প্রকাশিত বাক্য পরিপূর্ণতা বইটি পুনরায় অধ্যয়ন
১ প্রকাশিত বাক্য পরিপূর্ণতা বইয়ের প্রথম পৃষ্ঠা উদ্ধৃতি করে প্রকাশিত বাক্য ১:৩: “ধন্য, যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে, ও যাহারা শ্রবণ করে।” প্রকাশিত বাক্য বইয়ে বর্ণিত ভবিষ্যদ্বাণীগুলির আধুনিক-দিনের পরিপূর্ণতার ফলে, আজকের দিনে যিহোবার লোকেদের আনন্দ নিশ্চিতরূপে বিরাট আকারে বৃদ্ধি পেয়েছে। আজকে অর্থাৎ “প্রভুর দিনে,” বর্তমান ঘটনাগুলির অর্থ প্রকাশিত বাক্য—তার মহান পরিপূর্ণতা সন্নিকট! বইয়ে পাওয়া যায়। (প্রকা.১:১০) এটি অধ্যয়ন করার মাধ্যমে, আমরা গুরুত্বপূর্ণ জাগতিক ঘটনাবলী, বিশেষত যেগুলি মিথ্যা ধর্মের বিশ্বসাম্রাজ্যের সাথে সংযুক্ত এবং হর্মাগিদোনের দিকে জাতিগুলির অগ্রসর হওয়া, সেই সঙ্গে তাঁর লোকেদের সাথে যিহোবার ব্যবহার সম্পর্কে অন্তর্দৃষ্টি পেয়েছি।
২ আমাদের অনেকের জন্য এই বইয়ের অধ্যয়ন, কেবলমাত্র পূর্বের বিবেচিত বিষয়গুলির উপর আমাদের মনকে সতেজ করবে না, কিন্তু যিহোবার দিনে তাঁর সকল শত্রুদের উপর জয়ের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কীয় আমাদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে শান দেবে। পৃথিবীব্যাপী বিগত দুই অথবা তিন বছর যাবৎ হাজার হাজার ব্যক্তি যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছে, তারা নিশ্চয়ই মণ্ডলীর বুকস্টাডিতে এই তৃতীয়বার বিবেচিত প্রকাশিত বাক্য পরিপূর্ণতা বইটি থেকে উপকৃত হবে। প্রসঙ্গত, যখন এই সময় ভারতে প্রকাশিত বাক্য পরিপূর্ণতা বইটি অধ্যয়ন করছি, তখন পূর্বের তালিকার পরিবর্তে আমরা ব্রুকলিনের সাম্প্রতিক মুখ্য তালিকা অনুসরণ করছি। এইভাবে, এত দশকে প্রথমবার পৃথিবীর বেশির ভাগ অংশে আমাদের ভাইদের মত আমরা একই সময়ে, একই বিষয়বস্তু অধ্যয়ন করছি।
৩ প্রতি সপ্তাহে ভালভাবে প্রস্তুতি করতে, উপস্থিত হতে এবং অর্থপূর্ণ ভাবে অংশ নিতে ভুলবেন না। যত আপনি আরও স্পষ্টভাবে প্রকাশিত বাক্য বইয়ে লিপিবদ্ধ ভবিষ্যদ্বাণীর আলোকে জগতের ঘটনাগুলির অর্থ উপলব্ধি করবেন, তত প্রচুররূপে পুরস্কৃত ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। সত্যই, যেহেতু পূর্বের যে কোন সময়ের থেকে এখন এটি বেশি সময়োপযোগী, তাই আমাদের বিষয়টি গুরুত্বপূর্ণরূপে বিবেচনা করা প্রয়োজন। যত আমরা পড়ি, শুনি এবং আমাদের সময় সম্বন্ধে এই রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণীটির উপর ধ্যান করি, তত আমরা প্রতিজ্ঞাত আনন্দকে উপভোগ করি!