ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/৯৮ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/৯৮ পৃষ্ঠা ৭

ঘোষণাবলী

◼ সাহিত্য অর্পণ জানুয়ারি: সোসাইটির দ্বারা তালিকাভুক্ত ১৯২-পৃষ্ঠার পুরনো বইগুলির যে কোনটি অর্ধেক অথবা বিশেষ মূল্যে অর্পণ করা যেতে পারে। (১৯৯৭ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় ৬ পৃষ্ঠা এবং ১৯৯৭ সালের ১৪ই এপ্রিলের সোসাইটির চিঠিটি দেখুন।) স্থানীয় ভাষায় যেখানে এইধরনের বইগুলি পাওয়া যাবে না, সেখানে জ্ঞান অথবা পারিবারিক সুখ (ইংরাজি) বইটি ২০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। ফেব্রুয়ারি: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা মূল্যে (বড় বই ৪৫·০০ টাকা) অথবা সোসাইটির দ্বারা তালিকাভুক্ত ১৯২-পৃষ্ঠার পুরনো বইগুলির যে কোনটি অর্ধেক অথবা বিশেষ মূল্যে অর্পণ করা যেতে পারে। স্থানীয় ভাষায় যেখানে এইধরনের বইগুলি পাওয়া যাবে না, সেখানে জ্ঞান অথবা পারিবারিক সুখ বইগুলির প্রতিটি ২০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি ২০·০০ টাকা মূল্যে। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার প্রতি মনোযোগী হোন। এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি।

◼ জানুয়ারি ৫ তারিখের সপ্তাহে পরিচর্যা সভায় উপস্থিত সমস্ত বাপ্তিস্মিত প্রকাশকেরা তাদের সাহিত্য বিভাগ থেকে চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ড এবং তাদের সন্তানদের জন্য আইডেন্টিটি কার্ড সংগ্রহ করতে পারেন।

◼ মণ্ডলীগুলির এই বছরে ১১ই এপ্রিল, শনিবার সূর্যাস্তের পরে স্মরণার্থক সভা উদ্‌যাপন করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। যদিও বক্তৃতা আগে আরম্ভ হতে পারে, স্মরণার্থক প্রতীকগুলির পরিবেশন সূর্যাস্তের পূর্বে আরম্ভ করা উচিত নয়। নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় উৎস থেকে জেনে নিন যে আপনার এলাকায় কখন সূর্যাস্ত হচ্ছে। যদিও এটি কাম্য যে প্রতিটি মণ্ডলী তার নিজস্ব স্মরণার্থক সভা উদ্‌যাপন করে কিন্তু তা হয়ত সবসময় করা সম্ভব নয়। যেখানে বেশ কয়েকটি মণ্ডলী সাধারণত একই কিংডম হল ব্যবহার করে, সেখানে সম্ভবত এক কিংবা একাধিক মণ্ডলী সেই সন্ধ্যাবেলার জন্য অন্য কোথাও স্মরণার্থক সভা উদ্‌যাপন করতে পারে। স্মরণার্থক সভা যেন খুব দেরিতে শুরু না হয় যাতে করে নতুন আগ্রহান্বিত ব্যক্তিদের যোগদান করতে অসুবিধা হয়। এছাড়াও তালিকা যেন খুব কম সময়ের জন্য না হয় যাতে করে উদ্‌যাপনের আগে অথবা পরে অতিথিদের স্বাগত জানানো, আগ্রহী ব্যক্তিদের জন্য আধ্যাত্মিক সাহায্য করার ব্যবস্থা কিংবা একে অপরের মধ্যে সাধারণ উৎসাহ বিনিময় করার সময় না থাকে। সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে বিবেচনা করার পর, যারা এই স্মরণার্থক সভায় যোগদান করছেন তাদের এই অনুষ্ঠান থেকে পূর্ণরূপে উপকার লাভ করতে কোন্‌ ব্যবস্থাগুলি সবচেয়ে উত্তমভাবে সাহায্য করবে তা প্রাচীনদের নির্ধারণ করা উচিত।

◼ ১৯৯৮ সালের স্মরণার্থক মরশুমে বিশেষ জনসাধারণের বক্তৃতাটি ২৯শে মার্চ রবিবার দেওয়া হবে। বক্তৃতার একটি পরিলেখ দেওয়া হবে। যে মণ্ডলীগুলিতে সীমা অধ্যক্ষের পরিদর্শন, সীমা অধিবেশন অথবা বিশেষ অধিবেশন দিন সেই সপ্তাহশেষের দিনগুলিতে থাকে সেই মণ্ডলীগুলিতে তাদের এই বিশেষ বক্তৃতাটি পরের সপ্তাহে দেওয়া হবে। কোন মণ্ডলীতে ২৯শে মার্চ, ১৯৯৮ সালের আগে এই বিশেষ বক্তৃতা দেওয়া হবে না।

◼ যে নতুন প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে:

বিষণ্ণদের জন্য সান্ত্বনা (T-20)—কোঙ্কানী (রোমীয় লিপি), পাঞ্জাবী

পারিবারিক জীবন উপভোগ করুন (T-21)—কোঙ্কানী (রোমীয় লিপি), পাঞ্জাবী

প্রকৃতপক্ষে কে জগৎ শাসন করে? (T-22)—কোঙ্কানী (রোমীয় লিপি), পাঞ্জাবী

◼ যে প্রকাশনাগুলি মজুত নেই:

এই জীবনই কি সব কিছু?—তেলুগু

“তোমার রাজ্য আইসুক”—ইংরাজি, কান্নাড়া, তামিল

বাইবেল​—⁠ঈশ্বরের অথবা মানুষের বাক্য?—ইংরাজি

একমাত্র সত্যময় ঈশ্বরের উপাসনায় একতাবদ্ধ—তামিল

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার