সর্বদা উপস্থিত থাকা কতই না ভাল!
১ পূর্ব ইউরোপে দশকের পর দশক ধরে, আমাদের অনেক প্রিয় ভাইদের প্রকাশ্যে সভাস্থ হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তাদের সেই আনন্দের কথা কল্পনা করুন যখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দরুন তারা আবার স্বাধীনভাবে একত্রে মিলিত হতে পেরেছিলেন!
২ এইরকম একটি মণ্ডলী পরিদর্শন করার পর একজন সীমা অধ্যক্ষ তার বিবৃতিতে লিখেছিলেন: “মঙ্গলবার সন্ধ্যায়, আমার পরিদর্শনের ঠিক প্রথম দিনে উত্তাপক ব্যবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বাইরে, তাপমাত্রা বরফ জমার মত ঠাণ্ডা ছিল আর ভিতরে তা ছিল মাত্র পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। ভাইরা তাদের কোর্ট, মাফ্লার, দস্তানা, টুপি এবং জুতো পরে বসে ছিলেন। কেউ শাস্ত্রপদগুলি খুলে দেখতে পারেননি, কারণ পৃষ্ঠা উল্টানো অসম্ভব ছিল। আমি সুট পরে মঞ্চে দাঁড়িয়েছিলাম, তবুও ঠাণ্ডায় যেন জমে কঠিন হয়ে যাচ্ছিলাম এবং প্রত্যেক বার কথা বলার সময়ে, আমি আমার মুখ থেকে ধোঁয়া বের হয়ে আসতে দেখছিলাম। কিন্তু যা আমাকে মুগ্ধ করেছিল তা হল যে আমি একেবারেই কোন অভিযোগ শুনিনি। সমস্ত ভাইরা জানিয়েছিলেন যে উপস্থিত থাকা কতই না মনোরম ও ভাল ছিল!” সেই ভাইরা সভায় অনুপস্থিত থাকার কথা এমনকি ভাবতেও পারেননি!
৩ আমরাও কি একইরকম বোধ করি? আমরা কি আমাদের সাপ্তাহিক সভাগুলিতে স্বচ্ছন্দে মিলিত হওয়ার সুযোগকে উপলব্ধি করি? অথবা যখন পরিস্থিতি অনুকূল তখনও আমরা সভাগুলির প্রতি উপলব্ধিবোধের অভাব দেখাই? নিয়মিতভাবে সভাগুলিতে উপস্থিত হওয়া হয়ত সহজ নয় আর কখনও কখনও উপস্থিত না থাকার বৈধ কারণ হয়ত আমাদের থাকতে পারে। কিন্তু, কখনও ভুলে যাবেন না যে আমাদের মাঝে এমন ব্যক্তিরা আছেন যারা বর্ধিত বয়স, কঠিন স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা, শারীরিক অক্ষমতা, শ্রমসাধ্য কার্য তালিকা এবং অন্যান্য গুরুতর দায়িত্বাদি থাকা সত্ত্বেও সভাগুলির গুরুত্ব বোঝেন এবং প্রায় সর্বদাই উপস্থিত থাকেন। আমাদের জন্য অনুকরণ করার মত কতই না উত্তম উদাহরণ!—লূক ২:৩৭ পদ তুলনা করুন।
৪ তাই আসুন আমরা ক্ষুদ্র বুকস্টাডি থেকে বৃহৎ সম্মেলন পর্যন্ত আমাদের সমস্ত সভাগুলিতে উপস্থিত থাকার দ্বারা সত্য উপাসনাকে সমর্থন করাকে আমাদের অভ্যাসে পরিণত করি। এই সমাবেশগুলিতে উপস্থিত হওয়াকে কেন আমাদের এত গুরুতরভাবে নেওয়া উচিত? কারণ এটি হল এক ঐশিক আদেশ যে আমরা যেন একত্রে সমবেত হই। কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ কারণগুলিও আছে। আমাদের সকলের ঐশিক নির্দেশনার উপকারগুলি এবং পবিত্র আত্মার সাহায্যের প্রয়োজন, যা আমরা সভাগুলির মাধ্যমে পেয়ে থাকি। (মথি ১৮:২০) আমাদের ভাইদের সাথে মেলামেশা করার সময় পারস্পরিক উৎসাহ বিনিময়ের দ্বারা আমরা গড়ে উঠি।—ইব্রীয় ১০:২৪, ২৫.
৫ রূপান্তরের সময়, পিতর বলেছিলেন, “নাথ, এখানে আমাদের থাকা ভাল।” (লূক ৯:৩৩) আমাদের সমস্ত খ্রীষ্টীয় সভাগুলি সম্বন্ধে আমাদের একইরকম বোধ করা উচিত। বাস্তবিকই, সর্বদা উপস্থিত থাকা কতই না ভাল!