ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp16 নং ৪ পৃষ্ঠা ৩
  • আমাদের প্রত্যেকের সান্ত্বনা প্রয়োজন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের প্রত্যেকের সান্ত্বনা প্রয়োজন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দুর্দশার সময়ে সান্ত্বনা খুঁজে পাওয়া
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
  • যারা দুঃখার্ত তাদের সান্ত্বনা দিন
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দুর্ব্যবহারের শিকার হওয়া ব্যক্তিদের সান্ত্বনা প্রদান করা
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • “সমস্ত সান্ত্বনার ঈশ্বর” এর কাছ থেকে সান্ত্বনা পাওয়া
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
wp16 নং ৪ পৃষ্ঠা ৩

প্রচ্ছদ বিষয় | আপনি কোথায় সান্ত্বনা খুঁজে পেতে পারেন?

আমাদের প্রত্যেকের সান্ত্বনা প্রয়োজন

একজন মা তার ছাট্ট ছলেকে সান্ত্বনা দিচ্ছন

আপনার কি ছোটোবেলার এমন কোনো ঘটনার কথা মনে পড়ে, যখন পড়ে গিয়ে হয়তো আপনার হাত কেটে গিয়েছিল বা হাঁটু ছড়ে গিয়েছিল? আপনার কি মনে আছে, সেই সময় আপনার মা কীভাবে আপনাকে সান্ত্বনা দিয়েছিলেন? তিনি হয়তো ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছিলেন। ব্যথা পেয়ে আপনি কাঁদছিলেন, কিন্তু তার কোমল কথা শুনে ও আদর পেয়ে আপনার যন্ত্রণা কিছুটা কমে গিয়েছিল। জীবনের সেই সময়টাতে সান্ত্বনা পাওয়া খুবই সহজ ছিল।

কিন্তু, বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে জীবন আরও জটিল হতে থাকে। সমস্যা আরও বাড়তে থাকে এবং সান্ত্বনা খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে ওঠে। দুঃখজনক হলেও সত্যি, বড়ো হয়ে যে-সমস্যাগুলো দেখা দেয়, সেগুলো সাধারণত ব্যান্ডেজ বা মায়ের আদর দিয়ে দূর করা যায় না। কয়েকটা উদাহরণ বিবেচনা করুন।

  • আপনার কি কখনো চাকরি হারানোর মতো আতঙ্কজনক অভিজ্ঞতা হয়েছে? হুলিয়া বলেন, তাকে যখন চাকরি থেকে বরখাস্ত করা হয়, তখন তিনি দিশেহারা হয়ে পড়েন। তিনি ভাবতে থাকেন, ‘কীভাবে আমি আমার পরিবারের ভরণ-পোষণ জোগাব? এত বছর ধরে কঠোর পরিশ্রম করার পরও কোম্পানির কাছে আমার কোনো মূল্য নেই?’

  • হতে পারে, বিয়ে ভেঙে যাওয়ার কারণে আপনি হতাশায় ভুগছেন। রাকেল বলেন, “১৮ মাস আগে হঠাৎ আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে যায়, তখন আমি প্রচণ্ড আঘাত পাই। আমার মন একেবারে ভেঙে যায়। শারীরিক কষ্ট ভোগ করার পাশাপাশি আমি মানসিকভাবেও ভেঙে পড়ি। আমি আতঙ্কিত হয়ে পড়ি।”

  • কিংবা আপনার হয়তো গুরুতর স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এবং এর উন্নতির কোনো লক্ষণই নেই। কখনো কখনো আপনার অনুভূতিও হয়তো কুলপতি ইয়োবের মতো হয়, যিনি বিলাপ করে বলেছিলেন: “আমার ঘৃণা হইয়াছে, আমি নিত্য বাঁচিয়া থাকিতে চাহি না।” (ইয়োব ৭:১৬) আপনার অনুভূতি হয়তো লুইসের মতো হতে পারে, যার বয়স ৮০-র কোঠায়। তিনি স্বীকার করেন, “মাঝে মাঝে এইরকম মনে হয় যে, মরণ হলেই বাঁচি।”

  • অথবা হতে পারে, আপনি মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারিয়েছেন আর তাই সান্ত্বনা লাভ করতে চান। রবার্ট বলেন, “আমার ছেলে এক বিমান দুর্ঘটনায় মারা যায়। তার মৃত্যুর সংবাদ শুনে প্রথমে আমি তা বিশ্বাসই করতে পারিনি। কিন্তু, পরে আমি এতটাই কষ্ট অনুভব করি, যেটাকে বাইবেল প্রাণ খড়্গে বিদ্ধ হওয়ার সঙ্গে তুলনা করে।—লূক ২:৩৫.

রবার্ট, লুইস, রাকেল ও হুলিয়া এমনকী তাদের বেদনাদায়ক পরিস্থিতির মধ্যেও সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন। সেই সান্ত্বনা তারা সর্বোত্তম ব্যক্তির কাছ থেকে লাভ করেছেন—তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। কীভাবে তিনি সান্ত্বনা প্রদান করেন? তিনি কি আপনাকেও প্রয়োজনীয় সান্ত্বনা প্রদান করবেন? (wp16-E No. 5)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার