বর্ষা আবার এসে গেল!
১ গ্রীষ্মের তাপের থেকে মুক্তি আনে বর্ষা, কিন্তু তারই সাথে যাওয়া-আসা এবং পরিচর্যায় অংশ গ্রহণ করার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে। কিন্তু, আমাদের অবশ্যই মনে রাখা দরকার যে ঐশিক কাজকর্মগুলি আমাদের তালিকায় যেন সবচাইতে বেশি প্রাধান্য পায়। তবুও আমরা চাইব নিয়মিতভাবে ক্ষেত্রের পরিচর্যায় অংশগ্রহণ করতে এবং মন্ডলীতে সত্বর রিপোর্ট দিতে। এটা আমাদের সাহায্য করবে বর্ষার সময়ে পরিচর্যা কাজের জন্য প্রস্তুত থাকতে—যেমন ভাল একটি ছাতা অথবা রেনকোট এবং ওয়াটারপ্রুফ প্রচারের ব্যাগ নিজেদের কাছে রাখতে। যদি আমরা সবসময় আমাদের কাছে কিছু উপযুক্ত সাহিত্যাদি রাখি তাহলে আমাদের যখন রীতিবহির্ভূত সাক্ষ্যদান করার সুযোগ আসবে তখন আমরা অন্তত কিছু অর্পণ করতে পারব।
২ অল্পবয়সীরা যারা স্কুলে ফিরে যাচ্ছে তাদের সচেতন থাকা দরকার নিয়মিতভাবে যেন তারা ক্ষেত্রের পরিচর্যায় অংশগ্রহণ করে চলে। আমাদের প্রত্যেকের উচিত ব্যক্তিগত অধ্যয়নের কর্মসূচি বজায় রাখা, যার অন্তর্ভুক্ত হল বাইবেল পাঠ এবং প্রতি সপ্তাহে যেবিষয়গুলি নিয়ে সভাতে আলোচনা হচ্ছে তা পড়া। যদিও বা বর্ষার মাসগুলি আমাদের দৈনন্দিন কার্যতালিকার পরিবর্তন ঘটাতে পারে, তবুও আমরা চাইব ‘আরও গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয়ের’ সাথে তাল মিলিয়ে চলতে।—ফিলি. ১:১০, NW.