ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/৯৭ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/৯৭ পৃষ্ঠা ৭

ঘোষণাবলী

▪ এই বছর স্মরণার্থক মরশুমের বিশেষ জনসাধারণের বক্তৃতাটি অধিকাংশ মণ্ডলীতে ৬ই এপ্রিল রবিবার দেওয়া হবে। বক্তৃতাটির শিরোনাম হল “জাগতিক কলুষিতাগুলি থেকে শুদ্ধ থাকুন।” আমাদের সকলের উপস্থিত থাকা এবং স্মরণার্থক সভায় যারা এসেছিল সেই সব আগ্রহী ব্যক্তিদের বক্তৃতাটিতে উপস্থিত থাকতে সাহায্য করা উচিত। আমরা যা শুনি তা নিশ্চিতভাবেই ঈশ্বরকে সন্তুষ্ট করার সংকল্পকে পুনরুজ্জীবিত করতে এক কারণস্বরূপ হবে।

▪ সর্বমহান পুরুষ বইটি দ্বারা মণ্ডলীর বুকস্টাডিগুলি থেকে সর্বোত্তম লাভ করার জন্য, অনুগ্রহ করে ১৯৯৩ সালের এপ্রিল মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-র ৮ পৃষ্ঠায় প্রকাশিত উৎকৃষ্ট নির্দেশনাগুলি বিবেচনা করুন। প্রবন্ধটি বর্ণনা করে কিভাবে প্রতিটি পাঠ প্রস্তুত করতে হয় এবং মণ্ডলীর বুকস্টাডি কিধরনের আকার অনুসরণ করবে। অধ্যয়ন পরিচালক এবং যারা যোগদান করে তারা সকলে এই তথ্যটি পুনরালোচনা করে উপকৃত হবে।

▪ প্রতিটি সম্প্রদায়ের মধ্যে, বছরের বিভিন্ন সময়ে, জাগতিক ছুটির দিনগুলি রয়েছে যা ছেলেমেয়েদের বিদ্যালয় থেকে অব্যাহতি এবং জাগতিক কাজ থেকে ছুটি দান করে। এগুলি ক্ষেত্র পরিচর্যায় এক বৃদ্ধিশীল অংশ রাখতে মণ্ডলীর জন্য উৎকৃষ্ট সুযোগগুলি করে দেয়। কখন এই উপলক্ষ্যগুলি আসবে প্রাচীনদের তা পূর্ব বিবেচনা এবং ছুটির সেই সময়গুলিতে দলগত সাক্ষ্যদানের জন্য আগে থেকে যে ব্যবস্থাদি করা হচ্ছে তা মণ্ডলীতে ভালভাবে ঘোষণা করা উচিত।

▪ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিয়োজিত কেউ ১লা মার্চ অথবা তারপরে যত শীঘ্রই সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। এটি করা হয়ে গেলে মণ্ডলীতে তা ঘোষণা করুন।

▪ ১৯৯৭ সালের ১লা মার্চ থেকে কান্নাড়া, তেলুগু এবং মারাঠী ভাষায় প্রাপ্তিসাধ্য গানের ব্রোশার-টি থেকে বিকল্প গান সংখ্যাগুলি, সেই ভাষার প্রহরীদুর্গ এবং আমাদের রাজ্যের পরিচর্য্যা-র সমস্ত সংখ্যাগুলিতে অন্তর্ভুক্ত করবে। ওই ভাষাগুলিতে পরিচালিত সভাগুলিতে ইংরাজি নয়, কিন্তু আঞ্চলিক ভাষায় গানগুলি ব্যবহৃত হওয়া উচিত। এটি প্রকাশক এবং সভায় যোগদানকারীদের তাদের নিজস্ব ভাষায় রাজ্যের গানগুলির সাথে পরিচিত হতে উৎসাহিত করবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার