ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w10 ৭/১ পৃষ্ঠা ২৮-৩২
  • বাইবেল জীবনকে পরিবর্তন করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বাইবেল জীবনকে পরিবর্তন করে
  • ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেল জীবনকে পরিবর্তন করে
    প্রহরীদুর্গ: বাইবেল জীবনকে পরিবর্তন করে
  • বাইবেল জীবনকে পরিবর্তন করে
    প্রহরীদুর্গ: বাইবেল জীবনকে পরিবর্তন করে
  • বাইবেল জীবনকে পরিবর্তন করে
    প্রহরীদুর্গ: বাইবেল জীবনকে পরিবর্তন করে
  • বাইবেল জীবনকে পরিবর্তন করে
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w10 ৭/১ পৃষ্ঠা ২৮-৩২

বাইবেল জীবনকে পরিবর্তন করে

কেন এমন একজন ব্যক্তি পূর্ণসময়ের পরিচারক হওয়া বেছে নিয়েছিলেন, যার জীবন মোটরসাইকেল, মাদকদ্রব্য এবং খেলাধুলাকে কেন্দ্র করে ছিল? কী একজন পেশাদার জুয়াড়িকে তার আসক্তি থেকে মুক্ত হতে এবং সম্মানজনক কাজের দ্বারা তার পরিবারের ভরণপোষণ জোগাতে অনুপ্রাণিত করেছিল? কী এমন একজন যুবতীকে তার জীবনধারা পুনর্বিবেচনা করে দেখতে পরিচালিত করেছিল, যিনি একজন যিহোবার সাক্ষি হিসেবে বড়ো হয়ে উঠেছিলেন অথচ বাইবেলের মানগুলো পরিত্যাগ করেছিলেন? এই ব্যক্তিরা যা বলেছে, তা বিবেচনা করুন।

সংক্ষিপ্ত জীবনকথা

নাম: টেরেন্স জে. ওব্রায়েন

বয়স: ৫৭ বছর

দেশ: অস্ট্রেলিয়া

পূর্বে আমি মাদকদ্রব্য সেবন করতাম এবং মোটরসাইকেল চালাতে পছন্দ করতাম

আমার অতীত: আমার ছেলেবেলা কেটেছে কুইন্সল্যান্ডের রাজধানী, ব্রিসবেনের মতো ব্যস্ত শহরে। আমার পরিবার ছিল ক্যাথলিক কিন্তু আমার বয়স যখন আট বছর, তখন আমরা গির্জায় যাওয়া বন্ধ করে দিই এবং আর কখনোই ধর্ম নিয়ে আলোচনা করিনি। আমার বয়স যখন দশ বছর, তখন আমাদের পরিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে চলে যায়। আমরা সমুদ্রসৈকতের কাছাকাছি বাস করতাম আর আমি আমার কিশোর বয়সের প্রাথমিক বছরগুলো সাঁতার কেটে ও সারফিং করে কাটাই।

তা সত্ত্বেও, আমার ছেলেবেলা সুখের ছিল না। আমার বয়স যখন আট বছর, তখন আমার বাবা আমাদের পরিবারকে ছেড়ে চলে যান। আমার মা আবারও বিয়ে করেন এবং আমাদের ঘরে মদ খাওয়া ও ঝগড়াঝাঁটি করা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে ওঠে। একদিন রাতে, আমার বাবা-মার মধ্যে এক তুমুল ঝগড়া হওয়ার পর, আমি আমার বিছানায় বসে প্রতিজ্ঞা করি যে, আমি যদি কখনো বিয়ে করি, তাহলে আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করব না। বিভিন্ন ঘরোয়া সমস্যা সত্ত্বেও, ছয় সন্তান, মা এবং সৎবাবাকে নিয়ে গঠিত আমাদের পরিবার একে অপরের ঘনিষ্ঠ ছিল।

আমার কিশোর বয়সের শেষের বছরগুলোতে, আমার সঙ্গীসাথিদের মধ্যে অনেকে কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা মারিজুয়ানা, তামাক ও অন্যান্য মাদকদ্রব্য সেবন করত এবং মদের অপব্যবহার করত। আমার সঙ্গীসাথিদের মতো আমিও একইরকম বেপরোয়া জীবনযাপনে জড়িয়ে পড়ি। এ ছাড়া, আমি মোটরসাইকেল চালানোও উপভোগ করতাম। যদিও আমার বেশ কয়েকটা মারাত্মক দুর্ঘটনা ঘটে, তবুও আমি মোটরসাইকেল চালাতে ভালোবাসতাম এবং সেটাতে করে সারা অস্ট্রেলিয়া ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

এতসব স্বাধীনতা সত্ত্বেও, আমি যখন জগতের অবস্থা এবং মানবজাতির সমস্যাগুলোর ব্যাপারে অধিকাংশ লোক কতটা উদাসীন, সেই সম্বন্ধে চিন্তা করতাম, তখন প্রায়ই হতাশ হয়ে পড়তাম। আমি ঈশ্বর, ধর্ম এবং জগতের অবস্থা সম্বন্ধে সত্য জানার জন্য আকুল আকাঙ্ক্ষী ছিলাম। কিন্তু, আমি যখন দুজন ক্যাথলিক যাজককে আমার প্রশ্নগুলো জিজ্ঞেস করি, তখন তাদের উত্তর শুনে আমি মর্মাহত হই। বিভিন্ন প্রোটেস্টান্ট পরিচারকের সঙ্গেও আমি একই বিষয় নিয়ে আলোচনা করি কিন্তু তাদের উত্তরও আমাকে একইভাবে হতাশ করে। এরপর একজন বন্ধু, এডি নামে একজন যিহোবার সাক্ষির সঙ্গে আমার সাক্ষাৎ করার ব্যবস্থা করে। এডির সঙ্গে আমার চার বার আলোচনা হয় এবং আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রতিবারই তিনি বাইবেল ব্যবহার করেছিলেন। একেবারে প্রথম আলোচনা থেকেই আমি বুঝতে পারি যে, আমি বিশেষ কিছু খুঁজে পেয়েছি। কিন্তু, সেই সময়ে আমি আমার জীবনধারা কোনোভাবে পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তাই বুঝতে পারিনি।

বাইবেল যেভাবে আমার জীবনকে পরিবর্তন করেছে: সারা অস্ট্রেলিয়া ভ্রমণ করার সময় আরেকজন সাক্ষির সঙ্গে আমার আলোচনা হয়, যার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল। কিন্তু, কুইন্সল্যান্ডে ফিরে আসার পর, ছয় মাস ধরে সাক্ষিদের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ ছিল না।

এরপর একদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় আমি পরিপাটী পোশাক পরিহিত দুজন লোককে দেখতে পাই, যারা ব্রিফকেস নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর তাদেরকে দেখেই আমি অনুমান করি যে, তারা যিহোবার সাক্ষি। আমি তাদের কাছে এগিয়ে যাই, আমার অনুমানের বিষয়ে নিশ্চিত হই এবং এরপর তাদেরকে বলি যেন তারা আমাকে বাইবেল অধ্যয়ন করায়। দেরি না করে আমি সাক্ষিদের দ্বারা অনুষ্ঠিত সভাগুলোতে যোগ দিতে শুরু করি এবং এমনকী ১৯৭৩ সালে সিডনিতে অনুষ্ঠিত এক বড়ো সম্মেলনেও যোগ দিই। কিন্তু, আমার পরিবার—বিশেষ করে আমার মা—যখন জানতে পারে যে, আমি কী করছি, তখন তারা খুবই হতাশ হয়ে পড়ে। এই কারণে এবং আরও অন্যান্য কারণে আমি সাক্ষিদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিই। এক বছর পর্যন্ত আমি আমার আরেকটা প্রিয় বিষয়ে মগ্ন হয়ে থাকি আর সেটা হল ক্রিকেট খেলা।

কিন্তু পরিশেষে আমি উপলব্ধি করি যে, একমাত্র সেই সময়ই আমি প্রকৃত সুখ উপভোগ করেছিলাম, যখন আমি যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করেছি। আমি আবারও তাদের সঙ্গে যোগাযোগ করি এবং সভাগুলোতে যোগ দিতে শুরু করি। এ ছাড়া, আমার যে-বন্ধুবান্ধবরা মাদকদ্রব্য সেবন করত, তাদের সঙ্গে আমি মেলামেশা করা বন্ধ করে দিই।

বাইবেলের ইয়োব চরিত্র সম্বন্ধে আমি যা শিখছিলাম, মূলত সেটাই আমাকে আমার জীবনে এই পরিবর্তনগুলো করতে অনুপ্রাণিত করেছে। বিল নামে একজন সদয় অথচ দৃঢ় বয়স্ক সাক্ষি নিয়মিতভাবে আমার সঙ্গে বাইবেল আলোচনা করতেন। ইয়োবের গল্প সম্বন্ধে অধ্যয়ন করার পর ভাই বিল আমাকে জিজ্ঞেস করেন যে, আর কে ঈশ্বরকে অর্ধহৃদয়ে সেবা করে বলে শয়তান অভিযোগ করেছে। (ইয়োব ২:৩-৫) আমি আমার জানা সমস্ত বাইবেলের চরিত্রের নাম বলি আর ভাই বিল ধৈর্যের সঙ্গে উত্তর দেন, “হ্যাঁ, হ্যাঁ, তারাও।” এরপর তিনি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, “শয়তান তোমার সম্বন্ধেও একই বিষয় বলছে!” এটা শুনে আমি খুবই আশ্চর্য হয়ে যাই। সেই অধ্যয়নের আগে পর্যন্ত আমি এটা জানতাম যে, আমি যে-মতবাদগুলো শিখছি, সেগুলো সত্য। কিন্তু সেই অধ্যয়নের সময় আমি বুঝতে পারি যে, আমি যা শিখছি, সেই অনুযায়ী কেন আমার কাজ করা উচিত। চার মাস পর, আমি একজন যিহোবার সাক্ষি হিসেবে বাপ্তাইজিত হই।

আমি যেভাবে উপকৃত হয়েছি: আমি যদি বাইবেলের মান অনুযায়ী জীবনযাপন করার বিষয়টা না জানতাম, তাহলে আমার জীবন এখন কেমন হতো, সেটা চিন্তা করেই আমি ভয়ে শিউরে উঠি। খুব সম্ভবত আমি মারা যেতাম। আমার পুরোনো সঙ্গীসাথিদের মধ্যে অনেকে মাদকদ্রব্য সেবনের অথবা মদের অপব্যবহারের কারণে মারা গিয়েছে। এ ছাড়া, তাদের বিয়েতেও সুখ ছিল না। আমি শুধু বলতে পারি যে, আমার জীবনটাও এইরকমই হতো।

এখন আমি বিবাহিত আর আমার স্ত্রী মার্গারেট এবং আমি যিহোবার সাক্ষিদের অস্ট্রেলিয়ার শাখা অফিসে সেবা করা উপভোগ করছি। আমার পরিবারের কেউই আমার সঙ্গে যিহোবার উপাসনায় যোগ দেয়নি। তবুও, বছরের পর বছর ধরে মার্গারেট এবং আমি বেশ কয়েক জন ব্যক্তি ও দম্পতির সঙ্গে বাইবেল অধ্যয়ন করার আনন্দ উপভোগ করেছি, যারা ঠিক আমার মতোই তাদের জীবনকে পরিবর্তিত করেছে। সেই সময়ের মধ্যে, আমরা অনেক চমৎকার বন্ধু লাভ করেছি। অধিকন্তু মার্গারেট, যে একজন সাক্ষি হিসেবে বড়ো হয়ে উঠেছিল, সে আমাকে প্রায় ৪০ বছর আগে করা আমার প্রতিজ্ঞা রক্ষা করতে সাহায্য করেছে। ২৫ বছরেরও বেশি সময় ধরে, আমরা সুখী বিবাহিত জীবন উপভোগ করছি। আমরা সমস্ত ব্যাপারে সবসময় একমত হই না কিন্তু এখন পর্যন্ত আমরা কখনো ঝগড়া করিনি। আমরা দুজনেই মনে করি যে, এর জন্য আমরা বাইবেলের কাছে কৃতজ্ঞ।

সংক্ষিপ্ত জীবনকথা

নাম: মাসাহিরো ওকাবায়াশি

বয়স: ৩৯ বছর

দেশ: জাপান

পূর্বে আমি একজন জুয়াড়ি ছিলাম

আমার অতীত: আমি তুলনামূলকভাবে বেশ ছোট্ট জায়গা ইওয়াকুরাতে বড়ো হয়েছি, যা নাগোয়া থেকে ট্রেনে করে প্রায় আধ ঘন্টার পথ। আমার মনে আছে যে, আমার বাবা এবং মা দুজনেই খুব সদয় ব্যক্তি ছিল। কিন্তু, পরে আমি জানতে পারি যে, আমার বাবা ছিলেন একজন ইয়াকুজা বা গ্যাংস্টার, যিনি প্রতারণামূলক কাজ করার দ্বারা কিছু সময়ের জন্য আমাদের পাঁচ জন সদস্যবিশিষ্ট পরিবারের ভরণপোষণ জুগিয়েছিলেন। তিনি প্রতিদিন প্রচুর মদ খেতেন আর আমার বয়স যখন ২০ বছর, তখন তিনি লিভার সিরোসিসে মারা যান।

আমার বাবা ছিলেন একজন কোরিয়ান, তাই এলাকার লোকেরা আমাদের পরিবারের প্রতি প্রায়ই বৈষম্যমূলক আচরণ করত। এই বিষয়টা এবং অন্যান্য সমস্যা আমার কিশোর বয়সের দিনগুলোকে দুর্বিষহ করে তোলে। আমি হাইস্কুলে ভর্তি হই ঠিকই কিন্তু খুব কমই স্কুলে যেতাম এবং এক বছর পরে স্কুলে যাওয়াই বন্ধ করে দিই। ইতিমধ্যেই পুলিশের খাতায় আমার নাম ছিল বলে এবং সেইসঙ্গে আমি অর্ধেক কোরিয়ান ছিলাম বলে আমার পক্ষে কাজ খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়ে। পরিশেষে, আমি একটা কাজ পাই কিন্তু আমি আমার হাঁটুতে আঘাত পাওয়ার ফলে আর শারীরিক কাজ করতে পারিনি।

আমি পাচিনকো নামে এক ধরনের জুয়াখেলা খেলে জীবিকানির্বাহ করতে শুরু করি, যে-খেলায় পিনবল মেশিনের মতো একই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। সেই সময়ে, আমি একটা মেয়ের সঙ্গে থাকতাম আর সে চেয়েছিল, আমি যেন একটা বৈধ চাকরি খুঁজে তাকে বিয়ে করি। কিন্তু, জুয়া খেলে আমি অনেক অর্থ উপার্জন করছিলাম আর তাই আমি আমার জীবনধারা পরিবর্তন করতে চাইনি।

বাইবেল যেভাবে আমার জীবনকে পরিবর্তন করেছে: একদিন একজন যিহোবার সাক্ষি আমাদের ঘরে আসেন আর আমাকে জীবন—কীভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরেজি) বইটি দিয়ে যান। এই প্রশ্নটা নিয়ে আমি আগে কখনো চিন্তা করিনি। কিন্তু বইটি পড়ার পর, আমি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানার জন্য রাজি হই। মৃত্যুতে কী হয়, সেটা নিয়ে আমি সবসময়ই ভাবতাম। এই বিষয় এবং আরও অন্যান্য বিষয় সম্বন্ধে বাইবেল থেকে স্পষ্ট উত্তর পেয়ে আমার মনে হয়েছিল যেন আমার চোখ থেকে আইশ পড়ে গিয়েছে।

বাইবেল থেকে আমি যা শিখছিলাম, তা প্রয়োগ করার প্রয়োজনীয়তা আমি উপলব্ধি করি। তাই আমি আমার বিয়েকে বৈধ করি, ধূমপান ত্যাগ করি, সোনালি রং করা লম্বা চুল কেটে ফেলি এবং আমার বেশভূষা পরিচ্ছন্ন করি। এ ছাড়া, আমি জুয়াখেলাও ছেড়ে দিই।

এই পরিবর্তনগুলোর মধ্যে কোনোটাই করা সহজ ছিল না। উদাহরণস্বরূপ, আমি নিজের শক্তিতে তামাক ছাড়তে পারতাম না। কিন্তু, ঐকান্তিক প্রার্থনা এবং যিহোবা ঈশ্বরের ওপর নির্ভর করার মাধ্যমে আমি তা ছাড়তে পারি। এ ছাড়া, পাচিনকো ছেড়ে দেওয়ার পর আমি প্রথম যে-কাজটা পাই, সেটা আমার জন্য সত্যিই কঠিন ছিল। জুয়া খেলে আমি যা উপার্জন করতাম, সেটার মাত্র অর্ধেক উপার্জন করতে পারতাম আর কাজটা ছিল কঠিন ও চাপপূর্ণ। সেই কঠিন সময়ে বাইবেলের যে-অংশটা আমাকে সাহায্য করেছিল, সেটা ছিল ফিলিপীয় ৪:৬, ৭ পদ। এটি বলে: “কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যীশুতে রক্ষা করিবে।” অনেক বার, আমার ক্ষেত্রে এই প্রতিজ্ঞা সত্য বলে প্রমাণিত হয়েছে।

আমি যেভাবে উপকৃত হয়েছি: আমি যখন প্রথম যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করি, তখন আমার স্ত্রী খুশি ছিল না। কিন্তু, সে যখন আমাকে আমার আচরণে বড়ো বড়ো পরিবর্তন করতে দেখে, তখন সে আমার অধ্যয়ন পর্বগুলোতে যোগ দেয় এবং আমার সঙ্গে যিহোবার সাক্ষিদের সভাগুলোতে যোগ দিতে শুরু করে। এখন আমরা দুজনেই যিহোবার সাক্ষি। একসঙ্গে ঈশ্বরকে সেবা করতে পারা সত্যিই এক আশীর্বাদ!

বাইবেল অধ্যয়নের আগে আমি মনে করতাম যে, আমি সুখী ছিলাম। কিন্তু, এখন আমি জানি যে, প্রকৃত সুখ আসলে কী। বাইবেলের মান অনুযায়ী জীবনযাপন করা মোটেই সহজ নয় কিন্তু আমি নিশ্চিত যে, এটাই জীবনের সর্বোত্তম পথ।

সংক্ষিপ্ত জীবনকথা

নাম: এলিজাবেথ জেন স্কোফিল্ড

বয়স: ৩৫ বছর

দেশ: যুক্তরাজ্য

পূর্বে আমার প্রধান লক্ষ্য ছিল সাপ্তাহিক ছুটির দিনগুলো আনন্দফূর্তি করে কাটানো

আমার অতীত: আমি স্কটল্যান্ডের গ্লাসগোর ঠিক বাইরে এক ছোট্ট শহর হার্ডগেটে বড়ো হয়েছি। আমার বয়স যখন সাত বছর, তখন আমার মা একজন যিহোবার সাক্ষি হন আর তিনি আমাকে বাইবেল সম্বন্ধে শেখাতে শুরু করেন। কিন্তু, আমার বয়স যখন ১৭ বছর, তখন আমি আমার স্কুলের বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করতেই—নাইট ক্লাবগুলোতে যেতে, হেভি মেটাল মিউজিক শুনতে এবং মদ খেতে—বেশি আগ্রহী ছিলাম। আমি আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে মোটেও চিন্তা করতাম না। আমার প্রধান লক্ষ্য ছিল সাপ্তাহিক ছুটির দিনগুলো আনন্দফূর্তি করে কাটানো। কিন্তু আমার বয়স যখন ২১ বছর, তখন সমস্তকিছুই পালটে যায়।

