ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w15 ১১/১৫ পৃষ্ঠা ১৩
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
  • ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের সক্রিয় নেতা খ্রিস্টের উপর আস্থা রাখুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • যিরীহোর প্রাচীর
    আমার বাইবেলের গল্পের বই
  • ইস্রায়েলের লোকেরা কনানে প্রবেশ করে
    বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w15 ১১/১৫ পৃষ্ঠা ১৩
যাজকেরা তূরী বাজান, যিহোশূয় সিংহনাদ করেন আর তখন যিরীহোর পাচীর ভেঙে পড়তে শুরু করে

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

প্রাচীন যিরীহো নগর যে পরাজিত হওয়ার আগে দীর্ঘসময় অবরুদ্ধ থাকেনি, সেটার কী প্রমাণ রয়েছে?

যিহোশূয় ৬:১০-১৫, ২০ পদ অনুসারে, ইস্রায়েলীয় সৈন্যরা ছয় দিন পর্যন্ত প্রতিদিন এক বার করে যিরীহো নগর প্রদক্ষিণ করেছিল। সপ্তম দিনে, তারা সাত বার সেই নগর প্রদক্ষিণ করেছিল আর ঈশ্বর যিরীহোর সেই দুর্ভেদ্য প্রাচীর ভেঙে পড়তে দিয়েছিলেন। এর ফলে ইস্রায়েলীয়রা যিরীহো নগরে প্রবেশ করে তা জয় করতে পেরেছিল। যিরীহো নগর অল্পসময় ধরে অবরুদ্ধ থাকার বিষয়ে বাইবেল যা বলে, কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ কি সেটাকে সমর্থন করে?

প্রাচীন কালে, সাধারণত কোনো সমৃদ্ধ নগর আক্রমণ করার আগে আক্রমণকারীরা সেই নগরের চারপাশ ঘেরাও করত। কোনো একটা নগর জয় করার আগে এই অবরুদ্ধ অবস্থা যত দিন ধরেই স্থায়ী হোক না কেন, জয় করার পর বিজয়ীরা নগরের ধনসম্পদ লুট করত আর সেইসঙ্গে বেঁচে যাওয়া যেকোনো খাদ্যদ্রব্যও তারা নিয়ে নিত। কিন্তু, যিরীহোর ধ্বংসাবশেষ থেকে প্রত্নতত্ত্ববিদরা প্রচুর পরিমাণ খাদ্যদ্রব্য খুঁজে পেয়েছেন। এই বিষয়ে বাইবেল সম্বন্ধীয় প্রত্নতত্ত্ববিদ্যার পুনরালোচনা (ইংরেজি) বই বলে: “ধ্বংসাবশেষের মধ্যে মাটির পাত্র ছাড়াও সবচেয়ে বেশি আরও যে-সামগ্রী পাওয়া গিয়েছিল, তা হল খাদ্যশস্য। . . . প্যালেস্টাইনের প্রত্নতত্ত্ব ইতিহাসে এটা এক অদ্বিতীয় বিষয়। সাধারণত একটা বা দুটো পাত্র ভরা খাদ্যশস্য হয়তো পাওয়া যেত, কিন্তু এত বিশাল পরিমাণ খাদ্যশস্য খুঁজে পাওয়া অস্বাভাবিক ছিল।”

শাস্ত্রের বিবরণ অনুযায়ী, ইস্রায়েলীয়দের যিরীহো নগরের খাদ্যশস্য লুট না করার পিছনে এক উত্তম কারণ ছিল। যিহোবা তাদের খাদ্যশস্য লুট না করার জন্য আদেশ দিয়েছিলেন। (যিহো. ৬:১৭, ১৮) ইস্রায়েলীয়রা বসন্ত কালে অর্থাৎ শস্য কাটার পর পরই নগর আক্রমণ করেছিল আর তাই সেই সময়ে সেখানে প্রচুর পরিমাণ খাদ্যশস্য ছিল। (যিহো. ৩:১৫-১৭; ৫:১০) যিরীহো নগরে যে প্রচুর পরিমাণ খাদ্যশস্য রয়ে গিয়েছিল, এই বিষয়টা ইঙ্গিত দেয়, ইস্রায়েলীয়রা অল্পসময়ের জন্য সেই নগর অবরোধ করেছিল, যেমনটা বাইবেলে বর্ণনা করা হয়েছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার