ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৬ ৮/১ পৃষ্ঠা ৩২
  • লোমশ শার্ট এবং আধ্যাত্মিকতা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • লোমশ শার্ট এবং আধ্যাত্মিকতা
  • ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৬ ৮/১ পৃষ্ঠা ৩২

লোমশ শার্ট এবং আধ্যাত্মিকতা

ফ্রান্সের রাজা ৯ম লুইস একটা শার্ট পরতেন। স্যার টমাস মোর তরুণ বয়সে আইন বিষয়ে অধ্যয়ন করার সময়ে একটা শার্ট পরে কয়েক মাস, দিনে ১৯ বা ২০ ঘন্টা জেগে থাকতে পারতেন। বস্তুত, মোর তার জীবনের বেশির ভাগ সময়ই সেই শার্ট পরে থাকতেন বলে জানা যায়। আর ক্যান্‌টারবেরির আর্চবিশপ টমাস বেকেটকে যখন ক্যান্‌টারবেরি ক্যাথিড্রালে হত্যা করা হয়েছিল, তখন তার পোশাকের নীচে অপ্রত্যাশিতভাবে এইরকম একটা শার্ট পাওয়া গিয়েছিল। এই ঐতিহাসিক চরিত্রগুলোর মধ্যে কোন বিষয়ে মিল ছিল? তারা লোমশ শার্টের সাহায্যে তাদের দৈহিক কামনাবাসনাকে দমন করার চেষ্টা করত।

লোমশ শার্ট ছিল ছাগলের লোম দিয়ে তৈরি একটা খসখসে জামা, যেটা চামড়ার ওপরেই পরা হতো যেন মাংসে জ্বালাপোড়া করে, চামড়ায় এর ঘষা লাগে এবং অনেক অস্বস্তিবোধ হয়। এ ছাড়া, এটা সহজেই উকুন জাতীয় পোকামাকড়ের বাসা হয়ে উঠত। কথিত আছে যে, টমাস বেকেট ততক্ষণ পর্যন্ত তার লোমশ শার্ট ও সেইসঙ্গে একই উপাদানে তৈরি হাঁটু পর্যন্ত লম্বা অন্তর্বাস পরে থাকতেন, যতক্ষণ পর্যন্ত না “এটা পোকামাকড়ে পূর্ণ হয়ে যেত।” ষোড়শ শতাব্দীর পর, কিছু লোক ছাগলের লোমের পরিবর্তে কাঁটাতারের মতো সূক্ষ্ম তার দিয়ে তৈরি শার্ট পরত আর এর সুচালো অংশগুলো শরীরের দিকেই থাকত। এভাবে তৈরি শার্ট এর পরিধানকারীর জন্য আরও বেশি অস্বস্তির উদ্রেক করত।

একটি তথ্যগ্রন্থ অনুসারে, দৈহিক কামনাবাসনাকে দমন করার জন্য লোমশ শার্ট পরাসহ অন্যান্য ধরনের চেষ্টার উদ্দেশ্য ছিল, “অদম্য মাংসকে বশে রাখা আর এভাবে আরও বেশি আধ্যাত্মিক মনোভাব ও জীবনধারা গড়ে তুলতে উৎসাহিত করা।” শুধুমাত্র তপস্বীরাই এই জামা পরত না; উচ্চপদস্থ ব্যক্তিরাসহ গির্জার সাধারণ সদস্যরাও এটা পরত বলে জানা যায়। এমনকি আজকেও কিছু ধর্মীয় সম্প্রদায় এই অভ্যাস মেনে চলে।

একটা লোমশ শার্ট পরা অথবা স্বেচ্ছায় শারীরিক চাহিদাগুলো থেকে নিজেকে বঞ্চিত করা কি একজনকে আধ্যাত্মিকমনা ব্যক্তিতে পরিণত করে? না, আধ্যাত্মিকতা এই ধরনের অভ্যাসের ওপর নির্ভর করে না। বস্তুতপক্ষে, প্রেরিত পৌল ‘দেহের প্রতি নির্দ্দয়তার’ বিরুদ্ধে কথা বলেছিলেন। (কলসীয় ২:২৩)a এর পরিবর্তে, ঈশ্বরের বাক্য অধ্যবসায়ের সঙ্গে অধ্যয়ন করে তাঁর সম্বন্ধে জ্ঞান অন্বেষণ করার এবং সেই জ্ঞান একজন ব্যক্তির জীবনে কাজে লাগানোর ফলে আধ্যাত্মিকতা আসে।

[পাদটীকা]

a এই বিষয়ে আরও আলোচনার জন্য ১৯৯৭ সালের ৮ই অক্টোবর সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার “বাইবেলের দৃষ্টিভঙ্গি: কঠোর তপস্যা কি প্রজ্ঞার চাবিকাঠি?” প্রবন্ধটা দেখুন।

[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

রাজা ৯ম লুইস ওপরে: From the book Great Men and Famous Women; টমাস বেকেট, মাঝে: From the book Ridpath’s History of the World (Vol. IV); টমাস মোর, নীচে: From the book Heroes of the Reformation, ১৯০৪

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার