অধ্যয়ন সংস্করণ
ডিসেম্বর ২০১৬
যে-সপ্তাহগুলোর জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে: জানুয়ারি ৩০–ফেব্রুয়ারি ২৬, ২০১৭
© 2016 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
প্রচ্ছদচিত্র:
পোর্তুগাল
অনেক দর্শনার্থী পোর্তুগালের উত্তরাঞ্চলে অবস্থিত আভেরু শহরে আগ্রহজনক জলাশয়গুলো দেখতে আসে, যেখানে বাষ্পীভবন প্রক্রিয়ায় লবণ উৎপাদন করা হয়। সেই এলাকায় উৎপাদিত লবণ বিক্রেতাদের কাছে স্থানীয় সাক্ষিরা সুসমাচার জানিয়ে থাকে
প্রকাশক
৪৮,৮৪০
বাইবেল অধ্যয়ন
২৮,৬৮৭
স্মরণার্থ সভায় উপস্থিতি (২০১৫)
৯১,৪৭২
এই প্রকাশনা বিক্রির জন্য নয়। এটা বিশ্বব্যাপী বাইবেল শিক্ষা কাজের এক অংশ, যা স্বেচ্ছাকৃত দানের দ্বারা চলে।
আপনি দান দিতে চাইলে দয়া করে www.pr418.com ওয়েবসাইট দেখুন।
বাইবেলের নাম উল্লেখ করা না থাকলে শাস্ত্রপদের উদ্ধৃতিগুলো বাইবেল সোসাইটি অভ্ ইন্ডিয়া-র পবিত্র বাইবেল থেকে নেওয়া হয়েছে। যেখানে NW লেখা আছে, সেখানে আধুনিক ভাষার পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) ব্যবহার করা হয়েছে। বাইবেলের কিছু উদ্ধৃতির মধ্যে কোনো কোনো শব্দের উপর জোর দেওয়ার জন্য সেগুলো বাঁকা অক্ষরে দেওয়া হয়েছে।