ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৬ ১২/১ পৃষ্ঠা ৩২
  • একজন বিচারক কি শাসন গ্রাহ্য করতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একজন বিচারক কি শাসন গ্রাহ্য করতে পারেন?
  • ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৬ ১২/১ পৃষ্ঠা ৩২

একজন বিচারক কি শাসন গ্রাহ্য করতে পারেন?

ক্রোয়েশিয়ার স্লাডিয়ানা নামে এক যিহোবার সাক্ষির অর্থ সংক্রান্ত কিছু ব্যাপারে আদালতে হাজির হওয়ার কথা ছিল। বিচারক আসার আগেই তিনি ঠিক সময়ে গিয়ে হাজির হন। কিন্তু, সেই মামলায় যুক্ত অপরজন আসতে দেরি করছিলেন। স্লাডিয়ানা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে উৎসুক ছিলেন, তাই সবাই যখন অপেক্ষা করছিল, তখন তিনি বিচারকের সঙ্গে কথা বলার জন্য সাহস সঞ্চয় করেন।

“স্যার, আপনি কি জানেন যে, শীঘ্রই পৃথিবীতে কোনো বিচারক এবং আদালত থাকবে না?” তিনি জিজ্ঞেস করেন। অবশ্যই, তিনি আজকে আমরা যে-বিচারকদের জানি তাদের সম্বন্ধে বলছিলেন।

বিস্মিত হয়ে সেই বিচারক কেবল তার দিকে তাকান কিন্তু একটা কথাও বলেন না। ঠিক সেই সময় মামলার শুনানি শুরু হয়। তারা যখন তা শেষ করে এবং স্লাডিয়ানা একটা দলিলে স্বাক্ষর করার জন্য উঠে দাঁড়ান, তখন বিচারক তার দিকে ঝুঁকে তাকে ফিসফিস করে জিজ্ঞেস করেন: “আপনি আমাকে সবেমাত্র যা বলেছেন, সেই সম্বন্ধে কি আপনি নিশ্চিত যে, শীঘ্রই পৃথিবীতে কোনো বিচারক এবং আদালত থাকবে না?”

“হ্যাঁ, স্যার। আমি পুরোপুরি নিশ্চিত!” স্লাডিয়ানা উত্তর দেন।

“এর কোন প্রমাণ আপনার কাছে রয়েছে?” বিচারক জিজ্ঞেস করেন।

“এর প্রমাণ আপনি বাইবেলে পেতে পারেন,” স্লাডিয়ানা উত্তর দেন।

বিচারক বলেন যে, তিনি সেই প্রমাণ পড়তে চান কিন্তু তার কাছে কোনো বাইবেল নেই। তাই, স্লাডিয়ানা তাকে একটা বাইবেল দেওয়ার প্রস্তাব দেন। সাক্ষিরা সেই বিচারকের সঙ্গে সাক্ষাৎ করে, তাকে একটা বাইবেল দেয় এবং সাপ্তাহিক বাইবেল অধ্যয়ন করার জন্য তাকে উৎসাহিত করে। বিচারক সেই প্রস্তাব গ্রহণ করেন এবং শীঘ্রই যিহোবার একজন সাক্ষি হন।

ভবিষ্যদ্বাণীমূলকভাবে গীতসংহিতা ২:১০ পদ বলে: “এখন, রাজগণ! বিবেচক হও; পৃথিবীর বিচারকগণ! শাসন গ্রাহ্য কর।” এই ধরনের ব্যক্তিরা যখন নম্রভাবে যিহোবার প্রেমময় নির্দেশনা গ্রহণ করে, তখন তা কতই না হৃদয়গ্রাহী হয়!

[৩২ পৃষ্ঠার চিত্র]

বিচারকের সঙ্গে স্লাডিয়ানা

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার