সূচিপত্র
সপ্তাহ: জুন ২৭, ২০১৬–জুলাই ৩, ২০১৬
৩ প্রেমপূর্ণ মনোভাব নিয়ে মতভেদ মীমাংসা করুন
আমাদের অসিদ্ধতার কারণে মাঝে মাঝে ভাই-বোনদের সঙ্গে আমাদের মতের অমিল হতে পারে। এই প্রবন্ধ থেকে আমরা বাইবেলের এমন কিছু নীতি শিখব, যেগুলো আমাদেরকে অন্যদের সঙ্গে যেকোনো মতানৈক্য কাটিয়ে উঠতে এবং শান্তি বজায় রাখতে সাহায্য করবে।
সপ্তাহ: জুলাই ৪-১০, ২০১৬
৮ “তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর”
এই প্রবন্ধ আমাদের বুঝতে সাহায্য করবে, কেন আমরা এটা বলি, বর্তমানে পৃথিবীতে একমাত্র যিহোবার সাক্ষিরাই মথি ২৪:১৪ পদে উল্লেখিত যিশুর ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ করছে। এ ছাড়া, “মনুষ্যধারী” হওয়ার সঙ্গে কী জড়িত, সেই বিষয়টাও আমরা শিখতে পারব।—মথি ৪:১৯.
সপ্তাহ: জুলাই ১১-১৭, ২০১৬
১৩ আপনি কীভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে থাকেন?
কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি যে-বিষয়টাকে সঠিক বলে মনে করেন, আপনি কি কেবল সেটাই করেন? না কি অন্যেরা এক্ষেত্রে কী করবে, সেই সম্বন্ধে আপনি তাদের জিজ্ঞেস করেন? যিহোবা ঈশ্বরের চিন্তাভাবনা বিবেচনা করলে কেন আমরা সর্বোত্তম সিদ্ধান্ত নিতে পারব, তা এই প্রবন্ধে ব্যাখ্যা করা হবে।
সপ্তাহ: জুলাই ১৮-২৪, ২০১৬
১৮ বাইবেল কি এখনও আপনার জীবনকে পরিবর্তন করছে?
বাপ্তিস্ম নেওয়ার আগে আপনি হয়তো জীবনে বড়ো বড়ো পরিবর্তন করেছেন। কিন্তু, যিহোবা এবং যিশুকে আরও ভালোভাবে অনুকরণ করার জন্য ছোটো ছোটো পরিবর্তন করা কি এখন আপনার কাছে আরও কঠিন বলে মনে হয়? এই প্রবন্ধ ব্যাখ্যা করবে, কেন এই পরিবর্তন করা খুব কঠিন হতে পারে এবং কীভাবে বাইবেল এই ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে।
সপ্তাহ: জুলাই ২৫-৩১, ২০১৬
২৩ যিহোবার ব্যবস্থা থেকে পূর্ণরূপে উপকার লাভ করুন
এই প্রবন্ধে আমরা এমন একটা বিপদ সম্বন্ধে আলোচনা করব, যা আমাদের এড়িয়ে চলতে হবে। এ ছাড়া, যিহোবার সমস্ত ব্যবস্থা থেকে আমরা কীভাবে উপকৃত হতে পারি, সেই বিষয়েও আমরা শিখতে পারব।