ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w08 ৬/১৫ পৃষ্ঠা ৩২
  • এক বিজ্ঞতাপূর্ণ সমাধান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক বিজ্ঞতাপূর্ণ সমাধান
  • ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w08 ৬/১৫ পৃষ্ঠা ৩২

এক বিজ্ঞতাপূর্ণ সমাধান

মধ্য আফ্রিকার তিনজন যুবক তাদের দেশের মধ্যেই একটা এলাকায় অনুষ্ঠিত জেলা সম্মেলনে যোগ দিতে চেয়েছিল। কীভাবে তারা সেখানে যাবে? জায়গাটা তাদের এলাকা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে ছিল এবং রাস্তাটা খুবই এবড়োখেবড়ো ও ধুলোবালিতে ভরা ছিল। এ ছাড়া, তাদের কাছে কোনো যানবাহনও ছিল না। যদিও তারা তিনটে সাইকেল ধার করার কথা চিন্তা করেছিল কিন্তু তারা কাজ চালানোর মতো কোনো ভাল সাইকেল পায়নি।

স্থানীয় মণ্ডলীর একজন প্রাচীন তাদের এই সমস্যা লক্ষ করেন এবং তাদেরকে নিজের পুরোনো, তবে ব্যবহার উপযোগী সাইকেলটা দেওয়ার প্রস্তাব দেন। তিনি তাদেরকে ব্যাখ্যা করেন যে, অতীতে তিনি এবং অন্যেরা একটা সম্মেলনে যাওয়ার জন্য কীভাবে ব্যবস্থা করেছিলেন। সেই প্রাচীন তাদের তিনজনকে একটা সাইকেলই ব্যবহার করার জন্য সুপারিশ করেন। সহজ অথচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক সমাধান। কী করে এটা সম্ভব হবে?

কড়া রোদ এড়ানোর জন্য এই যুবক ভাইয়েরা ভোরবেলা মিলিত হয় এবং সাইকেলে তাদের মালপত্র বোঝাই করে। প্রথমজন সাইকেল চালিয়ে আগে আগে যান আর অন্য দুজন দ্রুত পায়ে হেঁটে তাকে অনুসরণ করে। সাইকেল আরোহী প্রায় ৫০০ মিটার চালিয়ে যাওয়ার পর থামেন এবং মালপত্র বোঝাই সাইকেলটা একটা গাছের পাশে হেলান দিয়ে রাখেন। অবশ্য তিনি সেটাকে অন্যদের নজরে পড়ার মতো করেই রাখেন, যাতে অপরিচিত কেউ সাইকেলটা ‘চুরি করতে’ না পারে। এরপর সেই প্রথম সাইকেল আরোহী হেঁটে সামনে এগোতে থাকেন।

যখন অন্য দুজন সাইকেলের কাছে পৌঁছায়, তখন তাদের একজন সেটা চালাতে শুরু করেন আর অন্যজন তার পালা আসার আগে পর্যন্ত আরও প্রায় ৫০০ মিটার হাঁটা অব্যাহত রাখেন। এভাবে, সুপরিকল্পনা এবং দৃঢ়সংকল্পের মাধ্যমে এই তিনজন ব্যক্তি তাদের হাঁটার পরিধিকে ৯০ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটারে কমিয়ে আনতে সক্ষম হয়েছিল। এই প্রচেষ্টা সার্থক হয়েছিল। তারা সম্মেলনে তাদের খ্রিস্টান ভাইবোনদের সঙ্গে মিলিত হয়েছিল এবং আধ্যাত্মিক ভোজ উপভোগ করেছিল। (দ্বিতী. ৩১:১২) এই বছর আপনি কি আপনার এলাকার জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য যথাসাধ্য করবেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার