“দারুণ ছবি!”
এই পত্রিকার নতুন কোনো সংখ্যা খুলে দেখার পর আপনি কত বার নিজে নিজে অথবা অন্যদের এই কথাগুলো বলেছেন? অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করা এই সুন্দর সুন্দর চিত্রকর্ম এবং ছবির একটা উদ্দেশ্য রয়েছে। এগুলো হল এমন শিক্ষাদানকারী সহায়ক, যেগুলো আমাদের চিন্তা করতে এবং অনুভব করতে পরিচালিত করে। এগুলো বিশেষভাবে সেই সময়ে সাহায্যকারী হতে পারে, যখন আমরা প্রহরীদুর্গ অধ্যয়নের জন্য প্রস্তুতি নিই এবং তাতে অংশগ্রহণ করি।
উদাহরণস্বরূপ, প্রতিটা অধ্যয়ন প্রবন্ধের শুরুতে যে-ছবি তুলে ধরা হয়, তা কেন সেই প্রবন্ধের জন্য বাছাই করা হয়েছে, সেটা নিয়ে একটু চিন্তা করুন। এটা কী চিত্রিত করে? এটা কীভাবে সেই প্রবন্ধের শিরোনাম অথবা মূল শাস্ত্রপদের সঙ্গে সম্পর্কযুক্ত? অন্যান্য সমস্ত ছবি কীভাবে আলোচ্য বিষয়বস্তুর সঙ্গে এবং আপনার নিজের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত, তা নিয়ে চিন্তা করুন।
প্রহরীদুর্গ অধ্যয়ন পরিচালক প্রতিটা ছবির ওপর মন্তব্য করার জন্য মণ্ডলীকে সুযোগ দিতে চাইবেন, যেন তারা বলতে পারে যে, এটা কীভাবে পাঠ্য বিষয়বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য অথবা ব্যক্তিগতভাবে তাদের ওপর এটা কোন প্রভাব ফেলে। কোনো কোনো ক্ষেত্রে, ছবির নীচে যে-মন্তব্য থাকে, সেটাতে ছোটো নোট দিয়ে দেওয়া হয়, যা একটা ছবির সঙ্গে কোনো নির্দিষ্ট অনুচ্ছেদের সংযোগ তুলে ধরে। অন্যান্য ক্ষেত্রে, পরিচালক হয়তো নিজে ঠিক করতে পারেন যে, কোন ছবি নিয়ে কোন অনুচ্ছেদে আলোচনা করা সর্বোত্তম হবে। এভাবে, ঈশ্বরের বাক্যে প্রাপ্ত শিক্ষাগুলো মনের চোখে দেখার ব্যাপারে পাঠকদের সাহায্য করার জন্য যা করা হয়েছে, তা থেকে সকলে পূর্ণরূপে উপকার লাভ করতে পারবে।
একজন ভাই এভাবে বলেন, “একটা চমৎকার প্রবন্ধ পড়ার পর, ছবিগুলোকে কেকের ওপরে থাকা ক্রিমের মতো মনে হয়।”
[৩২ পৃষ্ঠার চিত্র]
[৩২ পৃষ্ঠার চিত্র]
[৩২ পৃষ্ঠার চিত্র]