ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/৯৫ পৃষ্ঠা ৪
  • কিভাবে তারা “আনন্দ” করতে পারে যুবক-যুবতীদের তা বলা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কিভাবে তারা “আনন্দ” করতে পারে যুবক-যুবতীদের তা বলা
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/৯৫ পৃষ্ঠা ৪

কিভাবে তারা “আনন্দ” করতে পারে যুবক-যুবতীদের তা বলা

১ আমরা এমন একটা সময়ে বাস করছি যখন বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলি যা চরম দুর্দশাপূর্ণ পরিস্থিতি নির্দেশ করছে তা পরিপূর্ণতা লাভ করছে। যুবক-যুবতীরাসহ অনেকেই, বিরক্তিকর সমস্যাগুলির সমাধানের পথ খুঁজছে যাতে করে সুস্থির, শান্তিপূর্ণ জীবনযাপন করা যায়। কিভাবে ‘হৃদয় হইতে বিরক্তি দুর ও দুঃখ অপসারণ’ করতে হয় সেই বিষয়ে তারা বাইবেলের উপদেশ থেকে উপকৃত হতে পারে। (উপ. ১১:৯, ১০) মার্চ মাসে, আমাদের সুযোগ আছে যুবক-যুকতীদের জিজ্ঞাস্য বইটি তুলে ধরার দ্বারা তাদের “আনন্দ” করতে সাহায্য করার। সেটিকে অর্পণের সময় আমাদের মনে রাখা উচিত যে বর্তমানে সাধারণভাবে যুবক-যুবতীরা ও মানবজাতি যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে তা বাইবেলের ভবেষ্যদ্বাণী করা হয়েছিল আর বাইবেলেই সেগুলির সমধান আছে। তাহলে, আমরা কী বলতে পারি?

২ এই উপস্থাপনাটি হয়ত কার্যকর হবে:

◼ “পারিবারিক অনৈক্য, বিবাহবিচ্ছেদ, একাকীত্ব, যৌন রোগ, ড্রাগস্‌ ও মদ্যপান সংক্রান্ত এবং অন্যান্য অনেক সমস্যার দ্বারা আমাদের এই বিংশ শতাব্দীর যুবক-যুবতীরা আক্রান্ত। এই সমস্যাগুলির কেন সমাধান আছে বলে কি আপনি মনে করেন? [উত্তরের অপেক্ষা করুন।] অনেকেই এটি জেনে খুব আশ্চর্য হয়েছেন যে এই সমস্ত সমস্যাগুলির কথা বাইবেলে উল্লেখ আছে। উদাহরণস্বরূপ, বন্ধুত্ব স্থাপন করা ও তা বজায় রাখার বিষয়টি সম্বন্ধে আপনি হয়ত পর্বতে দত্ত তাঁর বিখ্যাত উপদেশগুলির মধ্যে যীশুর দেওয়া সুবর্ণ নিয়মটির কথা শুনেছেন। [যুবক-যুকতীদের জিজ্ঞাস্য বইটি খুলুন এবং ১৬৩ পৃষ্ঠায় ১ অনুচ্ছেদ থেকে সুবর্ণ নিয়মটি পড়ুন।] আর একটি নীতি যা পরিবারে ও অন্যদের সাথে শান্তি ও একতা বজায় রাখতে সাহায্য করে তা দেওয়া হয়েছে রোমীয় ১২:১৭, ১৮ পদে। [একই পৃষ্ঠায় অনুচ্ছেদ ৩ থেকে এটি পড়ুন।] আপনার দৈনন্দিন জীবন শান্তিময় ও আরও আনন্দময় করতে আপনি কি জানতে চান কিভাবে এইগুলি এবং অন্যান্য নীতিগুলিকে প্রয়োগ করতে হয়?” ৮ ও ৯ পৃষ্ঠার সূচীপত্র থেকে আলেচিত কিছু বিষয়ের উল্লেখ করুন, আর তারপর বইটি অর্পণ করুন।

৩ হয়ত এই প্রশ্নের দ্বারা এক আগ্রহপূর্ণ আলোচনা শুরু হতে পারে:

◼ “আপনি কি মনে করেন সফলতার সাথে যুবক-যুবতীদের তাদের সমস্যাগুলির মোকাবিলা করতে সাহায্য করার জন্য কিছু করা যেতে পারে? [উত্তরের অপেক্ষা করুন।] অধিকাংশ লোকই জানে যে বর্তমানে স্কুল-কলেজে শিক্ষার যথেষ্ট ব্যবস্থা আছে। কিন্তু নৈতিক শিক্ষা—জীবনের জন্য শিক্ষা সম্বন্ধে কী বলা যেতে পারে? যুবক-যুবতীদের ও বয়স্কদের ভালভাবে, সুখে জীবনযাপন করতে সাহায্য করার জন্য কি উপদেশের কোন নির্ভরযোগ্য উৎস আছে?” যিশাইয় ৪৮:১৭, ১৮ পদ পড়ুন এবং যুবক-যুবতীদের জিজ্ঞাস্য বইটির পৃষ্ঠা ৬-এ ২ অনুচ্ছেদের শেষ অর্ধাংশটির উপর মন্তব্য করুন। এই বইটিতে দেওয়া বাইবেল-ভিত্তিক উপদেশ থেকে গৃহকর্তা কিভাবে ব্যক্তিগতভাবে উপকৃত হতে পারে তা ব্যাখ্যা করুন।

৪ আপনি হয়ত এইধরনের কিছু বলা স্বস্তিকর মনে করতে পারেন:

◼ “বহু যুবক-যুবতী তাদের ভবিষ্যৎ সম্বন্ধে হতাশাগ্রস্ত এবং তাদের পিতামাতারাও সমভাবে তাদের সন্তানদের মঙ্গলের জন্য চিন্তিত। যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে, এই বইটি এখনই যুবক-যুবতীদের পরিতৃপ্ত, অর্থপূর্ণ জীবন যাপন করতে সমর্থ করে এবং সেইসঙ্গে ভবিষ্যতের জন্য তাদের এক আশা দান করে।” ৩৮ অধ্যায়সহ কয়েকটি অধ্যায়ের নাম উল্লেখ করুন, তারপর ৩০৬ পৃষ্ঠা খুলুন এবং ভবিষ্যতের জন্য যিহোবার উদ্দেশ্য সম্বন্ধে বলুন। গৃহকর্তাকে বইটির একটি কপি নিতে আমন্ত্রণ জানান এবং কিভাবে এর ব্যবহারিক তথ্যাদি পরিবারে পড়া ও আলোচনা করা যেতে পারে ও সকলের জন্য উপকার আনে এবং বর্তমানে যুবক-যুবতীরা যে সকল বহুবিধ সমস্যার সম্মুখীন হয় তা থেকে কিভাবে তাদের দূরে থাকতে সাহায্য করতে পারে তা দেখান।

৫ ঈশ্বরের বাক্যে যে উপদেশ রয়েছে তা সকল মানবজাতির জন্য ব্যবহারিক। তাই বাইবেলের কথাগুলি প্রত্যেকের শোনা প্রয়োজন। আসুন আমরা সকলে তা করি, আমরা যুবক-যুবতী ও অন্যান্যদের আনন্দের এই উৎস সম্বন্ধে বলতে পারি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার