ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৭ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৭ পৃষ্ঠা ৭

ঘোষণাবলী

◼সাহিত্য অর্পণ সেপ্টেম্বর: পারিবারিক সুখের রহস্য (ইংরাজি) নামক বইটি ২০·০০ টাকা মূল্যে। অক্টোবর: প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৯০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের ও পাক্ষিক সংস্করণের ছয় মাসের জন্য গ্রাহকভুক্তি ৪৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। যদি গ্রাহকভুক্তি প্রত্যাখ্যান করা হয়, তাহলে পত্রিকাগুলির একক কপি ৪·০০ টাকা মূল্যে অর্পণ করা উচিত। যখন গ্রাহকভুক্তি পান অনুগ্রহ করে মনে রাখুন পাঞ্জাবী ও উর্দু ছাড়া (যেগুলি হল মাসিক) সমস্ত ভারতীয় ভাষা ও নেপালী ভাষায় প্রহরীদুর্গ হল পাক্ষিক। সচেতন থাক! পত্রিকা তামিল এবং মালায়ালাম ভাষায় পাক্ষিক কিন্তু কান্নাড়া, গুজরাটি, তেলুগু, নেপালী, মারাঠি এবং হিন্দী ভাষায় মাসিক। সচেতন থাক! পত্রিকার ত্রৈমাসিক বিতরণের কপিগুলি মণ্ডলীতে উর্দু, পাঞ্জাবী ভাষায় পাওয়া যাচ্ছে কিন্তু এই দুটি ভাষায় ব্যক্তিগত গ্রাহকভুক্তি পাওয়া যাবে না। মাসের শেষের দিক থেকে শুরু করে রাজ্য সংবাদ নং. ৩৫, বিতরণ করা হবে। নভেম্বর: রাজ্য সংবাদ নং. ৩৫ এর বিতরণ চলতে থাকবে। যে মণ্ডলীগুলি প্রত্যেকটি ঘরের গৃহকর্তার কাছে পৌঁছানোর মাধ্যমে তাদের এলাকা সম্পূর্ণ করেছে অথবা রাজ্য সংবাদ নং. ৩৫ এর একটি কপি দিয়েছে, তারা ২০·০০ টাকা মূল্যে জ্ঞান বইটি অর্পণ করতে পারে। ডিসেম্বর: নিম্নের যে কোন তিনটি বইয়ের প্রত্যেকটি ৪৫·০০ টাকা মূল্যে: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন, (ছোট ২৫·০০ টাকা), আমার বাইবেলের গল্পের বই, (ছোট ৩০·০০ টাকা) অথবা সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। বিকল্প হিসাবে, জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় বিশেষ মূল্যের বই হিসাবে তালিকাবদ্ধ বইগুলির যে কোনটি ২·৫০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে।

টীকা: যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার অভিযানের সাহিত্যগুলি এখনও অর্ডার করেনি তারা তাদের পরবর্তী সাহিত্য আবেদন ফর্মে (S-AB-14) যেন তা করে।

◼ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত অন্য কেউ ১লা সেপ্টেম্বরের মধ্যে অথবা তারপর যত শীঘ্র সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। যখন তা করা হয়ে যাবে মণ্ডলীতে একটি ঘোষণার ব্যবস্থা করুন।

◼ সমাজচ্যুত অথবা সংসর্গত্যাগী ব্যক্তিরা যারা হয়ত পুনর্স্থাপিত হওয়ার প্রতি আগ্রহ দেখিয়েছে তাদের সম্পর্কে ফেব্রুয়ারি ১, ১৯৯২, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ১৭-১৯-এ দেওয়া নির্দেশাবলী অনুসরণ করতে প্রাচীনদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

◼ সকল প্রকাশকদের উৎসাহিত করা হচ্ছে তারা যেন তাদের আগস্ট মাসের ক্ষেত্র পরিচর্যার রিপোর্ট ৩১শে আগস্ট রবিবারের মধ্যে জমা দেন। মণ্ডলীর সচীবদের কাছে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন মণ্ডলীর রিপোর্ট (S-1) প্রস্তুত করেন এবং তা যেন ডাকের মাধ্যমে চূড়ান্ত সময়সীমা ৩রা সেপ্টেম্বর বুধবারের মধ্যে আমাদের কাছে পাঠিয়ে দেন, যাতে করে সময়মত বার্ষিক রিপোর্ট সংকলন করতে সেটি আমাদের সক্ষম করে।

◼ সাহিত্যের জন্য সোসাইটি প্রকাশকদের ব্যক্তিগত আবেদনগুলিকে পূর্ণ করে না। সাহিত্যের জন্য মণ্ডলীর মাসিক আবেদন সোসাইটির কাছে পাঠানোর পূর্বে পরিচালক অধ্যক্ষের প্রত্যেক মাসে একটি ঘোষণার জন্য ব্যবস্থা করা উচিত যাতে করে ব্যক্তিগত সাহিত্যাদি পাওয়ার জন্য আগ্রহী সকলে সাহিত্য দেখাশোনার কাজে নিযুক্ত ভাইকে সে বিষয়ে জানাতে পারে। অনুগ্রহ করে কোন্‌ প্রকাশনাগুলি বিশেষ আবেদনের বিষয় তা মনে রাখুন।

◼ সাহিত্য আবেদন করার সময়ে মণ্ডলীগুলির মনে রাখা উচিত যে সোসাইটির সি ডি-রোম কেবলমাত্র প্রকাশকদের ব্যবহারের জন্য, কারণ এটি নির্দিষ্ট কিছু তথ্য অন্তর্ভুক্ত করে যা সাধারণভাবে জনসাধারণের জন্য প্রদান করা হয় না।

◼ ১৯৯৭ সালের মে মাসের রাজ্যের পরিচর্যা-র “প্রশ্ন বাক্স” সুপারিশ করেছিল যে আমরা পরিচর্যায় বিপরীত লিঙ্গের প্রকাশকদের সাথে কাজ করা সম্বন্ধে সাবধান হব। আমাদের সকলের এই বিষয়ে উত্তম বিবেচনা ব্যবহার করার জন্য উত্তম কারণগুলি রয়েছে। তবে এর অর্থ এই নয় যে ভ্রমণ অধ্যক্ষেরা অথবা এমনকি অন্যান্য ভাইরা ক্ষেত্র পরিচর্যায় বোনেদের সাথে কাজ করতে পারবে না। বরং, এই চিন্তাধারা প্রকাশ করা হয়েছিল যে একজন ভাইয়ের জন্য নিয়মিতভাবে একাকী বিপরীত লিঙ্গের একই ব্যক্তির সাথে যার সাথে তার কোন সম্পর্ক নেই সময় ব্যয় করা বিজ্ঞের কাজ হবে না।

◼ আপনি জেনে আনন্দিত হবেন যে যখন ২২শে মে, এক শক্তিশালী ভূমিকম্প মধ্যপ্রদেশের জব্বলপুর শহরকে আন্দোলিত করেছিল, তখন সেখানকার মণ্ডলীর ১৯ জন প্রকাশকের কেউই আহত হয়নি। পরিচালক অধ্যক্ষের বাড়ির পাশের বিভাগের ফ্ল্যাটগুলি ধ্বংস হয়ে গিয়েছিল যখন তার বাড়ির দেওয়ালে একটি চিড় দেখা গিয়েছিল এবং তার সিড়ির ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু কেউই আঘাত পায়নি। বেশ কিছু ধর্মীয় অট্টালিকা ক্ষতিগ্রস্ত হয়েছিল যার অন্তর্ভুক্ত ছিল একটি বড় গির্জা যেটি ফলত মাঝখান থেকে টুকরো হয়ে গিয়েছিল কিন্তু সাক্ষীদের সভার স্থানটি আঘাতপ্রাপ্ত হয়নি। এই বিষয়ে আপনাদের অনুসন্ধানের জন্য আমরা উপলব্ধি প্রকাশ করি যেহেতু সেগুলি আমাদের পৃথিবীব্যাপী ভ্রাতৃসমাজের সদস্যদের জন্য আপনাদের ভ্রাতৃপ্রেম এবং চিন্তাকে প্রতিফলিত করে যাদের সাথে হয়ত আপনার কখনও সাক্ষাৎ হয়নি।

◼ গোয়ার পানাজিতে জেলা সম্মেলনের তারিখ পরিবর্তন করে করা হয়েছে নভেম্বর ২১-২৩, ১৯৯৭.

◼ যেহেতু এই বছর কেরালায় তিনটি সম্মেলন অনুষ্ঠিত হবে, তাই প্রত্যেকটিতে নিযুক্ত সীমাগুলি নিম্নে দেখানো হল:

কাট্টাপানা (ডিসে. ১২-১৪): KE-5 সীমার সমস্ত মণ্ডলী এবং KE-7 সীমার মণ্ডলীগুলি যেগুলি হাই রেঞ্জে।

ইরনাকুলাম (ডিসে. ২৬-২৮): KE-3, KE-4, KE-6 এবং KE-8 সীমাগুলির সমস্ত মণ্ডলী এবং সেই সাথে KE-7 সীমার সেই মণ্ডলীগুলি যেগুলি হাই রেঞ্জে নয়।

খোজিখোড (জানু. ২-৪, ১৯৯৮): KE-1 এবং KE-2 সীমার সমস্ত মণ্ডলী।

◼ নতুন যে প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে:

আমার বাইবেলের গল্পের বই (ছোট)—তেলুগু

◼ যে প্রকাশনাগুলি মজুত নেই:

মানুষ কি এখানে ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে এসেছে?—ইংরাজি

প্রকৃত শান্তি এবং নিরাপত্তা​—⁠কোন্‌ উৎস থেকে?—তামিল

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার