ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/৯৫ পৃষ্ঠা ৩
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/৯৫ পৃষ্ঠা ৩

ঘোষণাবলী

◼ সাহিত্য অর্পণ জানুয়ারি: ১৯২-পৃষ্ঠার পুরনো বইয়ের বিশেষ অর্পণ, প্রত্যেকটি ৮·০০ টাকা মূল্যে। এই বইগুলির তালিকার জন্য যেগুলি আমাদের কাছে পাওয়া যাচ্ছে ডিসেম্বর ১৯৯৪ সালের আমাদের রাজ্যের পরিচর্য্যা দেখুন। আমাদের সমস্যা ব্রোশারটি অথবা অন্য কোন ব্রোশার যারা নেপালী, পাঞ্জাবী অথবা বাংলা জানে তাদের অর্পণ করা যেতে পারে। মালায়ালাম ভাষায় তোমার যৌবন—এর থেকে সর্বোত্তম উপকার পাওয়া! বইটি ১৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে এই বইটি বিশেষ মূল্যে অর্পণ করা যাবে না। ফেব্রুয়ারি: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ৪৫·০০ টাকা মূল্যে (ছোট বই ২৫·০০ টাকা মূল্যে)। এই বইটি অর্পণের সাথে সাথে পুনর্সাক্ষাৎ এবং বাইবল অধ্যয়ন শুরু করার প্রচেষ্টা করা উচিত। মার্চ: যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে বইটি ২৫·০০ টাকা মূল্যে (এই বইটি ইংরাজি, তামিল ও মালায়ালাম ভাষায় পাওয়া যাচ্ছে)। অন্যান্য ভাষায় ১৯২-পৃষ্ঠার যে কোন নতুন বই নিয়মিত মূল্য ১৫·০০ টাকায় অর্পণ করা যেতে পারে। এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার গ্রাহকভুক্তি।

◼ মণ্ডলীগুলি যেন এই বছরে এপ্রল ১৪, শুক্রবার সূর্যাস্তের পরে স্মরণার্থক সভা উদ্‌যাপন করার উপযুক্ত ব্যবস্থা নেয়। যদিও প্রতিটি মণ্ডলীর উচিত নিজস্ব স্বরণার্থক সভা উদ্‌যাপন করা, কিন্তু তা হয়ত সবসময় করা সম্ভব নয়। যেখানে অনেকগুলি মণ্ডলী একই হল ব্যবহার করে, হয়ত এক কিংবা একাধিক মণ্ডলী সেখানে সেই সন্ধ্যাবেলার জন্য অন্য কোথাও স্মরণার্থক সভা উদ্‌যাপন করতে পারে। স্মরণার্থক সভা যেন খুব দেরীতে শুরু না হয় যাতে করে আগ্রাহাম্বিত ব্যক্তিদের সভায় যোগদান করতে অসুবিধা হয়। আরও, তালিকা যেন খুব কম সময়ের জন্য না হয় যাতে করে উদ্‌যাপনের আগে ও পরে অতিথিদের স্বাগত জানানো, কয়েকজনের জন্য আধ্যাত্মিক সাহায্য করার ব্যবস্থা কিংবা একে অপরকে সাধারণ উৎসাহ দান করার সময় থাকে। সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে বিবেচনা করার পর, যারা এই স্মরণার্থক সভায় যোগদান করছে তাদের এই অনুষ্ঠান থেকে পূর্ণরূপে উপকার লাভ করতে কোন্‌ ব্যবস্থাগুলি সবচেয়ে উত্তমভাবে সাহায্য করবে তা প্রাচীনদের নির্ধারণ করা প্রয়োজন।

◼ জানুয়ারি শুরু থেকে সীমা অধ্যদের জনসাধারণের জন্য নতুন বক্তৃতার বিষয়বস্তু হল “কেন যিহোবার শরণাপন্ন হবেন”

◼ সমিতি একটি নতুন জনসাধারণের জন্য বক্তৃতার পরিলেখ প্রস্তুত করেছে যায় বিষয়বস্তু হল প্রেতচর্চা সম্বন্ধে বাইবেলের দৃষ্টিভঙ্গি।” এটি বক্তৃতা নং. ৯৫ বলে আখ্যাত হবে এবং দুটি কপি প্রতিটি মণ্ডলীকে দেওয়া হবে। এটি কোন বিশেষভাবে প্রস্তুত করা হবে না। বরং, এটি মণ্ডলীর স্থায়ী ধারা পরিলেখ হিসাবে ব্যবহৃত হবে এবং তাদের স্থানীয় পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত সময়ে দিতে তারা এটি প্রস্তুত করতে পারে।

◼ রবিবার এপ্রিল ২৩, ১৯৯৫ সালে, সমস্ত মণ্ডলীতে বিশেষ জনসাধারণের বক্তৃতা দেওয়া হবে। বক্তৃতা দেওয়া হবে। বক্তৃতা দেওয়া হবে। বক্তৃতার বিষয়বস্তু হবে “মিথ্যা ধর্মের শেষ নিকট।” দুটি কপি প্রতিটি মণ্ডলীকে দেওয়া হবে এই বক্তৃতা নং. ৯৬ বলে আখ্যাত হবে এবং ভবিষ্যতে এটি মণ্ডলীর স্থায়ী ধারা পরিলেখ হিসাবে ব্যবহার করা হবে। এই বছর যারা স্মরণার্থক সভায় যোগদান করবে তাদের আমন্ত্রণ জানাতে ভুলবেন না। সেইসব লক্ষ্যাধিক ছাত্রদের, যাদের সঙ্গে আমরা গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করছি, তাদের সাহায্য করার জন্য বিশেষ প্রচেষ্টা করা হবে। সভার পরে যে তথ্যাদি পাশ করা হবে তা তাদের উৎ সাহ দেবে এলং আমাদের ভাইদের সাধারণ অর্থে উদ্দীপিত করবে একটি বিশেষ ট্র্যাক্ট বিতরণে অংশ নিতে। ঠিক একই সময়ে এটি, ব্যক্তি বিশেষ যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে তা এবং ঈশ্বরের বাক্যের সাথে সামঞ্জস্য রেখে নিশ্চিতরূপে কাজ প্রয়োজনীয়তাকে তুলে ধরবে। যে মণ্ডলীগুলিতে সীমা অধ্যক্ষের পরিভ্রমণ, সীমা অধিবেশন কিংবা বিশেষ অধিবেশন দিন সেই শনি-রবিবার থাকে, সেই মণ্ডলীগুলি তাদের বিশেষ বক্তৃতা তার পরের সপ্তাহে হবে। এপ্রিল ২৩ তারিখের আগে কোন মণ্ডলী বিশেষ বক্তৃতার আয়োজন করবে না।

◼ যে নতুন প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে:

ইংরাজি: ওয়াচ টাওয়ার পাব্‌লিকেশন্‌ ইনডেক্স ১৯৯১-৯৩ (অগ্রগামীদের জন্য ১১·০০ টাকা মূল্যে এবং প্রকাশকদের জন্য ১৮·০০ টাকা মূল্যে)। যেহোবার সাক্ষীবৃন্দ— নামের পিছনে যে সংগঠন, ভিডিও ক্যাসেট, ইংরাজিতে এখন ভারতে ডুপলিকেট করা হচ্ছে এবং সীমিত স্টক আছে। এটি নিয়মিত সাহিত্য অর্ডার ফর্মের (S-AB-14) মাধ্যমে অর্ডার করা যেতে পারে। একটি ক্যাসেটির মূল্য অগ্রগামীদের জন্য ১৫০·০০ টাকা ও প্রকাশকদের জন্য ২০০·০০ টাকা।

◼ যে প্রকাশনাগুলি আবার পাওয়া যাচ্ছে:

ইংরাজি: নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন অফ দ্যা হোলী স্ক্রিপচার্স—উইথ রাফারেন্সস্‌ (বড় অক্ষরে মুদ্রণ সংখ্যা, Rbi8); কখনও কি জগৎ যুদ্ধ হবে? (যিহূদীদের জন্য ব্রোশার)।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার