ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৫ ৩/১৫ পৃষ্ঠা ৩০
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
  • ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিশ্রামবারের দিন শীষ ছেঁড়া
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৫ ৩/১৫ পৃষ্ঠা ৩০

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

দায়ূদ ও তার লোকেদের দর্শনরুটি ভোজন করা কি ইঙ্গিত করে যে, কঠিন পরিস্থিতিতে কোনোরকম শাস্তির ঝুঁকি ছাড়াই ঈশ্বরের নিয়ম ভঙ্গ করা যেতে পারে?—১ শমূয়েল ২১:১-৬.

লেবীয় পুস্তক ২৪:৫-৯ পদ অনুসারে, প্রতি বিশ্রামবারে যে-দর্শনরুটিগুলো স্থানান্তর করা হতো, সেগুলো যাজকদের খাওয়ার জন্য সংরক্ষিত করা হতো। এটা ব্যবহার করার পিছনে যে-নীতিটি ছিল সেটা হল, রুটিগুলো পবিত্র ছিল এবং সেগুলো ঈশ্বরের সেবায় রত লোকেদের—যাজকদের—খাবার হিসেবে ব্যবহৃত হতো। একজন সাধারণ কর্মীকে সেগুলো দেওয়া অথবা শুধু বাসনা চরিতার্থ করার জন্য সেগুলো খাওয়া নিশ্চয়ই অন্যায় হতো। কিন্তু, যাজক অহীমেলক যখন দায়ূদ ও তার লোকেদের দর্শনরুটি দিয়েছিলেন, তখন তিনি কোনো পাপ করেননি।

দায়ূদ সম্ভবত রাজা শৌলের কাছ থেকে পাওয়া এক বিশেষ কার্যভার পালন করছিলেন। দায়ূদ ও তার লোকেরা ক্ষুধার্ত হয়ে পড়েছিল। অহীমেলক নিশ্চিত হয়ে নিয়েছিলেন যে, তারা রীতিগতভাবে শুচি ছিল। যদিও নীতিগতভাবে বললে তাদের দর্শনরুটি ভোজন করা অবৈধ ছিল কিন্তু তা দর্শনরুটির মৌলিক নির্ধারিত ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এই বিষয়টা বিবেচনা করা অহীমেলককে নিয়মের কিছুটা ব্যতিক্রম করতে অনুমোদন করেছিল। বিশ্রামবারের বিষয়ে ফরীশীদের দ্বারা চাপানো অযৌক্তিক কঠোর আইন প্রয়োগ করা যথার্থ নয়, তা দেখাতে গিয়ে স্বয়ং যিশু খ্রিস্ট এই ঘটনার বিষয়ে উল্লেখ করেছিলেন।—মথি ১২:১-৮.

কিন্তু ওপরে উল্লেখিত কথাগুলোর অর্থ এই নয় যে, পরিস্থিতি যখন কঠিন হয়ে ওঠে, তখন ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করা যেতে পারে। উদাহরণস্বরূপ, ইস্রায়েলীয় যোদ্ধারা যখন পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করছিল, তখন আপাতদৃষ্টিতে এক কঠিন পরিস্থিতি দেখা দিয়েছিল। রাজা শৌল বলেছিলেন: “আমি যে পর্য্যন্ত আমার শত্রুগণকে প্রতিফল না দিই, সে পর্য্যন্ত যে কেহ খাদ্য গ্রহণ করিবে, সে শাপগ্রস্ত হউক।” বাইবেল বলে: “ঐ দিবসে তাহারা . . . পলেষ্টীয়দিগকে আঘাত করিল।” সৈন্যরা যুদ্ধ করার দরুন ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিল আর ‘লোকেরা জীবজন্তু ভূমিতে বধ করিতে ও রক্তশুদ্ধ খাইতে লাগিল।’ (১ শমূয়েল ১৪:২৪, ৩১-৩৩) রক্ত সম্বন্ধে যিহোবার নিয়ম লঙ্ঘন করে তারা তাঁর বিরুদ্ধে পাপ করেছিল। তাদের পদক্ষেপগুলো ঈশ্বরের দ্বারা নির্ধারণ করে দেওয়া রক্তের একমাত্র ব্যবহার পাপের “প্রায়শ্চিত্ত করণার্থ” আদেশের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না। (লেবীয় পুস্তক ১৭:১০-১২; আদিপুস্তক ৯:৩, ৪) তবে যারা পাপ করেছিল তাদের জন্য দেওয়া বিশেষ বলিদানগুলো যিহোবা করুণার সঙ্গে গ্রহণ করেছিলেন।—১ শমূয়েল ১৪:৩৪, ৩৫.

হ্যাঁ, যিহোবা চান আমরা যেন সমস্ত পরিস্থিতিতে তাঁর নিয়মগুলো মেনে চলি। প্রেরিত যোহন বলেন, “ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি।”—১ যোহন ৫:৩.

[৩০ পৃষ্ঠার চিত্র]

নতুন দর্শনরুটিগুলো প্রতি বিশ্রামবারে আবাসের মধ্যে রাখা হতো

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার