প্রশ্ন বাক্স
◼ যখন কোন গৃহকর্তা দৃঢ়ভাবে জানান যে যিহোবার সাক্ষীরা যেন তার ঘরে আর কখনও সাক্ষাৎ না করেন তখন কিভাবে বিষয়টি মোকাবিলা করা উচিত?
আমরা যদি কোন ঘরে অথবা দরজায় এমন একটি সংকেতচিহ্ন দেখি যেটি কঠোরভাবে ধর্মীয় সাক্ষাৎকে নিষেধ করে, তাহলে গৃহকর্তার ইচ্ছাকে সম্মান জানানো এবং কড়ানাড়া এড়িয়ে চলা হয়ত উত্তম হবে, বিশেষ করে সংকেতচিহ্নটি যদি নির্দিষ্টভাবে যিহোবার সাক্ষীদের বিষয় উল্লেখ করে।
কখনও কখনও আমরা এমন একটি সংকেতচিহ্নের মুখোমুখি হই যেটি বাড়ি বাড়ি আসা বিক্রেতা অথবা চাঁদা আদায়কারীদের নিষিদ্ধ করে। যেহেতু আমরা পরহিতপরায়ণ ধর্মীয় কাজ করছি, তাই প্রকৃতপক্ষে এটি আমাদের প্রতি প্রযোজ্য নয়। সুতরাং এইধরনের দরজাগুলির ক্ষেত্রে ইতস্তত না করা ও কড়ানাড়া উপযুক্ত হবে। যদি গৃহকর্তা আপত্তি জানান, তাহলে আমরা কৌশলে ব্যাখ্যা করতে পারি যে কেন আমরা মনে করি যে এইধরনের সংকেতচিহ্নগুলি আমাদের প্রতি প্রযোজ্য নয়। এরপর গৃহকর্তা যদি স্পষ্ট করে দেন যে এই নিষেধ যিহোবার সাক্ষীদের অন্তর্ভুক্ত করে, তাহলে আমরা তার ইচ্ছাকে সম্মান জানাব।
এলাকায় কাজ করার সময়, কোন গৃহকর্তাকে হয়ত রাগান্বিত দেখাতে পারে এবং তিনি হয়ত দৃঢ়ভাবে জানাতে পারেন যে আমরা যেন পুনরায় সাক্ষাৎ না করি। বিষয়টি সম্বন্ধে যুক্তি করাকে তিনি যদি প্রত্যাখ্যান করেন, তাহলে আমাদের সেই অনুরোধ মেনে নেওয়া উচিত। এলাকার মানচিত্র কার্ডের উল্টো দিকে পেনসিল দিয়ে তারিখসহ কিছু মন্তব্য লিখে রাখা উচিত যাতে করে ভবিষ্যতে এলাকাটিতে কাজ করার সময় প্রকাশকেরা সেই ঠিকানাটিতে সাক্ষাৎ করা এড়িয়ে যেতে পারেন।
এইধরনের ঘরগুলি সব সময়ের জন্য এড়িয়ে যাওয়া উচিত নয়। বর্তমান অধিবাসীরা হয়ত অন্যত্র চলে যেতে পারেন। আমরা হয়ত পরিবারের অন্য কোন সদস্যের সাথে যোগাযোগ করতে পারি যারা অনুকূলভাবে সাড়া দেবেন। আবার এই সম্ভাবনাও থাকতে পারে যে, যে গৃহকর্তার সাথে আমরা কথা বলেছিলাম তার হৃদয় পরিবর্তিত হয়েছে এবং আমাদের সাথে সাক্ষাতের জন্য সম্মত হয়েছেন। সুতরাং কিছুদিন পর, তাদের সাম্প্রতিক মনোভাবকে জানার জন্য সেই অধিবাসীদের সম্বন্ধে এক কৌশলপূর্ণ অনুসন্ধান করা উচিত।
বছরে একবার এলাকা সম্বন্ধীয় ফাইলটি পুনরালোচনা এবং কোন্ ঘরগুলিতে আমাদের সাক্ষাৎ না করতে বলা হয়েছে তার একটি তালিকা করা উচিত। পরিচর্যা অধ্যক্ষের নির্দেশাধীনে, কিছু কৌশলী, অভিজ্ঞ প্রকাশকদের এই ঘরগুলিতে সাক্ষাৎ করার জন্য নিযুক্ত করা যেতে পারে। এটি ব্যাখ্যা করা যেতে পারে যে সেই একই গৃহকর্তা এখনও বাস করেন কি না তা জানার জন্য আমরা সাক্ষাৎ করছি। প্রকাশকের যুক্তি (ইংরাজি) বইয়ের পৃষ্ঠা ১৫-২৪-এ “আপনি কিভাবে সম্ভাব্য কথোপকথন রোধকারী ব্যক্তিদের প্রতি সাড়া দিতে পারেন” শিরোনামযুক্ত বিষয়বস্তুর সাথে পরিচিত থাকা উচিত। যদি সংগত সাড়া পাওয়া যায়, তাহলে স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ সাক্ষাৎ করা যেতে পারে। গৃহকর্তা যদি বিরোধিতা করেই চলেন, তাহলে পরবর্তী বছর পর্যন্ত আর কোন সাক্ষাৎ করা উচিত হবে না। নির্দিষ্ট কোন ক্ষেত্রে পরিস্থিতিটি যদি ভিন্নভাবে মোকাবিলা করার জন্য উপযুক্ত হয়, তাহলে স্থানীয় প্রাচীন গোষ্ঠী তা স্থির করতে পারেন।