ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/৯৭ পৃষ্ঠা ৫-৬
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/৯৭ পৃষ্ঠা ৫-৬

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

মে ৫ থেকে আগস্ট ১৮, ১৯৯৭ সপ্তাহগুলির মধ্যে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যে বিষয় বিবেচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটি আলাদা কাগজে লিখুন।

[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের পরে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত অনুসন্ধান করার জন্য। প্রহরীদুর্গ এর প্রতি নির্দেশগুলির প্রত্যেকটিতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]

নিম্নলিখিত উক্তিগুলি সঠিক বা ভুল উত্তর দিন:

১. মার্ক ১:​৪১ পদে বর্ণিত যীশুর করুণা, লোকেদের জন্য যিহোবার উদ্বেগের এক মর্মস্পর্শী চিত্র অঙ্কন করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৬ ৩/১ পৃ. ৫ দেখুন।]

২. প্রকাশিত বাক্য ৭:​১৬ পদ নির্দেশ করে যে বিরাট জনতার সদস্যেরা জগৎ থেকে নির্যাতন ভোগ করবে না। (uw পৃ. ১০৮ অনু. ১১)

৩. লূক ৭:​১৯ পদে পাওয়া যোহন বাপ্তাইজকের প্রশ্নটি প্রকাশ করে যে তার বিশ্বাসের অভাব ছিল। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৭ ১/১ পৃ. ১৬ দেখুন।]

৪. তাঁর শিষ্যদের সাথে যীশুর শেষ নিস্তারপর্বে, একমাত্র পিতরই তাঁকে বলেছিলেন: “কোন মতে আপনাকে অস্বীকার করিব না।” [সাপ্তাহিক বাইবেল পাঠ]

৫. বাইবেলে এমন কোন প্রমাণ নেই যা নির্দেশ করে যে প্রেরিত পিতর একজন বিবাহিত ব্যক্তি ছিলেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ]

৬. শাস্ত্রে কোথাও পবিত্র আত্মার প্রতি একটি ব্যক্তিগত নাম প্রয়োগ করা হয়নি। (rs পৃ. ৪০৭ অনু. ১)

৭. সম্ভবত মার্ক তার সুসমাচারটি প্রাথমিকভাবে যিহূদীদের জন্য লিখেছিলেন। [si পৃ. ১৮২ অনু. ৮]

৮. যোহন ২০:১৭ পদে যেমন লিপিবদ্ধ করা হয়েছে, যীশু যিহোবাকে “আমার ঈশ্বর” বলে উল্লেখ করেছিলেন, কিন্তু শাস্ত্রে কোথাও যিহোবা কখনও যীশুকে “আমার ঈশ্বর” বলে উল্লেখ করেননি, কিংবা যিহোবা অথবা যীশুর দ্বারা পবিত্র আত্মাকেও কখনও “আমার ঈশ্বর” বলে উল্লেখ করা হয়নি। (rs পৃ. ৪১১ অনু. ৪)

৯. কেন লূকের পুস্তক এক বর্ণানুক্রমিক শব্দতালিকা সূচিবদ্ধ করে, যা একত্রে অন্যান্য তিনটি সুসমাচারের চেয়ে বৃহত্তর, সেই বিষয়ে কোন যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই। [si পৃ. ১৮৭ অনু. ২]

১০. হর্‌মাগিদোনে রক্ষা পেতে হলে বিরাট জনতাকে অবশ্যই কিছু বৈশিষ্ট্য প্রদর্শন করতে হবে সেই বিষয়ে বাইবেলে কোন উল্লেখ নেই। [uw পৃ. ১০৫ অনু. ৫]

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন:

১১. যখনই বাইবেল থেকে কোন একটি বাক্যাংশ একাধিক উপায়ে ব্যাকরণগতভাবে অনুবাদ করতে হয়, তখন অনুবাদকের কোন্‌ পরিচালনাদায়ক নীতিটি অনুসরণ করা উচিত? (rs পৃ. ৪১৬ অনু. ১)

১২. উপদেশ গ্রহণ করা থেকে কিছু লোকেদের কী বাধা দেয়? (uw পৃ. ১২৭ অনু. ৪)

১৩. ত্রিত্বে বিশ্বাস তাদের কোন্‌ স্থানে স্থাপন করে যারা এটিকে দৃঢ়ভাবে ধরে থাকে? [rs পৃ. ৪২৪ অনু. ৩]

১৪. যীশু কী বুঝিয়েছিলেন যখন তিনি বলেছিলেন: “তোমরা আপন আপন অন্তরে লবণ রাখ, এবং পরস্পর শান্তিতে থাক”? (মার্ক ৯:​৫০) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৫ ৫/১৫ পৃ. ২৪ অনু. ১২ দেখুন।]

১৫. দরিদ্র বিধবার দানের প্রতি যীশুর প্রতিক্রিয়া থেকে হয়ত কী মূল্যবান শিক্ষা আমরা শিখতে পারি? (মার্ক ১২:৪২-​৪৪) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৭ ১২/১ পৃ. ২৯ অনু. ৭–​পৃ. ৩০ অনু. ১ দেখুন।]

১৬. পিতরের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য কিভাবে মার্কের লিখন-শৈলীতে দেখা যায় এবং এর কারণ হয়ত কী হতে পারে? [si পৃ. ১৮২ অনু. ৫-৬]

১৭. মথি ৬:​৯, ১০ এবং লূক ১১:​২-৪ পদের তুলনার উপরে ভিত্তি করে, কেন আমরা হয়ত এই সিদ্ধান্তে আসতে পারি যে আদর্শ প্রার্থনার অর্থ এই ছিল না যে অবিকল সেটি যেরূপ ঠিক সেইভাবে পুনরাবৃত্তি করা? [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯০ ৫/১৫ পৃ. ১৬ অনু. ৬ দেখুন।]

১৮. কী উপায়ে বাইবেলের নির্ভরযোগ্যতার উপর আমাদের আস্থা দৃঢ় হয় যখন আমরা এইধরনের শাস্ত্রপদগুলি পড়ি যেমন লূক ৩:​১, ২? [si পৃ. ১৮৮ অনু. ৭]

১৯. প্রকাশিত বাক্য ৭:​১৪ পদ অনুসারে, মেষশাবকের রক্তে একজনের বস্ত্র ধৌত করার ফল কী হয়? (uw পৃ. ১০৬ অনু. ৬-৭)

২০. যেহেতু আমরা জানি যে যীশু কখনও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাননি, তাহলে কেন তিনি উচ্চস্বরে কেঁদেছিলেন: “ ‘ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ?’ ” (মার্ক ১৫:৩৪) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৭ ৬/১৫ পৃ. ৩১ দেখুন।]

প্রয়োজনীয় শব্দ বা শব্দসমষ্টির দ্বারা নিম্নোক্ত বাক্যগুলি সম্পূর্ণ করুন:

২১. স্মরণার্থক উদ্‌যাপনে ব্যবহৃত রুটি এবং দ্রাক্ষারস হল কেবলমাত্র ____________________ ,রুটি চিত্রিত করে ____________________ এবং দ্রাক্ষারস চিত্রিত করে তাঁর ____________________ । (uw পৃ. ১১৫ অনু. ১৩)

২২. যখন আমরা বিবেচনা করি প্রকৃতপক্ষে কী ঘটেছে, তখন এটি স্পষ্ট প্রতীয়মান বলে মনে হয় যে স্বর্গীয় আহ্বান সাধারণভাবে ____________________ সালের মধ্যে শেষ হয়েছিল, যখন ____________________ পার্থিব আশাকে স্পষ্টভাবে নির্ণয় করা হয়েছিল। [uw পৃ. ১১১ অনু. ৬]

২৩. যখন যোহন বাপ্তাইজক প্রচার করতে শুরু করেছিলেন, যিহূদার রাজ্যপাল ছিলেন ____________________ এবং গালীলের জেলা শাসক ছিলেন ____________________ । (সাপ্তাহিক বাইবেল পাঠ; লূক ৩:১ পদ দেখুন।)

২৪. যারা প্রকৃতই ঈশ্বরের সন্তান তাদের সম্বন্ধে যে আত্মা মন ও হৃদয়ের প্রেরণাদায়ক শক্তির সাথে সাক্ষ্যদান করে তা হল ____________________ । (uw পৃ. ১১৩ অনু. ৯)

২৫. যেমন লূক ১০:১৬ পদে নির্দেশ করা হয়েছে, যখন আমরা উপলব্ধি সহকারে আধ্যাত্মিক ব্যবস্থাগুলিকে গ্রহণ করি যা ____________________ এবং তার পরিচালক গোষ্ঠীর কাছ থেকে আসে, তখন আমরা ____________________ প্রতি সম্মান দেখাচ্ছি। [uw পৃ. ১২৩ অনু. ১৩]

নিম্নলিখিত উক্তিগুলি থেকে সঠিক উত্তর বেছে নিন:

