ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৬ ৩/১ পৃষ্ঠা ২৭
  • “আমাদেরকে আরও বলো!”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “আমাদেরকে আরও বলো!”
  • ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আন্দ্রে নিস্‌মানচনি: ফুটবলই আমার জীবন ছিল
    বাইবেল জীবনকে পরিবর্তন করে
  • স্কুলে যিহোবার প্রশংসা করা
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কিশোর-কিশোরীরা—যিহোবা তোমাদের কাজ ভুলে যাবেন না!
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যে-অল্পবয়স্করা নির্ভয়ে তাদের বিশ্বাসের পক্ষে কথা বলে
    ২০০৪ সচেতন থাক!
২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৬ ৩/১ পৃষ্ঠা ২৭

“আমাদেরকে আরও বলো!”

রাশিয়ার নিজ্‌লব্‌নায়া শহরের একটা হাইস্কুলের সাহিত্য ক্লাসে, লেখক মিখাইল বুলগাকভের সাহিত্যসমগ্র পড়ানো হচ্ছিল। সেই সাহিত্যসমগ্রের মধ্যে একটা উপন্যাস ছিল, যেখানে যিশু খ্রিস্টকে ছোট করা হয়েছে কিন্তু অন্যদিকে শয়তানকে এক বীরপুরুষ হিসেবে চিত্রিত করা হয়েছে। ক্লাসের আলোচনার পর, শিক্ষিকা ক্লাসের সবাইকে এই উপন্যাসের ওপর ভিত্তি করে একটা লিখিত পরীক্ষা দিতে বলেন। কিন্তু, আন্দ্রে নামে ১৬ বছর বয়সি এক যিহোবার সাক্ষি ছাত্র বিনীতভাবে বলে যে, তাকে যেন এই পরীক্ষা থেকে বাদ দেওয়া হয় কারণ এই ধরনের সাহিত্য অধ্যয়ন করতে তার বিবেক তাকে বাধা দেয়। এর পরিবর্তে, সে এমন একটা রচনা লেখার ইচ্ছা প্রকাশ করে, যা ব্যাখ্যা করবে যে যিশু খ্রিস্টকে সে কোন দৃষ্টিতে দেখে থাকে। শিক্ষিকা এতে রাজি হন।

আন্দ্রে তার রচনায় ব্যাখ্যা করে যে, যদিও অন্যদের মতামতের প্রতি তার সম্মান রয়েছে কিন্তু সে দেখেছে যে, যিশু সম্বন্ধে জানার সর্বোত্তম উপায় হল, সুসমাচারের চারটে বিবরণের মধ্যে যেকোনো একটি বিবরণ পড়া। তা পড়ার মাধ্যমে “আপনি চাক্ষুষ সাক্ষিদের বিবরণগুলোর ওপর ভিত্তি করে যিশুর জীবন এবং শিক্ষাগুলো সম্বন্ধে জানতে পারবেন।” আন্দ্রে আরও লেখে: “আরেকটা বিবেচ্য বিষয় হল, শয়তানকে যেভাবে চিত্রিত করা হয়েছে। কারো কারো কাছে এমন একটা বই পড়া হয়তো মজার বলে মনে হতে পারে, যেখানে শয়তানকে বীরপুরুষ হিসেবে তুলে ধরা হয়েছে কিন্তু আমার কাছে নয়।” সে ব্যাখ্যা করে যে, শয়তান আসলে এক শক্তিশালী আত্মিক প্রাণী, যে ঈশ্বরের কাছ থেকে সরে গিয়েছে এবং মানবপরিবারের জন্য দুষ্টতা, দুর্দশা ও দুঃখকষ্ট নিয়ে এসেছে। আন্দ্রে এভাবে তার রচনা শেষ করে: “আমি মনে করি না যে, এই উপন্যাস পড়ে আমার কোনো উপকার হবে। অবশ্য, বুলগাকভের বিরুদ্ধে আমার কোনো কথা নেই। কিন্তু, যিশু খ্রিস্ট সম্বন্ধে ঐতিহাসিক সত্য জানার জন্য ব্যক্তিগতভাবে আমি বরং বাইবেল পড়তে চাই।”

সেই রচনা দেখে আন্দ্রের শিক্ষিকা এতটাই খুশি হন যে, তিনি তাকে যিশু খ্রিস্টের ওপর এক মৌখিক রিপোর্ট তৈরি করার আমন্ত্রণ জানান। আন্দ্রে সঙ্গে সঙ্গে রাজি হয়। তাদের পরবর্তী সাহিত্য ক্লাসে, আন্দ্রে পুরো ক্লাসের সামনে তার রিপোর্টটা পড়ে। সে ব্যাখ্যা করে যে কেন সে মনে করে, যিশু হলেন সর্বকালের সর্বমহান পুরুষ। এরপর সে বাইবেলের মথি পুস্তক থেকে যিশুর মৃত্যু সম্বন্ধে একটা অধ্যায় পড়ে। যেহেতু রিপোর্টের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে আসছিল, তাই আন্দ্রে তা শেষ করতে চাইছিল কিন্তু তার সহপাঠীরা তাকে অনুরোধ করে: “আমাদেরকে আরও বলো! এরপর কী হয়েছিল?” তাই, সে যিশুর পুনরুত্থান সম্বন্ধে মথির বিবরণ থেকে আবার পড়তে শুরু করে।

আন্দ্রে যখন পড়া শেষ করে, তখন তার সহপাঠীরা যিশু এবং যিহোবা সম্বন্ধে তাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। “প্রজ্ঞা চেয়ে আমি যিহোবার কাছে প্রার্থনা করেছিলাম এবং তিনি আমার প্রার্থনার উত্তর দিয়েছিলেন,” আন্দ্রে বলে। “আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম!” ক্লাসের পর, আন্দ্রে তার শিক্ষিকাকে সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেনa বইয়ের একটি কপি দেয়, যেটি তিনি অত্যন্ত আগ্রহ সহকারে গ্রহণ করেন। আন্দ্রে মন্তব্য করে: “আমার রিপোর্টের জন্য তিনি আমাকে উচ্চ নম্বর দেন এবং আমার দৃঢ়প্রত্যয় বজায় রাখার আর এর জন্য লজ্জিত না হওয়ার কারণে তিনি আমার প্রশংসা করেন। তিনি আরও বলেন যে, আমার কোনো কোনো বিশ্বাসের সঙ্গে তিনি একমত আছেন।”

যিহোবা এবং তাঁর পুত্র যিশু খ্রিস্টকে অসম্মান করে এমন বিষয়বস্তু না পড়ে আন্দ্রে তার বাইবেল শিক্ষিত বিবেকের কথা শোনার সিদ্ধান্ত নিয়েছিল বলে আনন্দিত। এই ধরনের মনোভাব তাকে কেবল অশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিগুলো থেকেই সুরক্ষা করেনি কিন্তু সেইসঙ্গে অন্যদেরকে বাইবেলের গুরুত্বপূর্ণ সত্যগুলো জানানোর চমৎকার পথও খুলে দিয়েছিল।

[পাদটীকা]

a যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার