ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/৯৮ পৃষ্ঠা ১
  • আপনার কি “মাংসে একটা কন্টক” আছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার কি “মাংসে একটা কন্টক” আছে?
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘মাংসের কন্টকের’ সঙ্গে মোকাবিলা করা
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার ক্ষমতাকে মনুষ্য দুর্বলতা উচ্চীকৃত করে
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পৌলের “মাংসে একটা কণ্টক”
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৯
  • তারা তাদের মাংসের কন্টকগুলোর সঙ্গে মোকাবিলা করেছিলেন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/৯৮ পৃষ্ঠা ১

আপনার কি “মাংসে একটা কন্টক” আছে?

১ আমাদের ক্ষমতা অনুযায়ী সর্বোত্তমভাবে সুসমাচার প্রচার করা সম্বন্ধীয় আমাদের কর্মভারটি পরিপূর্ণ করার জন্য আমরা আন্তরিকভাবে আকাঙ্ক্ষী। কিন্তু, আমাদের প্রিয় ভাই ও বোনেদের অনেকের পক্ষেই, পূর্ণভাবে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে কারণ গুরুতর শারীরিক অসুস্থতা অথবা অক্ষমতা বাধা হয়ে দাঁড়ায় এবং তারা যতখানি করতে চান তাদের পক্ষে তা করাকে কঠিন করে তোলে। তাদের জন্য, নিরুৎসাহিত হয়ে পড়ার অনুভূতির সাথে মোকাবিলা করা হয়ত প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন তারা দেখেন যে তাদের চারপাশে অন্যান্যেরা পরিচর্যায় খুবই সক্রিয়।​—⁠১ করি. ৯:⁠১৬.

২ অনুকরণযোগ্য একটি উদাহরণ: প্রেরিত পৌলকে “মাংসে একটা কন্টক” এর সাথে লড়াই করতে হয়েছিল। এই মর্মপীড়াদায়ক প্রতিবন্ধক, যেটিকে তিনি “শয়তানের এক দূত” হিসাবে বর্ণনা করেছিলেন যা তাকে মুষ্ট্যাঘাত করে চলেছিল, সরিয়ে দেওয়ার জন্য তিনবার তিনি যিহোবার কাছে সনির্বন্ধ নিবেদন করেছিলেন। কিন্তু তৎসত্ত্বেও, পৌল ধৈর্য ধরেছিলেন এবং তার পরিচর্যাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি নিজেকে দুঃখী মনে করেননি অথবা একজন দীর্ঘস্থায়ী অভিযোগকারী হননি। তিনি তার সর্বোত্তমটুকু দিয়েছিলেন। মোকাবিলা করার ক্ষেত্রে তার সফলতার চাবিটি ছিল ঈশ্বরের কাছ থেকে পাওয়া এই আশ্বাস: “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট; কেননা আমার শক্তি দুর্ব্বলতায় সিদ্ধি পায়।” পৌলের দুর্বলতা তার জন্য শক্তিস্বরূপ হয়েছিল যখন তিনি ধৈর্য ধরার জন্য তার পরিস্থিতিকে স্বীকার করে নিতে এবং যিহোবা ও পবিত্র আত্মার উপর নির্ভর করতে শিখেছিলেন।​—⁠২ করি. ১২:​৭-১০.

৩ কিভাবে আপনি ধৈর্য ধরতে পারেন: মনুষ্য অক্ষমতা কি ঈশ্বরের সেবা করার ক্ষেত্রে আপনার উপর সীমাবদ্ধতা আরোপ করে? যদি তাই হয়, পৌলের দৃষ্টিভঙ্গি অনুকরণ করুন। এমনকি এই বিধিব্যবস্থায় আপনার অসুস্থতা অথবা অক্ষমতার স্থায়ী সমাধান যদি নাও হয়, আপনি যিহোবার উপর আপনার পূর্ণ আস্থা স্থাপন করতে পারেন, যিনি আপনার প্রয়োজনগুলির বিষয় বোঝেন এবং তিনি “পরাক্রমের উৎকর্ষ” প্রদান করবেন। (২ করি. ৪:⁠৭) নিজেকে বিচ্ছিন্ন না করে, মণ্ডলীতে আপনার জন্য প্রাপ্ত সাহায্যের সুযোগ নিন। (হিতো. ১৮:⁠১) ঘরে ঘরে কাজে অংশ নেওয়া যদি আপনি কঠিন মনে করেন, তাহলে রীতিবহির্ভূত অথবা টেলিফোনে সাক্ষ্যদান করার জন্য ব্যবহারিক উপায়গুলি খুঁজে নিন।

৪ যদিও মাংসের একটি কন্টক পরিচর্যায় আপনি যা করতে সমর্থ তাকে সীমিত করে দিতে পারে, কিন্তু আপনি পরিত্যক্ত এইরূপ মনে করার কোন প্রয়োজন নেই। পৌলের মত, আপনিও আপনার শক্তি ও পরিস্থিতি যতখানি অনুমোদন করে সেটি করার দ্বারা “ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য” দিতে পারেন। (প্রেরিত ২০:২৪) আপনার পরিচর্যা সম্পন্ন করতে যতই আপনি প্রচেষ্টা করে যাবেন, জানবেন যে যিহোবা খুবই খুশি হবেন।​—⁠ইব্রীয় ৬:⁠১০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার