অধ্যয়ন সংস্করণ
আগস্ট ২০১৭
যে-সপ্তাহগুলোর জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে: সেপ্টেম্বর ২৫–অক্টোবর ২২, ২০১৭
© 2017 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
প্রচ্ছদচিত্র:
নেদারল্যান্ডস
আমস্টারডামে দু-জন অগ্রগামী একজন পথচারীর কাছে ঈশ্বরের রাজ্যের বার্তা জানাচ্ছেন
প্রকাশক
২৯,৮৩৯
বাইবেল অধ্যয়ন
১২,৮০২
স্মরণার্থ সভায় উপস্থিতি (২০১৬)
৫১,৪০৪
এই প্রকাশনা বিক্রির জন্য নয়। এটা বিশ্বব্যাপী বাইবেল শিক্ষা কাজের এক অংশ, যা স্বেচ্ছাকৃত দানের দ্বারা চলে।
আপনি দান দিতে চাইলে দয়া করে www.pr418.com দেখুন।
বাইবেলের নাম উল্লেখ করা না থাকলে শাস্ত্রপদের উদ্ধৃতিগুলো বাইবেল সোসাইটি অভ্ ইন্ডিয়া-র পবিত্র বাইবেল থেকে নেওয়া হয়েছে। যেখানে NW লেখা আছে, সেখানে আধুনিক ভাষার পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) ব্যবহার করা হয়েছে। বাইবেলের কিছু উদ্ধৃতির মধ্যে কোনো কোনো শব্দের উপর জোর দেওয়ার জন্য সেগুলো বাঁকা অক্ষরে দেওয়া হয়েছে।