ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৪ ৯/১ পৃষ্ঠা ৩২
  • নিরুৎসাহিতার সঙ্গে যেভাবে মোকাবিলা করা যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নিরুৎসাহিতার সঙ্গে যেভাবে মোকাবিলা করা যায়
  • ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৪ ৯/১ পৃষ্ঠা ৩২

নিরুৎসাহিতার সঙ্গে যেভাবে মোকাবিলা করা যায়

আপনি কি নিরুৎসাহিত হয়ে পড়েছেন? অনিশ্চয়তা ও দ্বন্দ্বের এই যুগে, অনেক লোকই নিরুৎসাহিত হয়। কেউ কেউ বেকারত্বের কারণে নিরুৎসাহিত হয়। অন্যেরা কোনো একটা দুর্ঘটনার পরের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করছে। আবার, কেউ কেউ পারিবারিক সমস্যা, গুরুতর অসুস্থতা অথবা একাকিত্বের অনুভূতির সঙ্গে লড়াই করছে।

আপনি যদি নিরুৎসাহিত হয়ে পড়েন, তা হলে সাহায্যের জন্য আপনি কোথায় তাকাতে পারেন? পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ ব্যক্তি ঈশ্বরের বাক্য বাইবেল পড়ার দ্বারা সান্ত্বনা খুঁজে পেয়েছে। তারা প্রেরিত পৌলের এই কথাগুলোর দ্বারা পুনরায় আশ্বাস পায়, যিনি বলেছিলেন: “ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা; তিনিই করুণা-সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর; তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন।” (২ করিন্থীয় ১:৩, ৪) আপনার নিজের বাইবেল থেকে এই কথাগুলো এবং বাইবেলের অন্যান্য অংশ পড়ুন না কেন? তা করা আপনার ‘হৃদয়কে সান্ত্বনা দিবে ও আপনাকে সুস্থির করিবে।’—২ থিষলনীকীয় ২:১৭.

এ ছাড়া, যারা যিহোবাকে সেবা করে তাদের সঙ্গে মেলামেশার করার মাধ্যমেও, নিরুৎসাহিত হয়ে পড়ার সঙ্গে মোকাবিলা করার জন্য সাহায্য পাওয়া যেতে পারে। হিতোপদেশ ১২:২৫ পদ বলে: “মনুষ্যের মনোব্যথা মনকে নত করে; কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে।” আমরা যখন খ্রিস্টীয় সভাগুলোতে যোগদান করি, তখন আমরা সেই “উত্তম বাক্য” শুনতে পাই, যা “প্রাণের পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর।” (হিতোপদেশ ১৬:২৪) এই ধরনের এক সমাবেশ আপনার ওপর কেমন শক্তিশালী এক প্রভাব ফেলতে পারে, সেটা নিজে উপভোগ করার জন্য যিহোবার সাক্ষিদের কিংডম হলে কোনো একটা সভায় যোগদান করুন না কেন?

এ ছাড়া, প্রার্থনা করার শক্তি থেকেও আপনি উপকার লাভ করতে পারেন। আপনি যদি জীবনের উদ্বেগগুলোর দ্বারা জর্জরিতবোধ করেন, তা হলে আপনার গভীরতম অনুভূতিকে ‘প্রার্থনা-শ্রবণকারীর’ কাছে প্রকাশ করুন। (গীতসংহিতা ৬৫:২) আমরা নিজেদের যতটুকু বুঝি তার চাইতে আমাদের সৃষ্টিকর্তা যিহোবা ঈশ্বর আমাদেরকে, আরও ভাল করে বোঝেন। আমরা তাঁর সাহায্যের ওপর নির্ভর করতে পারি। তাঁর বাক্য আমাদের কাছে প্রতিজ্ঞা করে: “তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনও ধার্ম্মিককে বিচলিত হইতে দিবেন না।” (গীতসংহিতা ৫৫:২২) হ্যাঁ, “যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে।”—যিশাইয় ৪০:৩১.

যিহোবা আমাদের শক্তিশালী ব্যবস্থাদি দিয়েছেন, যেগুলো আমাদেরকে নিরুৎসাহিতার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করতে পারে। আপনি কি সেগুলো কাজে লাগাবেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার