একটি প্রস্তাব
আমাদের মাসিক অর্পণের জন্য নির্ধারিত জ্ঞান বইটি এই সেপ্টেম্বর মাসে আমরা সপ্তম বার অর্পণ করতে চলেছি। এই কার্যকারী বাইবেল অধ্যয়ন সহায়কটির প্রতি অন্যদের মনোযোগ আকর্ষণ করানোর জন্য প্রকৃতই উত্তম কারণ আমাদের রয়েছে কিন্তু সেইসঙ্গে অনুগ্রহ করে এটিও মনে রাখুন যে জ্ঞান বইটি সংক্ষেপে উল্লেখ করে এমন অনেক বিষয় সোসাইটির অন্যান্য প্রকাশনাগুলিতে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। তাই আপনার মণ্ডলীতে মজুত আছে এইরকম সমস্ত প্রকাশনাগুলির সঙ্গে পরিচিত হয়ে এবং আপনার বাইবেল ছাত্র ও অন্যান্যেরা যারা নির্দিষ্ট কোন বিষয়ে আগ্রহ দেখান তাদেরকে সেগুলি পড়তে সুপারিশ করার জন্য তৎপর থেকে আপনি আপনার পরিচর্যার গুণগত মানের উন্নতি ঘটাতে পারেন।