ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w09 ১/১ পৃষ্ঠা ১৮-১৯
  • তুমি কি কখনো হিংসা করেছ? যোষেফের ভাইয়েরা তার প্রতি করেছিল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তুমি কি কখনো হিংসা করেছ? যোষেফের ভাইয়েরা তার প্রতি করেছিল
  • ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যোষেফের ভাইয়েরা তাকে ঘৃণা করে
    আমার বাইবেলের গল্পের বই
  • “আমি কি ঈশ্বরের প্রতিনিধি?”
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা কখনো যোষেফকে ভুলে যাননি
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • একজন দাস ঈশ্বরের বাধ্য হন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
আরও দেখুন
২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w09 ১/১ পৃষ্ঠা ১৮-১৯

আপনাদের সন্তানদের শিক্ষা দিন

তুমি কি কখনো হিংসা করেছ? যোষেফের ভাইয়েরা তার প্রতি করেছিল

এসো আমরা হিংসা করার মানে কী, তা আলোচনা করি। একজন ব্যক্তিকে অন্যেরা ভালো, সুদর্শন অথবা স্মার্ট বলেছে বলে, তাকে পছন্দ করা কি তোমার কাছে কখনো কঠিন বলে মনে হয়েছে?a—সত্যি বলতে কী, যদি তুমি কাউকে হিংসা করে থাকো তাহলে এমনটাই হতে পারে।

পরিবারের মধ্যে একটি সন্তানের চেয়ে অন্যটির প্রতি বাবামা বেশি ভালোবাসা দেখানোর ফলে হিংসা দেখা দিতে পারে। বাইবেল আমাদেরকে এমন একটি পরিবারের বিষয়ে বলে, যেখানে হিংসা এক বড়ো সমস্যা সৃষ্টি করেছিল। এটা যে-সমস্যা সৃষ্টি করেছিল এবং এর থেকে আমরা যে-শিক্ষা লাভ করতে পারি, এসো আমরা তা বিবেচনা করি।

যোষেফ ছিলেন যাকোবের একাদশতম সন্তান আর যোষেফের সৎভাইয়েরা তাকে হিংসা করত। তুমি কি জানো, কেন?—এর কারণ ছিল তাদের বাবা যাকোব যোষেফকে বেশি ভালোবাসতেন। উদাহরণস্বরূপ, যাকোব যোষেফের জন্য ডোরাকাটা সুন্দর একটা চোগা বা জামা বানিয়েছিলেন। যাকোব যোষেফকে বিশেষভাবে ভালোবাসতেন কারণ তিনি তার “বৃদ্ধাবস্থার সন্তান” ও তার প্রিয়তমা স্ত্রী রাহেলের প্রথম সন্তান ছিলেন।

বাইবেল বলে যে, ‘পিতা যোষেফকে অধিক ভাল বাসেন, ইহা দেখিয়া তাহার ভ্রাতৃগণ তাহাকে দ্বেষ করিত।’ তারপর একদিন যোষেফ তার পরিবারকে বলেছিলেন যে, তিনি একটা স্বপ্ন দেখেছেন যে, তার বাবাসহ তার ভাইয়েরা সবাই তাকে প্রণাম করছে। বাইবেল বলে, “তাহার ভ্রাতৃগণ তাহার প্রতি ঈর্ষা করিল” বা তাকে হিংসা করল আর এমনকী যোষেফের বাবা পর্যন্ত এইরকম একটা স্বপ্নের বিষয়ে বলার জন্য তাকে বকা দিয়েছিলেন।—আদিপুস্তক ৩৭:১-১১.

এর কিছুসময় পরে, যোষেফের বয়স যখন ১৭ বছর, তখন তার ভাইয়েরা তাদের পরিবারের ভেড়া ও ছাগলের পালকে চরানোর জন্য বহু দূরে গিয়েছিল। তাই তার দাদারা কেমন আছে, তা দেখে আসার জন্য যাকোব যোষেফকে পাঠিয়েছিলেন। তাকে আসতে দেখে তাদের মধ্যে বেশিরভাগই তার প্রতি কী করতে চেয়েছিল, তা কি তুমি জানো?—তারা তাকে মেরে ফেলতে চেয়েছিল! কিন্তু, তাদের মধ্যে দুজন, রূবেণ ও যিহূদা তা করতে চায়নি।

কয়েক জন ব্যবসায়ী যখন সেখান দিয়ে মিশরের পথে যাচ্ছিল, তখন যিহূদা বলেছিলেন: ‘আইস, আমরা তাহাকে বিক্রয় করি।’ আর তারা তা-ই করেছিল। এরপর তারা একটা ছাগল মেরে সেটার রক্তে যোষেফের জামাটা ডুবিয়েছিল। পরে, তারা যখন তাদের বাবাকে সেই জামাটা দেখিয়েছিল, তিনি কেঁদে কেঁদে বলেছিলেন: ‘কোন হিংস্র জন্তু যোষেফকে খাইয়া ফেলিয়াছে।’—আদিপুস্তক ৩৭:১২-৩৬.