২৬. মথি ২৭:৫২ পদে উল্লেখিত পবিত্র জনেরা হল (মাংসিক শরীরে ক্ষণস্থায়ীভাবে পুনরুত্থিত ব্যক্তিরা; প্রকৃতপক্ষে ভূমিকম্পের দ্বারা তাদের কবর থেকে নিক্ষিপ্ত হওয়া জীবনহীন দেহগুলি; যীশুর পূর্বে স্বর্গীয় জীবনে উত্থাপিত করা হয়েছিল)। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯০ ৯/১ পৃ. ৭ দেখুন।]

২৭. কলসীয় ১:​১৫ পদে যীশুকে “সমুদয় সৃষ্টির প্রথমজাত” বলে সম্বোধন করা হয়, যার অর্থ যে তিনি হলেন (ঈশ্বরের মত এবং কোন আরম্ভ নেই; পৃথিবীতে ঈশ্বরের সন্তানদের প্রথমজাত; যিহোবার সন্তানদের পরিবারে সবচেয়ে বড়)। (rs পৃ. ৪০৮ অনু. ১)

২৮. পবিত্র আত্মা দ্বারা “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” এর মনোনয়ন নিশ্চিত করা হয়েছিল (সা.কা. ৩৩ সালে; ১৯১৮ সালে; ১৯১৯ সালে)। (মথি ২৪:৪৫) (uw পৃ. ১১৯ অনু. ৬)

২৯. একটি নিয়ম যা সমস্ত খ্রীষ্টানদের অনুসরণ করা উচিত, কিন্তু বিশেষ করে যারা ঈশ্বরের সংগঠনে তত্ত্বাবধান করার পদে রয়েছেন, তা হল: “তোমাদের মধ্যে যে ব্যক্তি (একজন অহঙ্কারী; একজন গুরুত্বপূর্ণ; সর্ব্বাপেক্ষা ক্ষুদ্র) সেই মহান্‌।” (লূক ৯:​৪৮) [uw পৃ. ১২২ অনু. ১২]

৩০. যেমন (মথি ১০; মথি ২৪; লূক ২১ অধ্যায়ে) লিপিবদ্ধ রয়েছে, যীশু যাদের প্রচার করার জন্য পাঠিয়েছিলেন তাদের নির্দিষ্ট কাজের নির্দেশাবলী দিয়েছিলেন। [si পৃ. ১৮০ অনু. ৩১]

নিম্নলিখিত শাস্ত্রতালিকার সঙ্গে বাক্যগুলি মেলান:

হিতো. ৪:​১৩; দানি. ৭:​৯, ১০, ১৩, ১৪; মার্ক ৭:​২০-​২৩; ১৩:১০; লূক ৮:​৩১

৩১. আমাদের যে কোন ধরনের অধার্মিক অথবা কলুষিত প্রভাবকে শনাক্ত করতে সতর্ক হওয়া উচিত যা হয়ত আমাদের মনে ও হৃদয়ে আসতে পারে এবং তা শিকড় বিস্তার করার পূর্বে এটিকে সরিয়ে ফেলা উচিত। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৯ ১১/১ পৃ. ১৪ অনু. ১৬ দেখুন।]

৩২. “সহস্র বৎসর” এর সময়ে মন্দ দূতেরা মৃত্যুতুল্য নিষ্ক্রিয়তায় শয়তানের সাথে যুক্ত হবে। (প্রকা. ২০:৩) [সাপ্তাহিক বাইবেল পাঠ]

৩৩. এক সীমিত সময়ের মধ্যে পৃথিবীব্যাপী সাক্ষ্যদানের কাজ সম্পাদন করতে হলে তৎপরতার মনোভাব প্রয়োজন। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ১০/১ পৃ. ২৭ দেখুন।]

৩৪. উপদেশ গ্রহণ করা একজনকে এমন কোন কিছু বলা এবং করা থেকে রক্ষা করতে পারে যা দুঃখ প্রকাশের কারণ হতে পারে। [uw পৃ. ১২৮ অনু. ৬)

৩৫. যদিও আমরা আত্মিক প্রাণীদের দেখতে পাই না, তবুও যিহোবার বাক্য, তাঁর অদৃশ্য স্বর্গীয় সংগঠন এবং এর কার্যাবলীর কিছু আভাস আমাদের দেয় যা পৃথিবীতে তাঁর উপাসকদের প্রভাবিত করে। [uw পৃ. ১১৭ অনু. ১]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার