ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৫ ১০/১৫ পৃষ্ঠা ৩
  • কোন ধরনের শিক্ষা আপনার জীবনকে সফল করতে পারে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কোন ধরনের শিক্ষা আপনার জীবনকে সফল করতে পারে?
  • ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • শিক্ষা—তা যিহোবাকে প্রশংসা করতে ব্যবহার করুন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এক উদ্দেশ্যসহ শিক্ষা
    ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রাপ্তিসাধ্য সর্বোত্তম শিক্ষা থেকে উপকার লাভ করুন!
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাবামারা—আপনাদের সন্তানদের জন্য আপনারা কোন ভবিষ্যৎ চান?
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৫ ১০/১৫ পৃষ্ঠা ৩

কোন ধরনের শিক্ষা আপনার জীবনকে সফল করতে পারে?

চারিদিক থেকে বিভিন্ন সমস্যা কি কখনো আপনাকে এতটাই চেপে রেখেছিল যে, আপনার মনে হয়েছিল আপনি এক ঘূর্ণিস্রোতে ডুবে যাচ্ছেন? আপনি যদি সেইরকম এক বা একাধিক সমস্যার সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে গিয়ে কোনো ভুল করে থাকেন, তা হলে এর ফলে কতটা দুঃখকষ্ট ভোগ করতে হতে পারে সেই সম্বন্ধে একটু কল্পনা করুন! কেউই সকল সমস্যা সফলভাবে সমাধান করার, সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেনি। এখানেই শিক্ষার ভূমিকা রয়েছে। জীবনের বিভিন্ন সমস্যার সঙ্গে সফলভাবে মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করতে আপনি কোথায় শিক্ষা পেতে পারেন?

যুবক এবং বৃদ্ধ, অনেকেই এক প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্বকে উচ্চপ্রশংসা করে থাকে। কিছু বিশেষজ্ঞ এমনকি বলে যে, তারা “মনেপ্রাণে বিশ্বাস করে, কলেজের ডিগ্রি ছাড়া আপনি কখনোই একটা [উপযুক্ত] চাকরি খুঁজে পেতে সক্ষম হবেন না।” কিন্তু, বস্তুগত সাফল্য ছাড়াও মানুষের আরও বেশ কিছু চাহিদা রয়েছে। উদাহরণস্বরূপ, উচ্চশিক্ষা কি আপনাকে একজন প্রেমময় বাবা অথবা মা, সাথি অথবা বন্ধু হতে সাহায্য করে? বস্তুতপক্ষে, মেধাগত সাফল্যগুলোর জন্য প্রশংসাপ্রাপ্ত ব্যক্তিরা হয়তো বিভিন্ন অনাকাঙ্ক্ষিত চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে তোলে, পারিবারিক জীবনে ব্যর্থ হয় আর এমনকি শেষ পর্যন্ত আত্মহত্যা করে।

কেউ কেউ নির্দেশনার জন্য শিক্ষার এক উৎস হিসেবে ধর্মের ওপর নির্ভর করে কিন্তু জীবনের সমস্যাগুলোর মুখোমুখি হওয়ার জন্য ব্যবহারিক সাহায্য না পাওয়ার কারণে তারা হতাশ হয়। এই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে মেক্সিকোর এমিলিয়াa বলেন: “১৫ বছর আগে আমি মনে করেছিলাম যে, আমার স্বামী এবং আমি আর কোনোভাবেই এক হতে পারব না। আমরা সবসময় ঝগড়া করতাম। আমি তার মদ খাওয়ার অভ্যাস বন্ধ করাতে পারিনি। প্রায়ই আমাকে ছোট বাচ্চাদের ফেলে রেখে আমার স্বামীর খোঁজে বের হতে হতো। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সমাধান খুঁজে পেতে আমাকে সাহায্য করতে পারে এমন কিছুর খোঁজে আমি বেশ কয়েক বার গির্জায় গিয়েছিলাম। যদিও মাঝে মাঝে বাইবেল ব্যবহার করা হতো কিন্তু আমি কখনোই এমন কোনো পরামর্শ শুনিনি, যা সরাসরি আমার পরিস্থিতির সঙ্গে জড়িত ছিল; এমনকি কেউ কখনো আমাকে এসে বলেনি যে আমার কী করা উচিত। কিছু সময় ধরে গির্জায় বসে থাকা এবং কয়েকটা প্রার্থনার পুনরুক্তি করা আমাকে পরিতৃপ্ত করেনি।” অন্যেরা অত্যন্ত হতাশ হয়ে পড়তে পারে, যখন তারা দেখে যে তাদের নিজ নিজ ধর্মীয় নেতারা এক আদর্শ জীবনযাপন করা থেকে কতটা দূরে রয়েছে। ফলস্বরূপ, অনেকেই এক সফল জীবনের প্রশিক্ষণ বা শিক্ষার এক উৎস হিসেবে ধর্মের ওপর তাদের আস্থা হারিয়ে ফেলে।

তাই, আপনি হয়তো নিজেকে জিজ্ঞেস করতে পারেন, ‘আমার জীবনকে সফল করতে আমার কোন ধরনের শিক্ষা লাভ করা উচিত?’ সত্য খ্রিস্টধর্মে কি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে? এই বিষয়টা পরের প্রবন্ধে আলোচনা করা হবে।

[পাদটীকা]

a নাম পরিবর্তন করা হয়েছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার