ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৭ ১/১৫ পৃষ্ঠা ৩২
  • শতায়ু এক ব্যক্তি যার জীবনে এক উদ্দেশ্য রয়েছে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • শতায়ু এক ব্যক্তি যার জীবনে এক উদ্দেশ্য রয়েছে
  • ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৭ ১/১৫ পৃষ্ঠা ৩২

শতায়ু এক ব্যক্তি যার জীবনে এক উদ্দেশ্য রয়েছে

এলিন হলেন সুইডেনের সেই ৬০ জন ব্যক্তির মধ্যে একজন, যাদেরকে সম্প্রতি ১০৫ বছর বা তারও বেশি বয়স বলে তালিকাভুক্ত করা হয়েছে। তার নিজের বয়স ১০৫ বছর। যদিও বার্ধক্যের কারণে তাকে বৃদ্ধাশ্রমেই আবদ্ধ থাকতে হয় কিন্তু তার স্বাস্থ্য তাকে ক্রমাগত একজন সক্রিয় সাক্ষি হিসেবে সেবা করার সুযোগ করে দিয়েছে, যে-জীবনধারা তিনি ৬০ বছরেরও বেশি আগে বেছে নিয়েছেন।

এলিন অন্যদের কাছে প্রচার করার ক্ষেত্রে প্রেরিত পৌলের দ্বারা স্থাপিত সেই আদর্শ অনুসরণ করেন, যখন তিনি গৃহবন্দি ছিলেন অর্থাৎ যখন তাকে একটা ঘরে আবদ্ধ করে রাখা হয়েছিল। পৌল তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা সমস্ত ব্যক্তির কাছে প্রচার করতেন। (প্রেরিত ২৮:১৬, ২৯, ৩০) একইভাবে এলিন, ঘর পরিষ্কার করতে আসা ব্যক্তি, দাঁতের ডাক্তার, চিকিৎসক, হেয়ারড্রেসার, নার্স এবং সেই আশ্রমের অন্যান্য যাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়, তাদের সকলের কাছে কথা বলার প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করেন ও তাদেরকে বাইবেলে প্রাপ্ত সুসমাচার সম্বন্ধে জানান। মাঝে মাঝে এলিনের মণ্ডলীর সহবিশ্বাসীরা এমনকি তাদের বাইবেল ছাত্রদেরকে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকে, যাতে তারা তার জ্ঞান ও অভিজ্ঞতা থেকে উপকার পেতে পারে।

এলিনের মণ্ডলীর সদস্যরা তার হাসিখুশি এবং উৎসুক মনোভাবের প্রশংসা করে। একজন সহবিশ্বাসী বলেন: “মণ্ডলীর কাজকর্মের সঙ্গে তাল মিলিয়ে চলার চমৎকার ক্ষমতা তার রয়েছে। তিনি সমস্ত ছোট ছেলেমেয়ের নাম ও সম্প্রতি যারা মণ্ডলীতে এসেছে তাদের নামও মনে রাখেন।” এলিন তার আতিথেয়তা, রসিকতা বোধ এবং জীবন সম্বন্ধে ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য সুপরিচিত।

কী এলিনকে তার আনন্দ বজায় রাখতে এবং জীবনের উদ্দেশ্যের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত রাখতে সাহায্য করে? তিনি যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা নামক পুস্তিকাটি থেকে রোজ শাস্ত্রপদ পড়েন। এ ছাড়া, ম্যাগনিফাইয়িং গ্লাসের সাহায্যে তিনি প্রতিদিন বাইবেলের কিছু অংশও পড়ে থাকেন। এলিন যিহোবার সাক্ষিদের সাপ্তাহিক সভাগুলোর জন্য প্রস্তুতি নেন এবং যদিও তিনি দৈহিকভাবে সেগুলোতে উপস্থিত হতে পারেন না কিন্তু তিনি সেই সভাগুলোর রেকর্ড করা বিষয়বস্তু শুনে থাকেন। নিয়মিতভাবে বাইবেল ও বাইবেলভিত্তিক প্রকাশনাদি পড়া এবং খ্রিস্টীয় সভাগুলো বাদ না দেওয়া আমাদেরকে, বয়স যা-ই হোক না কেন, পরিতৃপ্তিদায়ক ও উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করার জন্য সাহায্য করতে পারে।—গীতসংহিতা ১:২; ইব্রীয় ১০:২৪, ২৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার