ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৬ পৃষ্ঠা ১
  • বিশ্বাস দ্বারা চলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশ্বাস দ্বারা চলুন
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন”
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিশ্বাস​—যে-গুণটা আমাদের শক্তিশালী হতে সাহায্য করে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • যিহোবার প্রতিজ্ঞায় বিশ্বাস করে চলুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • “বিশ্বাসে দাঁড়াইয়া থাক”
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৬ পৃষ্ঠা ১

বিশ্বাস দ্বারা চলুন

১ কোটি কোটি লোক মূর্খের মত ধনের মায়ায় আস্থা স্থাপন করে তাদের জীবন তাদের বস্তুগত সম্পদের উপর কেন্দ্র করে গড়ে তোলে। (মথি ১৩:২২) যখন তাদের এই ধন নষ্ট কিংবা চুরি হয়ে যায় অথবা অল্পই উপকারী বলে প্রমাণিত হয়, তখন তারা তা থেকে এক সহ্যাতীত কষ্টকর শিক্ষা লাভ করে। আধ্যাত্মিক সম্পদের জন্য প্রচেষ্টা করে বিজ্ঞের পথ অনুধাবন করার জন্য আমাদের উপদেশ দেওয়া হয়েছে। (মথি ৬:১৯, ২০) এটির অন্তর্ভুক্ত হল ‘বিশ্বাস দ্বারা চলা।’—২ করি. ৫:৭.

২ যে গ্রীক শব্দ থেকে “বিশ্বাস” কথাটি অনুবাদ করা হয়েছে সেটি নিশ্চয়তা, আস্থা, দৃঢ় প্রত্যয় এই চিন্তাধারা ব্যক্ত করে। বিশ্বাস দ্বারা চলার অর্থ ঈশ্বরের প্রতি নিশ্চয়তা নিয়ে আমাদের পদক্ষেপকে পরিচালিত করার ক্ষেত্রে তাঁর ক্ষমতা এবং আমাদের প্রয়োজনীয়তাগুলির প্রতি যত্ন নিতে তাঁর ইচ্ছার প্রতি আস্থা রেখে কষ্টকর পরিস্থিতিগুলির সম্মুখীন হওয়া। যীশু নিখুঁত উদাহরণ স্থাপন করেছিলেন; প্রকৃতই যেটি গুরুত্বপূর্ণ ছিল তার উপর তিনি আলোকপাত করেছিলেন। (ইব্রীয় ১২:২) একইভাবে, আমাদের হৃদয়কে অদৃশ্য, আধ্যাত্মিক বিষয়গুলির উপর কেন্দ্রীভূত রাখা প্রয়োজন। (২ করি. ৪:১৮) আমাদের অবশ্যই সর্বদা বর্তমান জীবনের অনিশ্চিয়তার প্রতি সতর্ক হতে হবে এবং যিহোবার উপর আমাদের সম্পূর্ণ নির্ভরতাকে স্বীকার করতে হবে।

৩ এছাড়া আমাদের অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে যিহোবা “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” এর পরিচালনার অধীনে তাঁর দৃশ্যতঃ সংগঠনের মাধ্যমে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। (মথি ২৪:৪৫-৪৭) আমরা আমাদের বিশ্বাস প্রদর্শন করি যখন আমরা মণ্ডলীতে “যারা নেতৃত্ব নেন তাদের বশীভূত হই।” (ইব্রীয় ১৩:১৭, NW) ঐশিক ব্যবস্থার সাথে সহযোগিতা করে নম্রভাবে কাজ করা যিহোবার প্রতি আমাদের আস্থা প্রকাশ করে। (১ পিতর ৫:৬) সংগঠন আমাদের যে কাজ করতে দিয়েছে তার প্রতি সম্পূর্ণচিত্তে সাহায্য প্রদান করতে আমাদের পরিচালিত হওয়া উচিত। এটি প্রেম ও একতার দৃঢ় বন্ধনে আমাদের ভাইয়েদের সাথে আমাদের ঘনিষ্ঠ করবে।—১ করি. ১:১০.

৪ কিভাবে বিশ্বাস দৃঢ় করা যায়: আমরা অবশ্যই আমাদের বিশ্বাসকে নিশ্চল হয়ে যেতে অনুমতি দেব না। এটিকে দৃঢ় করতে আমাদের কঠোর সংগ্রাম করা প্রয়োজন। অধ্যয়ন, প্রার্থনা এবং সভায় যোগদানের ক্ষেত্রে নিয়মিত হওয়া আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে আমাদের সাহায্য করবে, যাতে করে যিহোবার সাহায্যে এটি যে কোন পরীক্ষাকে প্রতিরোধ করতে পারে। (ইফি. ৬:১৬) নিয়মিত বাইবেল পাঠের এবং সভাগুলির প্রস্তুতির জন্য আপনি কি একটি উত্তম তালিকা স্থাপন করেছেন? আপনি যা শেখেন তার উপর কি প্রায়ই ধ্যান করেন এবং আপনি কি প্রার্থনার মাধ্যমে যিহোবার সমীপবর্তী হন? সমস্ত সভাগুলিতে যোগদান করা এবং যেমন সুযোগ পাওয়া যায় সেইমত সেগুলিতে অংশ নেওয়া কি আপনার অভ্যাস?—ইব্রীয় ১০:২৩-২৫.

৫ উত্তম কার্যের দ্বারাই দৃঢ় বিশ্বাস প্রমাণিত হয়। (যাকোব ২:২৬) আমাদের বিশ্বাস প্রদর্শনের একটি অন্যতম সর্বোত্তম উপায় হল অন্যদের কাছে আমাদের আশাকে ঘোষণা করা। সুসমাচার বন্টন করার জন্য আপনি কি সুযোগগুলি খুঁজে নেন? আপনার পরিস্থিতিগুলির কি রদবদল করা যেতে পারে, যাতে করে আপনি পরিচর্যায় আরও বেশি করতে সমর্থ হন? আমাদের পরিচর্যার মান ও কার্যকারিতাকে উন্নত করতে আমরা যে পরামর্শগুলি পেয়ে থাকি তা কি আপনি প্রয়োগ করেন? আপনি কি ব্যক্তিগত আধ্যাত্মিক লক্ষ্যগুলি স্থাপন করেছেন এবং সেগুলি অর্জন করতে নিজে প্রাণপণ করছেন?

৬ যীশু জীবনের দৈনন্দিন বিষয়গুলির দ্বারা অতিরিক্ত ভারগ্রস্ত হওয়া এবং আমাদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে ক্ষীণ করে দিতে বস্তুগত অথবা স্বার্থপর আগ্রহগুলিকে অনুমতি দেওয়া সম্বন্ধে সাবধান করে দিয়েছিলেন। (লূক ২১:৩৪-৩৬) আমাদের বিশ্বাস সম্বন্ধীয় নৌকা ভগ্ন হওয়াকে এড়ানোর জন্য আমরা কিভাবে চলছি সেবিষয়ে আমাদের অবশ্যই কঠোর লক্ষ্য রাখতে হবে। (ইফি. ৫:১৫; ১ তীম. ১:১৯) আমাদের সকলেই আশা করি যে শেষ পর্যন্ত আমরা ঘোষণা করতে সমর্থ হব যে আমরা “উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্য্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি।”—২ তীম. ৪:৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার