ঘোষণাবলী
◼ সাহিত্য অর্পণ
ফেব্রুয়ারি: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা (বড় বই ৪৫·০০ টাকা) অথবা আপনার পারিবারিক জীবন সুখী করা বইটি ২০·০০ টাকা মূল্যে। বিকল্প হিসাবে, ১৯২-পৃষ্ঠার বিশেষ অর্পণের পুরনো বইগুলির যে কোনটি ১০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে।
মার্চ: পারিবারিক সুখের রহস্যটি (ইংরাজি) নামক বইটি ২০·০০ টাকা মূল্যে।
এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! (ইংরাজি), পত্রিকার গ্রাহকভুক্তি।
টীকা: আমরা সমস্ত মণ্ডলীকে পারিবারিক ও অনন্তকাল বইগুলির ক্রমাগত সদ্ব্যবহার করার জন্য উৎসাহিত করছি। প্রকাশকেরা এই বইগুলিকে সারা বছর সবসময় তাদের সাথে রাখতে এবং প্রত্যেকটি উপযুক্ত পরিস্থিতিতে সেগুলিকে অর্পণ করতে উৎসাহিত হতে পারেন। যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার-অভিযানের সাহিত্যগুলি এখনও অর্ডার করেনি তারা তাদের পরবর্তী সাহিত্য আবেদন ফর্মে (S-AB-14) যেন তা করে।
◼ সচিব এবং পরিচর্যা অধ্যক্ষের সকল নিয়মিত অগ্রগামীর কার্যধারা সম্বন্ধে পুনরালোচনা করা উচিত। যদি প্রয়োজনীয় ঘন্টা পূরণ করতে কারও অসুবিধা হয়, তাহলে সাহায্য প্রদান করতে প্রাচীনদের ব্যবস্থা করা উচিত। পরামর্শের জন্য, ১৯৯৩ সালের ১লা অক্টোবর এবং ১৯৯২ সালের ১লা অক্টোবরের সমিতির চিঠিগুলি (S-201) পুনরালোচনা করুন। এছাড়া, ১৯৯৬ সালের অক্টোবরের আমাদের রাজ্যের পরিচর্য্যা-র ইনসার্টের ১২-২০ অনুচ্ছেদগুলি দেখুন।
◼ যে সকল প্রকাশকেরা মার্চ, এপ্রিল এবং মে মাসে সহায়ক অগ্রগামী হিসাবে সেবা করতে চান তাদের এখনই পরিকল্পনা করা এবং শীঘ্রই আবেদনপত্র জমা দেওয়া উচিত। এটি প্রাচীনদের ক্ষেত্র পরিচর্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে ও যথেষ্ট পত্রিকা ও অন্যান্য সাহিত্যাদি হাতে রাখতে সাহায্য করবে। যারা অগ্রগামীর কাজ করার জন্য অনুমোদিত হবে তাদের সকলের নাম মণ্ডলীতে ঘোষণা করা উচিত।
◼ যখন মণ্ডলীগুলি স্থানীয় অধিবেশনগুলিতে যোগদান করছে তখন নিম্নোক্ত রদবদলগুলির যে প্রয়োজন রয়েছে সে বিষয়ে প্রাচীন গোষ্ঠীর অবগত হওয়া উচিত: যখন কোন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম তালিকাভুক্ত করা হয় তখন জনসাধারণের সভা এবং প্রহরীদুর্গ অধ্যয়ন বাতিল করা ছাড়া মণ্ডলীর সপ্তাহব্যাপী সমস্ত স্বাভাবিক সভাগুলি হওয়া উচিত। যখন কোন সীমা অধিবেশনে যোগদান করার থাকে, তখন মণ্ডলীকে ঐশিক পরিচর্যা বিদ্যালয় এবং পরিচর্যা সভাও বাদ দিতে হবে; সেই সপ্তাহে কেবলমাত্র স্থানীয়ভাবে মণ্ডলীর বুক স্টাডি অনুষ্ঠিত হবে।
◼ ১৯৯৭ সালের জানুয়ারি ৮ থেকে সচেতন থাক! পত্রিকার নেপালি সংস্করণ হবে একটি মাসিক প্রকাশনা এবং বাৎসরিক গ্রাহকভুক্তি ৪৫·০০ টাকা মূল্যে পাওয়া যাবে।
◼ নতুন যে প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে:
পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!—অসমীয়, তিব্বতী
শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস (ট্র্যাক্ট নং. ১৫)—জোঙ্কা
পারিবারিক সুখের রহস্যটি—ইংরাজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালী, পাঞ্জাবী, মারাঠী, মালায়ালাম এবং হিন্দী
(এই বইটি প্রকাশকদের ও জনসাধারণের জন্য ২০·০০ টাকা এবং অগ্রগামীদের জন্য ১২·০০ টাকা মূল্যে।)
ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?—অসমীয়, ইংরাজি, উড়িয়া, কান্নাড়া, কোঙ্কানী (পৃথকভাবে কান্নাড়া দেবনাগরী এবং রোমান লিপিতে পাওয়া যাচ্ছে), খাসি, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালী, পাঞ্জাবী, বাংলা, মারাঠী, মালায়ালাম, মিজো, মণিপুরী এবং হিন্দী
(এই ব্রোশারটি প্রকাশকদের ও জনসাধারণের জন্য ৬·০০ টাকা এবং অগ্রগামীদের জন্য ৪·০০ টাকা মূল্যে।)
আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন (ছোট সাইজ)—পাঞ্জাবী
◼ নতুন যে অডিও ক্যাসেটগুলি পাওয়া যাচ্ছে:
ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? (একক ক্যাসেট)—কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালী, পাঞ্জাবী, বাংলা, মারাঠী, মালায়ালাম এবং হিন্দী
(এই ক্যাসেটগুলি প্রকাশকদের ও জনসাধারণের জন্য ৬৫·০০ টাকা এবং অগ্রগামীদের জন্য ৫৫·০০ টাকা মূল্যে।)