সূচিপত্র
জানুয়ারি ২০১৬
© 2016 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
৩ তারা নিজেদেরকে স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছিলেন —প্রশান্তমহাসাগরীয় দ্বীপপুঞ্জে
সপ্তাহ: ফেব্রুয়ারি ২৯, ২০১৬–মার্চ ৬, ২০১৬
৭ ‘ভ্রাতৃপ্রেমে স্থির থাকিতে’ দৃঢ়সংকল্পবদ্ধ হোন!
২০১৬ সালে আমাদের বার্ষিক শাস্ত্রপদ কী? বছরজুড়ে আমরা যখন এই শাস্ত্রপদ দেখব, তখন আমাদের কী চিন্তা করা উচিত? আমাদের বার্ষিক শাস্ত্রপদ থেকে আমরা কীভাবে উপকার লাভ করতে পারি, এই প্রবন্ধ তা তুলে ধরবে।
সপ্তাহ: মার্চ ৭-১৩, ২০১৬
১২ ঈশ্বরের “বর্ণনাতীত দানের” দ্বারা অনুপ্রাণিত হোন
যিহোবা আমাদের এক ‘বর্ণনাতীত দান’ দিয়েছেন। (২ করি. ৯:১৫) সেই দানটা কী? যিশু খ্রিস্টকে অনুকরণ করার ক্ষেত্রে, আমাদের ভাই-বোনদের প্রতি প্রেম প্রকাশ করার ক্ষেত্রে এবং তাদেরকে হৃদয় থেকে ক্ষমা করার ক্ষেত্রে এই দান কীভাবে আমাদের সাহায্য করে? এই প্রশ্নগুলোর উত্তর ও সেইসঙ্গে স্মরণার্থ মরসুমে আমরা যে-বিষয়গুলো করতে পারি, সেগুলোর মধ্যে কয়েকটা আমরা এই প্রবন্ধে বিবেচনা করব।
সপ্তাহ: মার্চ ১৪-২০, ২০১৬
১৭ আত্মা আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিচ্ছে
সপ্তাহ: মার্চ ২১-২৭, ২০১৬
এই দুটো প্রবন্ধে ব্যাখ্যা করা হবে, একজন পুরুষ অথবা নারী স্বর্গে যাওয়ার জন্য আমন্ত্রিত কি না, তা তিনি কীভাবে জানতে পারেন এবং তার জন্য অভিষিক্ত হওয়ার অর্থ কী। এ ছাড়া, অভিষিক্ত ব্যক্তিদের নিজেদের সম্বন্ধে কীভাবে চিন্তা করা উচিত এবং স্মরণার্থ সভায় রুটি ও দ্রাক্ষারস গ্রহণ করেন এমন ব্যক্তিদের সংখ্যা যদি সারা পৃথিবীতে বেড়ে যায়, তা হলে আমাদের কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত, সেই বিষয়েও আমরা আলোচনা করব।
সপ্তাহ: মার্চ ২৮, ২০১৬–এপ্রিল ৩, ২০১৬
২৮ ঈশ্বরের সঙ্গে কাজ করা —আনন্দ করার এক কারণ
যিহোবা তাঁর উদ্দেশ্য সম্পাদনের ক্ষেত্রে তাঁর সঙ্গে কাজ করার জন্য সবসময়ই অন্যদের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি চান যেন পুরো পৃথিবীতে সুসমাচার প্রচার করা হয় আর এই কাজ করার জন্য তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। ঈশ্বরের সঙ্গে কাজ করে কেন আনন্দ পাওয়া যায়, তা এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে।
প্রচ্ছদচিত্র:
মাদাগাস্কার
মাদাগাস্কারের মরনডাবায় একটা পথের দু-পাশে বাওবাব গাছের সারি। একজন অগ্রগামী সেই পথে গরুর গাড়িচালকের কাছে বাইবেলের বার্তা জানাচ্ছেন
প্রকাশক
২৯,৯৬৩
বাইবেল অধ্যয়ন
৭৭,৯৮৪
স্মরণার্থ সভায় উপস্থিতি