ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৫ ৯/১৫ পৃষ্ঠা ২৯
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
  • ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দৌরাত্ম্যমুক্ত এক জগৎ কি সম্ভব?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
  • স্থায়ীরূপে দৌরাত্ম্যের শেষ—কিভাবে?
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দৌরাত্ম্য
    ২০১৫ সচেতন থাক!
২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৫ ৯/১৫ পৃষ্ঠা ২৯

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

দৌরাত্ম্যপূর্ণ কম্পিউটার গেইম্‌স খেলা কি যিহোবার সঙ্গে একজনের সম্পর্ককে প্রভাবিত করতে পারে?

“সদাপ্রভু ধার্ম্মিকের পরীক্ষা করেন,” প্রাচীন ইস্রায়েলের রাজা দায়ূদ লিখেছিলেন, “কিন্তু দুষ্ট ও দৌরাত্ম্যপ্রিয় লোক তাঁহার প্রাণের ঘৃণাস্পদ।” (গীতসংহিতা ১১:৫) মূল ভাষায় “ঘৃণা” শব্দটির অর্থ এমন একজন ব্যক্তিকে বোঝাতে পারে, “যে একজন শত্রু।” তাই, যেকেউ দৌরাত্ম্য ভালবাসে সে নিজেকে ঈশ্বরের একজন শত্রু করে তোলে। তা হলে, যে-প্রশ্নটা আমাদের বিবেচনা করা দরকার সেটা হল: নির্দিষ্ট কিছু কম্পিউটার গেইম্‌স খেলা কি দৌরাত্ম্যের প্রতি আমাদের ভালবাসা গড়ে তুলতে পারে?

দৌরাত্ম্যপূর্ণ কম্পিউটার গেইম্‌স বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহারকে প্রশংসা করে। এগুলো প্রায়ই ব্যবহারকারীকে যুদ্ধের কৌশল শিখতে প্রশিক্ষিত করে। দি ইকনমিস্ট পত্রিকা বর্ণনা করেছিল: “আমেরিকার সামরিক বাহিনী প্রশিক্ষণের হাতিয়ার হিসেবে কম্পিউটার গেইম্‌সের ওপর অত্যধিক মাত্রায় নির্ভর করছে। সামরিক বাহিনী যে-গেইম্‌স ব্যবহার করে সেগুলোর কিছু কিছু বর্তমানে বেসামরিক বাজারেও পাওয়া যায়।”

এটা ঠিক যে, যারা দৌরাত্ম্যপূর্ণ কম্পিউটার গেইম্‌স খেলে তারা সত্যিকারের লোকেদের ক্ষতি করছে না। কিন্তু এই ধরনের বিনোদন বাছাই করা তাদের হৃদয়ে হয়তো যা ঘটছে, সেই বিষয়ে এটা কী ইঙ্গিত করে? (মথি ৫:২১, ২২; লূক ৬:৪৫) আপনি এমন একজন ব্যক্তি সম্বন্ধে কোন উপসংহারে আসবেন যিনি কাল্পনিক লোকেদের ছুরিকাঘাত করে, গুলি ছুঁড়ে, বিকলাঙ্গ করে ও হত্যা করে আনন্দ পান? কী হবে যদি এই ব্যক্তি সেই দৌরাত্ম্যপূর্ণ কল্পনাগুলো চরিতার্থ করার জন্য প্রত্যেক সপ্তাহে ঘন্টার পর ঘন্টা ব্যয় করেন এবং এই ধরনের গেইম্‌সের প্রতি প্রায় আসক্ত হয়ে পড়েন? অন্ততপক্ষে আপনি এই উপসংহারে আসবেন যে, তিনি দৌরাত্ম্যের প্রতি ভালবাসা বৃদ্ধি করছিলেন, ঠিক যেভাবে একজন ব্যক্তি অশ্লীল বিষয়গুলো দেখার মাধ্যমে অনৈতিক আকাঙ্ক্ষাগুলো গড়ে তুলছেন।—মথি ৫:২৭-২৯.

যে-ব্যক্তি দৌরাত্ম্য ভালবাসে, তাকে যিহোবা কতটা তীব্রভাবে ঘৃণা করেন? দায়ূদ বলেছিলেন যে, সেই ব্যক্তি তার “প্রাণের ঘৃণাস্পদ।” নোহের দিনে যারা দৌরাত্ম্যকে ভালবেসেছিল, যিহোবা তাদের প্রতি তাঁর তীব্র ঘৃণা প্রদর্শন করেছিলেন। যিহোবা নোহকে বলেছিলেন: “তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্ম্যে পরিপূর্ণ হইয়াছে; আর দেখ, আমি পৃথিবীর সহিত তাহাদিগকে বিনষ্ট করিব।” (আদিপুস্তক ৬:১৩) সত্য ঈশ্বর সমগ্র মানবজাতির জগৎকে তাদের দৌরাত্ম্যপূর্ণ জীবনযাত্রার কারণে ধ্বংস করেছিলেন। তিনি কেবল নোহ ও তার পরিবারকে—আট জন ব্যক্তি যারা দৌরাত্ম্যকে ভালবাসেনি তাদের—রক্ষা করেছিলেন।—২ পিতর ২:৫.

যে-ব্যক্তিরা যিহোবার বন্ধু হতে চায় তারা, “আপন আপন খড়্গ ভাঙ্গিয়া লাঙ্গলের ফাল গড়িবে, ও আপন আপন বড়শা ভাঙ্গিয়া কাস্তা গড়িবে।” দৌরাত্ম্যকে ভালবাসার পরিবর্তে তারা “আর যুদ্ধ শিখিবে না।” (যিশাইয় ২:৪) ঈশ্বরের শত্রু না হয়ে তাঁর বন্ধু হয়ে থাকার জন্য আমাদের অবশ্যই ‘মন্দ হইতে ফিরিতে ও সদাচরণ করিতে’ হবে। আমাদের ‘শান্তির চেষ্টা করিতে, ও তাহার অনুধাবন করিতে’ হবে।—১ পিতর ৩:১১.

আমরা যদি ইতিমধ্যেই দৌরাত্ম্যপূর্ণ ভিডিও গেইম্‌স খেলায় জড়িত হয়ে থাকি, তা হলে কী বলা যায়? তা হলে যিহোবা যে-বিষয়গুলো ঘৃণা করেন, সেগুলোর অভ্যাস ত্যাগ করার মাধ্যমে তাঁকে খুশি করার জন্য আমাদের দৃঢ়সংকল্পবদ্ধ হতে হবে। আধ্যাত্মিক দিক দিয়ে ক্ষতিকারক এই অভ্যাসকে দূর করতে আমাদের ঈশ্বরের পবিত্র আত্মার সাহায্যের জন্য প্রার্থনা করা উচিত। যদি আমরা আমাদের জীবনে এক ঈশ্বরীয় প্রভাব অনুশীলন করার জন্য শান্তি, মঙ্গলভাব ও ইন্দ্রিয়দমনের মতো গুণগুলোকে সুযোগ দিই, তা হলেই আমরা এই অভ্যাস দূর করতে পারব।—লূক ১১:১৩; গালাতীয় ৫:২২, ২৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার