জ্ঞান যা জীবনে পরিচালিত করে তা অর্জন করতে অন্যদের সাহায্য করুন
১ প্রেরিত পৌল ব্যাখ্যা করেছিলেন যে ‘ঈশ্বরের ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।’ (১ তীম. ২:৪) সেই জ্ঞান নিতে কিভাবে আমরা অন্যদের সাহায্য করতে পারি? একটি উপায় হল জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটির মাধ্যমে যে ব্যক্তিদের মধ্যে আগ্রহ জেগে উঠেছিল তাদের সাথে পুনর্সাক্ষাৎ করা। এই প্রকাশনটি স্পষ্ট, সরল, উত্তমভাবে বাছাই করা বাক্যের মাধ্যমে বাইবেলের সত্যকে তুলে ধরে। এটিকে অধ্যয়ন করার দ্বারা সমুদয় মনুষ্যকে জীবনে পরিচালিত করা যেতে পারে। আমরা কী বলতে পারি যা আমাদের সাথে এটিকে অধ্যয়ন করতে অন্যদের উৎসাহিত করবে?
২ যাদের কাছে আপনি বাইবেলকে এক বাস্তবধর্মী পথনির্দেশ হিসাবে পরিচিত করিয়েছেন, ফিরে গিয়ে তাদের কাছে আপনি হয়ত এটি বলে একটি অধ্যয়নের প্রস্তাব করতে পারেন:
◼“যখন আগে আমি এখানে এসেছিলাম, আমরা আলোচনা করেছিলাম পরিচালনার এক বাস্তবধর্মী উৎস হিসাবে কেন আমরা বাইবেলকে বিশ্বাস করতে পারি। বাইবেল ঈশ্বর অনুপ্রাণিত বলে দাবি করে আর সেইজন্য এটি হল সান্ত্বনা ও আশার নিশ্চিত উৎস, এমনকি এর লেখকদের একজন যেমন তা বর্ণনা করেছিলেন। [পড়ুন রোমীয় ১৫:৪.] আমাদের গত আলোচনার শেষে আমি একটি প্রশ্ন তুলেছিলাম, বাইবেলের মধ্যে যে জ্ঞান আছে তার দ্বারা আমরা ব্যক্তিগতভাবে কী করে উপকৃত হতে পারি?” জ্ঞান বইয়ের পৃষ্ঠা ১১-এ ১৮ অনুচ্ছেদটি পড়ুন। উল্লেখ করুন যে সারাজগতে যিহোবার সাক্ষীরা প্রায় পঞ্চাশ লক্ষ বাইবেল অধ্যয়ন পরিচালনা করছে ও সর্বত্র জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে তা নিতে লোকেদের সাহায্য করছে। ১ম অধ্যায়ে প্রথম পাঁচটি অনুচ্ছেদ ব্যবহার করে কিভাবে অধ্যয়ন পরিচালনা করা হয় সংক্ষেপে তার একটি নমুনা দেখান।
৩ যদি প্রথম সাক্ষাতে কারও সাথে প্রার্থনার বিষয়টি নিয়ে আলোচনা করে থাকেন, তাহলে বাইবেল অধ্যয়ন শুরু করার প্রচেষ্টা হিসাবে এটি তুলে ধরার চেষ্টা করতে পারেন:
◼“আমি আশা করি জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি থেকে প্রার্থনা সম্বন্ধে আমরা যে তথ্যটি আলোচনা করেছিলাম তা আপনি উপভোগ করেছিলেন। আবার ফিরে এসে কিভাবে যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, পরিবর্তে, তাঁর কথা শুনতে পারে সেবিষয়ে আমি আপনার সাথে আলোচনা করার প্রতিজ্ঞা করেছিলাম। পৃষ্ঠা ১৫৮-এ কী বলা হয়েছে তা লক্ষ্য করুন। [১৮ অনুচ্ছেদটি পড়ুন।] এইভাবে, ব্যক্তিগতভাবে বাইবেল অধ্যয়ন করার দ্বারা ঈশ্বর আমাদের যা বলেন তা আমরা শুনছি। এটি করা আমাদের তাঁর নিকটবর্তী করে ও প্রতিদিন সমস্যাগুলির সাথে মোকাবিলা করতে সাহায্য করে যার জন্য আমরা প্রার্থনা করি। আপনার সাথে অধ্যয়ন করতে আমি খুশি হব।” যদি ব্যক্তিটি ইচ্ছুক হন, তাহলে জ্ঞান বইটির প্রথম অধ্যায় দিয়ে আরম্ভ করুন।
৪ যদি আপনি একটি অধ্যয়ন আরম্ভ করার জন্য সরাসরি উপস্থাপনা ব্যবহার করে থাকেন, তাহলে আপনি প্রথম সাক্ষাতের আলোচনাটি এই বলে চালিয়ে যেতে পারেন:
◼“আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি বিশেষ প্রচেষ্টা করেছিলাম, কারণ আমি আমাদের বিনামূল্যে বাইবেল অধ্যয়ন কার্যক্রম সম্বন্ধে আপনাকে আরও কিছু বলতে চেয়েছিলাম। আমি আপনার কাছে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে এই বইটির একটি কপি ছেড়ে গিয়েছিলাম, যেটি হল অধ্যয়ন সহায়ক যা আমরা ব্যবহার করে থাকি। ঈশ্বরের বাক্য আলোচনা করতে কিভাবে এটি আমাদের উৎসাহিত করে তা লক্ষ্য করুন। [পৃষ্ঠা ২২-এ ২৩ অনুচ্ছেদটি পড়ুন।] যদি আপনি আপনার কপিটি দয়া করে আনেন, তাহলে আমরা গতবারে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে অধ্যয়ন চালিয়ে যেতে পারি।” যদি প্রথম সাক্ষাতে অধ্যয়ন আরম্ভ না হয়ে থাকে, তাহলে আপনি হয়ত বলতে পারেন: “কিভাবে আমরা বাইবেল অধ্যয়ন করি তা দেখানোর জন্য হয়ত এটি আমার পক্ষে উত্তম সময় হবে।” কয়েকটি অনুচ্ছেদ বিবেচনা করার পর, পরবর্তী অধ্যয়নের জন্য পুনরায় ফিরে যেতে নির্দিষ্ট সময়ের ব্যবস্থা করুন।
৫ কার্যকারীভাবে জ্ঞান বইটি ব্যবহার করা আমাদের অন্যদের আশীর্বাদার্থে যথার্থ জ্ঞানের বীজকে ছড়াতে সাহায্য করবে। (হিতো. ১৫:৭) যাদের হৃদয় উত্তম তাদের জন্য এইধরনের জ্ঞান আনন্দ আনবে এবং যিহোবার ধার্মিকতার সাথে সংগতি রেখে যা পরিশেষে অনন্ত জীবনে পরিচালিত করে, জীবনযাপন করতে এটি তাদের কাছে এক দৃঢ় কারণ হবে।