স্কুলেতে খ্রীষ্টীয় আচরণ
১ যদি তুমি একজন খ্রীষ্টান কিশোর বা কিশোরী হিসাবে এখনও স্কুলেতে আছো, তাহলে তোমার বিশ্বস্ততাকে বজায় রাখার জন্য তোমার দৃঢ় বিশ্বাসের প্রয়োজন। তুমি খারাপ সংসর্গ এবং পরিস্থিতির সম্মুখীন হচ্ছো যা তোমার বিশ্বাসকে পরীক্ষা করেত পারে। তাই “পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখ; তাহা হইলে তাহারা . . . স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয়ে . . . ঈশ্বরের গৌরব করিবে,” পিতরের এই উপদেশ প্রয়োগ করা তোমার জন্য গুরুত্বপূর্ণ। (১ পিতর ২:১২) এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে তোমার প্রয়োজন সাহস এবং দৃঢ়প্রত্যয়।
২ স্কুলের ভিতরে অথবা বাইরে, তুমি প্রাক্-বৈবাহিক যৌন, অশ্লীল কথাবার্তা, তামাক এবং ড্রাগের অপব্যবহারের প্রভাবের সংক্রামণ দ্বারা বিধ্বস্ত। প্রতিটি দিন, তুমি প্রলোভনের মুখোমুখি হচ্ছো যা তোমার উত্তম আচরণের রেকর্ডকে কলুষিত করার চেষ্টা করে। প্রাপ্তবয়স্কদের মত, তোমাকে এইধরনের পরীক্ষাগুলিকে সহ্য করতে অবশ্যই “বিশ্বাসের পক্ষে প্রাণপণ” করতে হবে।—যিহূদা ৩; জুলাই ১৫, ১৯৯১, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২৩-৬ দেখ।
৩ স্কুলেতে, দেশাত্মবোধক অনুষ্ঠান ও ছুটির দিনগুলি পালন করা হয়ে থাকে। তুমি কি জান কিধরণের জাতীয় এবং ধর্মীয় ছুটির দিনগুলি তোমার স্কুলে উদ্যাপিত হয়ে থাকে? যদি চ্যালেঞ্জের মত এক পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে তুমি কি “সৎসংবেদ রক্ষা কর, যেন যাহারা তোমাদের . . . সদাচরণের দুর্নাম করে, তাহারা তোমাদের পরীবাদ করণ বিষয়ে লজ্জা পায়?”—১ পিতর ৩:১৬.
৪ তুমি হয়ত স্কুলে খেলাধুলা-সংক্রান্ত কাজকর্মের অথবা সামাজিক সমাবেশের প্রলোভনের দ্বারা প্রলুব্ধ হতে পার। আপাতদৃষ্টিতে উপভোগ্য এই কাজকর্মগুলি কিভাবে তোমার বিশ্বাসের সাথে আপোশ করতে পারে তা শনাক্ত করতে তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এমন সাহচর্য বেছে নেওয়ার প্রয়োজন রয়েছে যাদের সাথে তুমি “পারস্পরিক উৎসাহ বিনিময়” উপভোগ করতে পার যাতে করে প্রত্যেকে অন্যের বিশ্বাসের দ্বারা গড়ে উঠে।—রোমীয় ১:১২,NW.
৫ যিহোবার সাহায্যের দ্বারা তুমি সহ্য করতে পার: শয়তান অনবরতভাবে তোমার বিশ্বাসের পরীক্ষা করে চলেছে। যে পরীক্ষাগুলি তুমি অবশ্যই সহ্য কর তা অত্যন্ত কষ্টকর হতে পারে, এর পুরস্কার এটিকে সমস্ত কষ্টস্বীকারের যোগ্য করে তোলে। (১ পিতর ১:৬, ৭) তোমার নিজের শক্তিতে তুমি কৃতকার্যের সাথে তা সহ্য করতে পারবে না; সাহায্যের জন্য তোমাকে অবশ্যই যিহোবার প্রতি দৃষ্টিপাত করতে হবে। যীশু তাঁর শিষ্যদের উপদেশ দিয়েছিলেন: “জাগিয়া থাকে, ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়।” (মথি ২৬:৪১) শাসন ও আত্ম-নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজন।—১ করি. ৯:২৭.
৬ সর্বদা মনে রেখো যে তোমার আচরণের জন্য তোমাকে যিহোবার কাছে নিকাশ দিতে হবে। (উপ. ১১:৯) এমনকি যদিও তুমি যা কর তা হয়ত অন্যেরা দেখতে পায় না, কিন্তু তুমি যা কর সেবিষয়ে যিহোবা অবগত আছেন এবং তিনি তার বিচার করবেন। (ইব্রীয় ৪:১৩) তাঁকে খুশি করার এক আন্তরিক ইচ্ছা তোমাকে ‘সভয়ে ও সকম্পে তেমার পরিত্রাণ সম্পন্ন’ করতে প্ররোচিত করা উচিত। (ফিলি. ২:১২) ঈশ্বরের বাক্য নিয়মিত পড়া হল একটি বড় সাহায্য। এটি পরমোৎকৃষ্ট উপদেশে এবং অনুকরণ করার উত্তম উদাহরণগুলিতে পূর্ণ।—ইব্রীয় ১২:১-৩.
৭ পিতামাতার, আপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আপনাদের প্রয়োজন আপনাদের সন্তানদের তত্ত্বাবধান করা, যে সকল সমস্যার সম্মুখীন হয় সেবিষয়ে অবগত হওয়া এবং যখন প্রয়োজন তখন সাহায্য প্রদান করা। আপনার সন্তানের সাথে কি আপনার উত্তম সম্পর্ক রয়েছে। আপনি কি তাদের ঈশ্বরের নিয়ম ও নীতিগুলির প্রতি উপলব্ধিমূলক বোধগম্যতায় গড়ে তুলেছেন? যখন চাপ অথবা প্রলোভনগুলির সম্মুখীন হয় তখন আপনার সন্তানেরা কি দৃঢ় থাকে না কি তারা সহজেই হাল ছেড়ে দেয়? তাদের সাথীদের থেকে ভিন্ন হতে হবে বলে কি তারা নিরুৎসাহিতবোধ করে? পিতামাতা হিসাবে, আপনাদের দায়িত্ব রয়েছে তাদের সাহায্য করা। (দ্বি. বি. ৬:৬, ৭) যদি আপনি উত্তমভাবে আপনার কাজ করেন, তাহলে আপনি তাদের বিশ্বাসের যুদ্ধে জয়ী হতে সাহায্য করতে পারেন।—হিতো. ২২:৬.