সূচিপত্র
সপ্তাহ: জুন ৪-১০, ২০১৮
৩ যে-পথ প্রকৃত স্বাধীনতার দিকে পরিচালিত করে
সপ্তাহ: জুন ১১-১৭, ২০১৮
৮ স্বাধীনতার ঈশ্বর যিহোবার সেবা করুন
সারা বিশ্বের লোকেরা আরও বেশি স্বাধীনতা লাভ করার দাবি করছে। স্বাধীনতাকে খ্রিস্টানদের কোন দৃষ্টিতে দেখা উচিত? এই দুটো প্রবন্ধে ব্যাখ্যা করা হবে যে, প্রকৃত স্বাধীনতা কী, কীভাবে আমরা তা লাভ করতে পারি এবং কীভাবে আমরা নিজেদের ও অন্যদের উপকৃত করার জন্য বর্তমানে আমাদের আপেক্ষিক স্বাধীনতাকে ব্যবহার করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে-বিষয়টা আমরা শিখব, সেটা হল কীভাবে আমরা প্রকৃত স্বাধীনতার ঈশ্বর যিহোবাকে সম্মান করতে পারি।
১৩ নিযুক্ত ভাইয়েরা, তীমথিয়ের কাছ থেকে শিক্ষা লাভ করুন
সপ্তাহ: জুন ১৮-২৪, ২০১৮
১৫ উৎসাহ প্রদানকারী ঈশ্বর যিহোবাকে অনুকরণ করুন
সপ্তাহ: জুন ২৫, ২০১৮–জুলাই ১, ২০১৮
২০ একে অপরকে উৎসাহিত করুন, বিশেষভাবে এখন!
এই দুটো প্রবন্ধে আমরা শিখব, যিহোবা সবসময় তাঁর দাসদের উৎসাহিত করে এসেছেন। আমরা দেখব, কীভাবে তারা তাঁকে অনুকরণ করে অন্যদের উৎসাহিত করেছে। আমরা দেখব, কেন বিশেষভাবে এখন একে অপরকে উৎসাহিত করা গুরুত্বপূর্ণ।
সপ্তাহ: জুলাই ২-৮, ২০১৮
২৫ অল্পবয়সিরা, তোমাদের মনোযোগ কি যিহোবার সেবায় তোমাদের লক্ষ্যগুলোর উপর কেন্দ্রীভূত?
অল্পবয়সিরা যিহোবাকে খুশি করার উপর মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে সুখী হয়। এই প্রবন্ধে এই বিষয়ে কিছু কারণ তুলে ধরা হয়েছে, কেন অল্পবয়সিদের যিহোবার সেবায় বিভিন্ন লক্ষ্য থাকা উচিত এবং কেন ক্ষেত্রের পরিচর্যা তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হওয়া উচিত।