এই ঘটনার কয়েক বছর পরে, যোষেফ মিশরের শাসক ফরৌণের অনুগ্রহ লাভ করেছিলেন। এটা হয়েছিল কারণ ঈশ্বরের সাহায্যে তিনি ফরৌণের দুটো স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিলেন। এর প্রথমটা ছিল, সাতটা হৃষ্টপুষ্ট গাভীর পিছনে থাকা সাতটা রুগ্‌ণ গাভী সম্বন্ধে। দ্বিতীয়টা ছিল সাতটা স্থূলাকার যবের শীষ আর তারপর সাতটা ক্ষীণ যবের শীষ সম্বন্ধে। যোষেফ বলেছিলেন যে, দুটো স্বপ্নেরই মানে হল প্রথম সাত বছর প্রচুর ফসল ফলবে আর পরের সাত বছর দুর্ভিক্ষ হবে। ফরৌণের নির্দেশে, দুর্ভিক্ষের সময়ের জন্য প্রস্তুত থাকতে প্রাচুর্যের বছরগুলোতে ফসল মজুত করে রাখার কাজে যোষেফকে নিযুক্ত করা হয়েছিল।

যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন অনেক দূরে বসবাসকারী যোষেফের পরিবারের খাদ্যের প্রয়োজন হয়েছিল। খাবার আনার জন্য যাকোব যোষেফের দশজন দাদাকে মিশরে পাঠিয়েছিলেন। তারা যোষেফের সামনে উপস্থিত হয়েছিল কিন্তু যোষেফকে চিনতে পারেনি। তিনি কে তা প্রকাশ না করেই, যোষেফ তার দাদাদের পরীক্ষা করেছিলেন এবং জানতে পেরেছিলেন যে, তার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে তার দাদারা কতই না দুঃখিত ছিল। তারপর যোষেফ তাদেরকে জানিয়েছিলেন যে, তিনি কে। এরপর তারা একে অন্যকে জড়িয়ে ধরেছিল ও কত আনন্দিতই না হয়েছিল!—আদিপুস্তক, ৪০ থেকে ৪৫ অধ্যায়।

বাইবেলের এই গল্পটি থেকে তুমি হিংসা সম্বন্ধে কী শিখতে পার?—হিংসা বড়ো বড়ো সমস্যার দিকে, এমনকী একজন ব্যক্তিকে তার নিজের ভাইয়ের ক্ষতি করতে চাওয়ার দিকেও পরিচালিত করতে পারে! এসো আমরা প্রেরিত ৫:১৭, ১৮ এবং প্রেরিত ৭:৫৪-৫৯ পদ পড়ি আর দেখি যে, যিশুর শিষ্যদের প্রতি হিংসা লোকেদেরকে তাদের প্রতি কী করতে পরিচালিত করেছিল।—এটা পড়ার পর তুমি কি বুঝতে পারছ যে, কেন হিংসা করার বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে?—

যোষেফ ১১০ বছর পর্যন্ত জীবিত ছিলেন। তার পুত্র, পৌত্র এবং প্রপৌত্র হয়েছিল। আমরা এই বিষয়ে নিশ্চিত থাকতে পারি যে, যোষেফ প্রায়ই তাদেরকে একে অন্যকে ভালোবাসতে এবং হিংসা না করতে শিক্ষা দিয়েছিলেন।—আদিপুস্তক ৫০:২২, ২৩, ২৬. (w০৮ ১০/১)

[পাদটীকা]

a আপনি যদি সন্তানের সঙ্গে এই প্রবন্ধটি পড়েন, তাহলে ড্যাশগুলো আপনাকে একটু থামতে ও সন্তানকে তার মনের কথা প্রকাশ করার জন্য উৎসাহ দেওয়ার বিষয়টা মনে করিয়ে দেয়।

প্রশ্নাবলি:

○ হিংসা করার মানে কী?

○ হিংসা যোষেফের ভাইদেরকে কী করতে পরিচালিত করেছিল?

○ কেন যোষেফ তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন?

○ এই গল্পটি থেকে আমরা কী শিখতে পারি?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার