সূচিপত্র
নভেম্বর ১৫, ২০০৮
অধ্যয়ন সংস্করণ
নীচে উল্লেখিত সপ্তাহগুলোর জন্য অধ্যয়ন প্রবন্ধ:
জানুয়ারি ৫-১১, ২০০৮
পাল থেকে বিপথে যায় এমন ব্যক্তিদের সাহায্য করুন
পৃষ্ঠা ৮
যে-গানগুলো ব্যবহার করতে হবে: ১১ (৮৫), ২৮ (২২৪)
জানুয়ারি ১২-১৮, ২০০৮
তাদেরকে অবিলম্বে ফিরে আসতে সাহায্য করুন!
পৃষ্ঠা ১২
যে-গানগুলো ব্যবহার করতে হবে: ২৩ (২০০), ২২ (১৩০)
জানুয়ারি ১৯-২৫, ২০০৮
স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যাপারে শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি বজায় রাখুন
পৃষ্ঠা ২৩
যে-গানগুলো ব্যবহার করতে হবে: ৬ (৪৫), ২৪ (১৮৫)
জানুয়ারি ২৬, ২০০৮–ফেব্রুয়ারি ১, ২০০৮
যিশু যেমন করেছিলেন, তেমনই ‘দিয়াবলের প্রতিরোধ করুন’
পৃষ্ঠা ২৭
যে-গানগুলো ব্যবহার করতে হবে: ৫ (৪৬), ২১ (১৯১)
অধ্যয়ন প্রবন্ধগুলোর উদ্দেশ্য
অধ্যয়ন প্রবন্ধ ১, ২ পৃষ্ঠা ৮-১৬
যে-সহবিশ্বাসীরা ঈশ্বরের পাল থেকে বিপথে গিয়েছে, তাদেরকে প্রাচীনরা ও অন্যান্যরা কীভাবে সাহায্য করতে পারে, সেই সম্বন্ধে শিখুন। এই প্রবন্ধগুলো ব্যাখ্যা করে যে, নিষ্ক্রিয় খ্রিস্টানদের সহযোগিতা করার জন্য আপনি কী করতে পারেন। এ ছাড়া লক্ষ করুন, যে-ব্যক্তিরা ফিরে আসে, তারা কীভাবে আশা করতে পারে যে তাদেরকে গ্রহণ করা হবে।
অধ্যয়ন প্রবন্ধ ৩ পৃষ্ঠা ২৩-২৭
আমাদের স্বাস্থ্যের ব্যাপারে ভারসাম্যপূর্ণভাবে চিন্তা করা স্বাভাবিক। তাই, যিহোবার সাক্ষিরা বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করে থাকে। কিন্তু, ‘সংযত ভাব’ অপরিহার্য। (তীত ২:১২) সর্বোপরি, আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নিতে হবে এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করতে হবে।
অধ্যয়ন প্রবন্ধ ৪ পৃষ্ঠা ২৭-৩১
দিয়াবলকে প্রতিরোধ করার ক্ষেত্রে যিশু খ্রিস্ট কীভাবে এক উদাহরণ স্থাপন করেছিলেন, তা শিখুন। এই প্রবন্ধ দেখায় যে, কেন তাঁর পুত্রের ওপর ঈশ্বরের আস্থা ছিল। এটি দেখায় যে, কীভাবে যিশু সফলভাবে শয়তানের প্রতিরোধ করেছিলেন এবং তুলে ধরে যে, কীভাবে আমরাও তা করতে পারি।
এই সংখ্যায় আরও রয়েছে:
আপনি কী ধরনের ব্যক্তি হতে চান?
পৃষ্ঠা ৩
‘একচিত্তে ও একপ্রাণে’ ঈশ্বরকে সেবা করা
পৃষ্ঠা ৬
‘যে যে বিষয় শান্তিজনক, সেই সকলের অনুধাবন করুন’
পৃষ্ঠা ১৭
যিহোবার বাক্য জীবন্ত—যাকোব ও পিতরের চিঠির প্রধান বিষয়গুলো
পৃষ্ঠা ২০
“সাগরের গান”—যে-পাণ্ডুলিপিটি ব্যবধান দূর করে
পৃষ্ঠা ৩২