ক্রমাগতভাবে যীশুকে অনুসরণ করুন
১ কোন একটি উপলক্ষে যীশু বলেছিলেন: “কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ [“যাতনাদণ্ড,” NW] তুলিয়া লউক, এবং আমার পশ্চাদ্গামী হউক।” (মথি ১৬:২৪) নিশ্চিতরূপেই আমরা যীশুর বাক্যগুলিতে ইতিবাচকরূপে সাড়া দিতে চাই। আসুন আমরা পরীক্ষা করে দেখি তাঁর আমন্ত্রণের প্রতিটি বাক্যাংশের সাথে কী জড়িত আছে।
২ “সে আপনাকে অস্বীকার করুক”: যখন আমরা যিহোবার কাছে আমাদের জীবন উৎসর্গ করি, তখন আমরা নিজেদের অস্বীকার করি। ‘অস্বীকার করা’ হিসাবে অনুবাদিত গ্রীক শব্দটির মূল অর্থ হল “না বলা।” এর অর্থ হল আমরা স্বেচ্ছায় আমাদের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা, অভিলাষ, স্বাচ্ছন্দ্য এবং স্বার্থপর আনন্দ উপভোগকে ত্যাগ করি—অনন্তকাল ধরে যিহোবাকে খুশি করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হয়ে।—রোমীয় ১৪:৮; ১৫:৩.
৩ “আপন ক্রুশ তুলিয়া লউক”: খ্রীষ্টীয় জীবন হল যিহোবার উদ্দেশ্যে ত্যাগস্বীকারমূলক সেবারূপ যাতনাদণ্ড বহন করার জন্য এক জীবন। একটি উপায়ে এই আত্ম-ত্যাগের মনোভাব প্রতিফলিত হতে পারে, যেটি হল পরিচর্যায় একজনের প্রাণপণ করা। এই বছরই, অনেক প্রকাশক সহায়ক অগ্রগামীর কাজ উপভোগ করে চলেছেন। সম্ভবত আপনি তাদের মধ্যে আছেন এবং সুনিশ্চিত থাকতে পারেন যে, যে আশীর্বাদগুলি আপনি আহরণ করবেন তা আপনি যে ত্যাগস্বীকার করেন তার চাইতে অনেক বেশি ক্ষতিপূরণমূলক। যারা সহায়ক অগ্রগামী হিসাবে সেবা করতে অসমর্থ তারা প্রায়ই মণ্ডলীর প্রকাশক হিসাবে প্রচার কাজে আরও বেশি সময় ব্যয় করার ব্যবস্থা করেছেন। সেই লক্ষ্য নিয়ে, কিছু মণ্ডলী ক্ষেত্র পরিচর্যার জন্য তাদের সভাগুলির তালিকা একসময়ে তারা যা করত তার চাইতে কিছু সময় আগে করছে। বিশেষ করে গ্রীষ্মের সময়ে, অনেক প্রকাশক ক্ষেত্র পরিচর্যার জন্য সকাল সকাল আরম্ভ করা এবং এই দীর্ঘতর সময় থাকাকে উপলব্ধি করে। কিছুজন উৎকৃষ্ট ফলও লাভ করেছেন, যখন তারা ‘কেবল আরও একটা ঘরে’ সাক্ষাৎ করতে অথবা ‘মাত্র অল্প কিছু সময় বেশি’ কাজ করতে স্থির করেছিলেন।
৪ আত্ম-ত্যাগের মনোভাব প্রদর্শনের আর একটি উপায় হল ব্যক্তিগত লক্ষ্যগুলিকে স্থাপন করা। যত্নপূর্বক পরিকল্পনা এবং তাদের তালিকার রদবদলের দ্বারা কিছুজন নিয়মিত অগ্রগামী হয়েছেন। অন্যেরা তাদের কাজগুলিকে সুবিন্যস্ত করতে সমর্থ হয়েছেন, যেন তারা নিজেদের বেথেল অথবা মিশনারী কাজের জন্য প্রাপ্তিসাধ্য করেন। কেউ কেউ এমন এক এলাকায় গিয়েছেন যেখানে রাজ্য প্রকাশকের জন্য বৃহত্তর প্রয়োজন রয়েছে।
৫ “আমার পশ্চাদ্গামী হউক”: যদিও যীশুর শিষ্যেরা অনেক পরীক্ষা অভিজ্ঞতা করেছিলেন, তবুও তারা পরিচর্যার প্রতি তাঁর উদ্যোগ এবং ধৈর্যের দ্বারা উৎসাহিত হয়েছিলেন। (যোহন ৪:৩৪) তাঁর উপস্থিতিতে এবং তাঁর বার্তায় তারা তাদের মনোভাবকে নবীনীকৃত হিসাবে অনুভব করেছিলেন। সেই কারণে যারা তাঁকে অনুসরণ করেছিল, তারা অকৃত্রিম আনন্দ বিকীর্ণ করেছিল। (মথি ১১:২৯) তাই আসুন অনুরূপভাবে আমরাও সর্বাপেক্ষা-গুরুত্বপূর্ণ রাজ্যের প্রচার এবং শিষ্য করণের কাজে ধৈর্য রাখতে একে অপরকে উৎসাহিত করি।
৬ আত্ম-ত্যাগের মনোভাব উৎপন্ন করার দ্বারা তাঁকে ক্রমাগতভাবে অনুসরণ করে চলার জন্য যীশুর আমন্ত্রণের প্রতি আমরা সকলে যেন ইতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখাই। যদি আমরা তা করি, তাহলে এখনই আমাদের মহৎ আনন্দ থাকবে আর এমনকি আমরা ভবিষ্যতে আরও মহত্তর আশীর্বাদগুলির জন্য প্রতীক্ষা করতে পারি।