সূচিপত্র
সপ্তাহ: ডিসেম্বর ৩১, ২০১৮–জানুয়ারি ৬, ২০১৯
৩ “সত্য ক্রয় কর, বিক্রয় করিও না”
সপ্তাহ: জানুয়ারি ৭-১৩, ২০১৯
এই দুটো প্রবন্ধ আমাদের যিহোবার সত্যকে আরও বেশি করে ভালোবাসতে সাহায্য করবে। এটা আমাদের যেকোনো ত্যাগস্বীকারের চেয়ে অনেক বেশি মূল্যবান। আমরা শিখব যে, কী আমাদের ক্রমাগত সত্যকে মূল্যবান ধন হিসেবে দেখার জন্য সাহায্য করতে পারে। এ ছাড়া, এই প্রবন্ধ দুটো আমাদের শক্তিশালী করবে, যাতে আমরা কখনো যিহোবার সত্যকে ত্যাগ না করি অথবা সেটার বিনিময়ে অন্য কিছু গ্রহণ না করি।
সপ্তাহ: জানুয়ারি ১৪-২০, ২০১৯
১৩ যিহোবার উপর আস্থা রাখুন এবং বেঁচে থাকুন!
হবক্কূক বইটা আমাদের দেখায় যে, কীভাবে আমরা সমস্যার মুখোমুখি হওয়ার সময়ে যিহোবার উপর ক্রমাগত আস্থা রাখতে পারি। এই প্রবন্ধ আমাদের এটা দেখতে সাহায্য করে যে, এমনকী আমরা যদি আরও বেশি দুশ্চিন্তা, পরীক্ষা ও যন্ত্রণা ভোগ করি, তারপরও ঈশ্বর পরিশেষে আমাদের রক্ষা করবেন কারণ আমরা তাঁর উপর আস্থা রাখি।
সপ্তাহ: জানুয়ারি ২১-২৭, ২০১৯
১৮ কে আপনার চিন্তাভাবনার উপর প্রভাব ফেলে?
সপ্তাহ: জানুয়ারি ২৮, ২০১৯–ফেব্রুয়ারি ৩, ২০১৯
২৩ আপনি কি যিহোবার চিন্তাভাবনাকে নিজের করে নিচ্ছেন?
আমরা যখন যিহোবার আরও নিকটবর্তী হই, তখন আমরা বুঝতে শুরু করি যে, আমাদের চিন্তাভাবনার চেয়ে তাঁর চিন্তাভাবনা হাজার গুণ শ্রেষ্ঠ। এই দুটো প্রবন্ধ ব্যাখ্যা করে, কীভাবে আমরা জগতের ধারণাগুলোর দ্বারা প্রভাবিত হওয়া এড়িয়ে চলতে পারি এবং কীভাবে আমরা আরও বেশি করে যিহোবার মতো করে চিন্তা করার জন্য আমাদের চিন্তাভাবনাকে রদবদল করতে পারি।