১ কেন আমাদের প্রার্থনা করতে হবে?
অনেক লোকই জানতে চায়, প্রার্থনা সম্বন্ধে বাইবেল কী বলে। আসুন আমরা প্রার্থনা সম্বন্ধে সাতটা প্রশ্ন নিয়ে আলোচনা করি আর দেখি, এগুলোর বিষয়ে বাইবেল কী বলে। এই প্রবন্ধগুলো আপনাকে প্রার্থনা করা শুরু করতে সাহায্য করবে। আর আপনি যদি ইতিমধ্যে প্রার্থনা করে থাকেন, তা হলে এগুলো আপনাকে নিশ্চিত হতে সাহায্য করবে যে, ঈশ্বর আপনার প্রার্থনা শোনেন।
সারা পৃথিবীতে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির লোকেরা প্রার্থনা করে। কেউ কেউ একা প্রার্থনা করে এবং কেউ কেউ দলে। আবার কেউ কেউ গির্জায়, মন্দিরে, সমাজগৃহে, মসজিদে ও তীর্থস্থানে গিয়ে প্রার্থনা করে। যা-ই হোক না কেন, তারা বিভিন্ন জিনিস ব্যবহার করে কিংবা বিভিন্ন উপায়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে।
মানুষ যে প্রার্থনা করতে পারে, এই বিষয়টা দেখায় যে, মানুষ পৃথিবীর অন্য যেকোনো প্রাণীর চেয়ে আলাদা। তবে এটা ঠিক যে, আমাদের ও পশুদের মধ্যে বেশ কিছু জিনিসের মিল রয়েছে। যেমন, তাদের মতো আমাদেরও জল, খাবার ও বাতাসের প্রয়োজন রয়েছে। তাদের মতো আমরাও জন্মগ্রহণ করি, বৃদ্ধ হই ও মারা যাই। (উপদেশক ৩:১৯) কিন্তু, শুধুমাত্র মানুষই প্রার্থনা করে। কেন?
কারণ আমাদের প্রার্থনা করার প্রয়োজন রয়েছে। বেশিরভাগ লোক যখন প্রার্থনা করে, তখন তারা ঈশ্বরের সঙ্গে কিংবা এমন কিছু বিষয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যেটাকে তারা উপাসনা করে। বাইবেল দেখায় যে, আমাদের এমনভাবে সৃষ্টি করা হয়েছে, যেন আমাদের প্রার্থনা করার প্রয়োজন বোধ হয়। (উপদেশক ৩:১১) যিশু খ্রিস্ট এক বার বলেছিলেন: “সুখী সেই ব্যক্তিরা, যারা ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা লাভ করার জন্য আকাঙ্ক্ষী।”—মথি ৫:৩.
আমরা সবাই “ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা লাভ করার জন্য আকাঙ্ক্ষী।” এই জন্যই বর্তমানে অনেক ধর্ম রয়েছে আর এমন অনেক জায়গা রয়েছে, যেখানে গিয়ে লোকেরা উপাসনা ও প্রার্থনা করে থাকে। কিন্তু, আবার কেউ কেউ মনে করে, তাদের ঈশ্বরের প্রয়োজন নেই? আপনারও কি তা-ই মনে হয়? আমাদের এই ছোটো জীবনে যেহেতু অনেক সীমাবদ্ধতা রয়েছে আর আমরা অনেক কিছুই বুঝে উঠতে পারি না, তাই আমাদের এমন একজন ব্যক্তির সাহায্যের প্রয়োজন রয়েছে, যিনি আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, শক্তিশালী এবং যিনি চিরকাল ধরে অস্তিত্বে রয়েছেন। তাহলে, আমাদের কোন সাহায্যের প্রয়োজন রয়েছে?
চিন্তা করুন: আপনি কি কখনো কারো কাছ থেকে সাহায্য বা পরামর্শ চেয়েছেন কিংবা এমন কোনো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন, যেগুলোর উত্তর খুঁজে পাওয়া মানুষের পক্ষে অসম্ভব বলে মনে হয়? আবার ধরুন, কোনো প্রিয় ব্যক্তি মারা যাওয়ার সময় আপনার কি সান্ত্বনার প্রয়োজন হয়েছে? কোনো বড়ো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার কি সাহায্যের প্রয়োজন হয়েছে? গুরুতর ভুল করার কারণে নিজেকে দোষী অনুভব করার সময় আপনার কি ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ হয়েছে?
বাইবেল জানায় যে, এই সমস্ত ক্ষেত্রেই আমরা প্রার্থনা করতে পারি। কীভাবে ও কীসের জন্য প্রার্থনা করতে হয়, তা জানার জন্য বাইবেল আমাদের সাহায্য করতে পারে। কারণ বাইবেলে বহু বিশ্বস্ত পুরুষ ও মহিলার প্রার্থনা সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। তারা সান্ত্বনার জন্য, নির্দেশনার জন্য, ক্ষমা চাওয়ার জন্য এবং কঠিন কঠিন প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করেছিল।—গীতসংহিতা ২৩:৩; ৭১:২১; দানিয়েল ৯:৪, ৫, ১৯; হবক্কূক ১:৩.
তাদের সমস্ত প্রার্থনার মধ্যে একটা বিষয়ের মিল ছিল। সেই পুরুষ ও মহিলা প্রার্থনা সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানত, যেটা বর্তমানে অনেকেই ভুলে গিয়েছে। তারা জানত, কার কাছে প্রার্থনা করা উচিত।