা সেখানে একত্র হয়েছিল, তারা “উচ্ছিন্ন” হবে। (যিহিষ্কেল ৩০:১৪, ১৫) আর তা-ই ঘটেছিল। আমোনের উপাসনার যা কিছু অবশিষ্ট রয়েছে তা হল, মন্দিরের ধ্বংসাবশেষ। আধুনিক শহর লাক্সোর, প্রাচীন থিবস্‌ শহরের কিছুটা জায়গা জুড়ে অবস্থিত এবং এর ধ্বংসাবশেষগুলোর চারিপাশে অন্যান্য ছোট ছোট গ্রাম রয়েছে।

মোফের কবরস্থানগুলো ছাড়া আর অল্পই অবশিষ্ট রয়েছে। বাইবেল পণ্ডিত লুইস গোল্ডিং বলেন: “শত শত বছর ধরে মিশরকে জয় করা আরব দেশের লোকেরা নদীর উলটো দিকে তাদের রাজধানী [কায়রো] নির্মাণের জন্য মোফের প্রকাণ্ড ধ্বংসাবশেষকে এক খাত হিসেবে ব্যবহার করেছিল। নীল নদের পলির সংমিশ্রণ এবং আরব নির্মাতাদের কাজ এতটাই নিখুঁত ছিল যে, প্রাচীন শহরের পরিসীমার মধ্যে মাইলের পর মাইল কালো মাটির ওপর থেকে একটা পাথরকেও উঁকি মারতে দেখা যায় না।” সত্যিই, বাইবেলে যেমন ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, মোফ “ধ্বংসিত, . . . নিবাসীবিহীন” হয়ে পড়েছিল।—যিরমিয় ৪৬:১৯.

বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলোর সত্যতাকে দেখাতে অনেক উদাহরণের মধ্যে এগুলো হল মাত্র দুটো উদাহরণ। থিবস্‌ ও মোফের ধ্বংস আমাদেরকে বাইবেলের সেই সমস্ত ভবিষ্যদ্বাণীর ওপর আস্থা রাখার জন্য জোরালো কারণ জোগায় যেগুলো এখনও পূর্ণ হয়নি।—গীতসংহিতা ৩৭:১০, ১১, ২৯; লূক ২৩:৪৩; প্রকাশিত বাক্য ২১:৩-৫.

[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

Photograph taken by courtesy of the British Museum

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার