সূচিপত্র
সপ্তাহ: অক্টোবর ২৪-৩০, ২০১৬
সপ্তাহ: অক্টোবর ৩১, ২০১৬–নভেম্বর ৬, ২০১৬
৮ যিহোবার আশীর্বাদ লাভের জন্য যুদ্ধ করে চলুন
বিভিন্ন চাপ এবং উদ্বিগ্নতার কারণে আমাদের হস্ত শিথিল হয়ে পড়তে পারে অর্থাৎ আমরা নিরুৎসাহিত হয়ে পড়তে পারি। এই প্রবন্ধগুলো থেকে আপনারা জানতে পারবেন, কীভাবে যিহোবার বলবান হস্ত আপনাদের ধৈর্য ধরার জন্য শক্তি ও সাহস প্রদান করতে পারে। এ ছাড়া, লড়াই করার জন্য এবং যিহোবার আশীর্বাদ লাভ করার জন্য আপনারা কী করতে পারেন, সেটাও জানতে পারবেন।
১৪ উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে সুসমাচারের পক্ষসমর্থন করা
সপ্তাহ: নভেম্বর ৭-১৩, ২০১৬
১৭ আপনার পোশাক-আশাকের ধরন কি ঈশ্বরকে গৌরবান্বিত করে?
সারা পৃথিবীতে ঈশ্বরের দাসেরা চায় যেন তাদের পোশাক-আশাক ও বেশভূষা পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিপাটি ও গ্রহণযোগ্য হয়। এভাবে তারা বাইবেলের নীতি অনুসরণ করে। কীভাবে আপনি নিশ্চিত হতে পারেন, আপনার পোশাক-আশাকের ধরন ঈশ্বরের সম্মান নিয়ে আসে?
২২ যিহোবার নির্দেশনা মেনে নিয়ে এখনই উপকার লাভ করুন
সপ্তাহ: নভেম্বর ১৪-২০, ২০১৬
২৩ অল্পবয়সিরা, তোমাদের বিশ্বাস শক্তিশালী করো
সপ্তাহ: নভেম্বর ২১-২৭, ২০১৬
২৮ বাবা-মায়েরা, আপনাদের সন্তানদের বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করুন
এই দুটো প্রবন্ধে আমরা দেখব, কীভাবে অল্পবয়সিরা যিহোবার প্রতি তাদের বিশ্বাস শক্তিশালী করার জন্য এবং অন্যদের কাছে নিজেদের বিশ্বাস সম্বন্ধে ব্যাখ্যা করার জন্য তাদের চিন্তা করার ক্ষমতা ব্যবহার করা শিখতে পারে। এ ছাড়া, বাবা-মায়েরা তাদের সন্তানদের বিশ্বাস শক্তিশালী করতে সাহায্য করার জন্য কী করতে পারেন এবং সন্তানরা যাতে যিহোবা ও বাইবেল সম্বন্ধে জানা উপভোগ করে, সেইজন্য কীভাবে তারা সন্তানদের সাহায্য করতে পারেন, সেটাও আমরা দেখব।