আমি আমার কিছু আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য উত্তর আয়ার্ল্যান্ডে যাই। সেখানে থাকাকালীন আমি রাস্তায় প্রোটেস্টান্ট ধর্মাবলম্বী ব্যক্তিদের একটা শোভাযাত্রা দেখতে পাই, যেটাকে অরেঞ্জ ওয়াক (বা শোভাযাত্রা) বলা হয়। সেই সময় আমি প্রোটেস্টান্ট এবং ক্যাথলিকদের মধ্যে যে-প্রচণ্ড ঘৃণা এবং গোঁড়ামি দেখি, তা আমাকে প্রচণ্ড আঘাত দেয়। বস্তুতপক্ষে, এটা আমাকে চেতনা ফিরে পেতে সাহায্য করে। আমার মা আমাকে বাইবেল থেকে যে-বিষয়গুলো শিখিয়েছিলেন, সেগুলো আমি স্মরণ করেছিলাম আর সেইসঙ্গে আমি এও জানতাম যে, যারা ঈশ্বরের প্রেমময় মানগুলোকে অগ্রাহ্য করে, তাদেরকে তিনি কখনোই অনুমোদন করবেন না। এরপর হঠাৎ-ই আমি উপলব্ধি করি যে, আমি যেভাবে জীবনযাপন করি বলে ঈশ্বর চান, সেটাকে অগ্রাহ্য করে আমি ব্যস্তভাবে আমার নিজের আগ্রহগুলোর পিছনে ছুটছি। আমি ঠিক করি যে, আমি যখন স্কটল্যান্ডে আমার বাড়িতে ফিরে যাব, তখন আমি বাইবেল যা শিক্ষা দেয়, তা গুরুত্বের সঙ্গে পরীক্ষা করব।

বাইবেল যেভাবে আমার জীবনকে পরিবর্তন করেছে: আমার নিজ শহরে আমি যখন প্রথম বার যিহোবার সাক্ষিদের একটা সভাতে পুনরায় যোগ দিয়েছিলাম, তখন আমি একটু বিব্রত বোধ করেছিলাম এবং আমার ভয় লেগেছিল। কিন্তু, প্রত্যেকেই আমাকে সাদরে গ্রহণ করে নিয়েছিল। বাইবেল থেকে আমি যে-বিষয়গুলো শিখছিলাম, সেগুলো যখন প্রয়োগ করতে শুরু করেছিলাম, তখন মণ্ডলীর খুবই সদয় একজন ব্যক্তি আমার প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন। আমি যেন আবারও নিজেকে মণ্ডলীর এক অংশ বলে মনে করি, সেই বিষয়ে তিনি সত্যিই আমাকে সাহায্য করেছিলেন। আগে আমি যে-বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করতাম, তারা ক্রমাগত আমাকে নাইট ক্লাবগুলোতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে থাকে কিন্তু আমি তাদেরকে বলে দিয়েছিলাম যে, বাইবেলের মান অনুযায়ী জীবনযাপন করার জন্য আমি ঐকান্তিক ছিলাম। পরিশেষে, তারা আমার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল।

অতীতে আমি বাইবেলকে নিছক একটি নিয়মের বই বলেই মনে করতাম। এখন আমার মনোভাব পরিবর্তিত হয়েছে। আমি বাইবেলের চরিত্রগুলোকে বাস্তব ব্যক্তি হিসেবে দেখতে শুরু করি, যাদের ঠিক আমার মতোই অনুভূতি এবং বিভিন্ন দুর্বলতা ছিল। তারাও ভুল করেছিল কিন্তু তারা যখন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছিল, তখন যিহোবা ঈশ্বর তাদের ক্ষমা করে দিয়েছিলেন। আমি এই আস্থা লাভ করেছিলাম যে, এমনকী যদিও আমি যৌবনকালে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু আমি যদি তাকে খুশি করার জন্য কঠোর প্রচেষ্টা করি, তাহলে তিনি আমাকে ক্ষমা করবেন এবং আমার অতীতের ভুলগুলোকে ভুলে যাবেন।

আমার মায়ের আচরণও আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। যদিও আমি ঈশ্বরকে পরিত্যাগ করেছিলাম কিন্তু মা আমাকে কখনো পরিত্যাগ করেননি। তার অটল আনুগত্যের উদাহরণ আমাকে এটা উপলব্ধি করতে সাহায্য করেছে যে, যিহোবাকে সেবা করার প্রচেষ্টার মূল্য রয়েছে। আমি যখন ছোটো ছিলাম আর আমার মায়ের সঙ্গে ঘরে ঘরে প্রচারে যেতাম, তখন আমি কখনো তা উপভোগ করতাম না এবং লোকেদের কাছে প্রচার করার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করার কথা কল্পনাও করতে পারতাম না। কিন্তু, সেই সময় আমি মথি ৬:৩১-৩৩ পদে বলা যিশুর প্রতিজ্ঞা পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিই। তিনি বলেছিলেন: “ইহা বলিয়া ভাবিত হইও না যে, ‘কি ভোজন করিব?’ বা ‘বা কি পান করিব?’ বা ‘কি পরিব?‘ . . . তোমাদের স্বর্গীয় পিতা ত জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা কর, তাহা হইলে ঐ সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে।” একজন যিহোবার সাক্ষি হিসেবে বাপ্তাইজিত হওয়ার পর পরই, আমি আমার পূর্ণসময়ের চাকরি ছেড়ে দিয়ে খণ্ডকালীন কাজ নিই এবং একজন পূর্ণসময়ের পরিচারক হই।

আমি যেভাবে উপকৃত হয়েছি: আমার বয়স যখন তুলনামূলকভাবে কম ছিল এবং সাপ্তাহিক ছুটির দিনগুলো আনন্দফূর্তি করেই কাটাতাম, তখন আমি কখনোই পরিতৃপ্ত বোধ করতাম না। আমার জীবন শূন্য ছিল। কিন্তু এখন যেহেতু আমি যিহোবার সেবায় পুরোপুরিভাবে নিয়োজিত আছি, তাই আমি পরিতৃপ্ত বোধ করি। আমার জীবনে এক অর্থ ও উদ্দেশ্য রয়েছে। এখন আমি বিবাহিত আর আমার স্বামী এবং আমি প্রতি সপ্তাহে বিভিন্ন মণ্ডলীতে যাই এবং সেখানকার ভাইবোনদেরকে উৎসাহিত করি। আমি এই কাজকে আমার জীবনের সবচেয়ে মহান সুযোগ হিসেবে দেখি। আমাকে দ্বিতীয় বারের মতো সুযোগ দেওয়ার জন্য আমি যিহোবার কাছে খুবই কৃতজ্ঞ! (w০৯-E ১১/০১)

[২৯ পৃষ্ঠার ব্লার্ব]

“একেবারে প্রথম আলোচনা থেকেই আমি বুঝতে পারি যে, আমি বিশেষ কিছু খুঁজে পেয়েছি। কিন্তু সেই সময়ে আমি আমার জীবনধারা কোনোভাবে পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তাই বুঝতে পারিনি”

[৩১ পৃষ্ঠার ব্লার্ব]

“আমি নিজের শক্তিতে তামাক ছাড়তে পারতাম না। কিন্তু, ঐকান্তিক প্রার্থনা এবং যিহোবা ঈশ্বরের ওপর নির্ভর করার মাধ্যমে আমি তা ছাড়তে পারি”

[৩২ পৃষ্ঠার ব্লার্ব]

“অতীতে আমি বাইবেলকে নিছক একটি নিয়মের বই বলেই মনে করতাম। এখন আমার মনোভাব পরিবর্তিত হয়েছে। আমি বাইবেলের চরিত্রগুলোকে বাস্তব ব্যক্তি হিসেবে দেখতে শুরু করি, যাদের ঠিক আমার মতোই অনুভূতি এবং বিভিন্ন দুর্বলতা ছিল”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার