সারা পৃথিবীতে খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক সভা পালন করা
১ যিহোবা আমাদের অনেক অনেক দান দিয়েছেন। তাঁর সমস্ত মঙ্গলভাব আর অফুরন্ত প্রেম ও দয়াকে ‘ঈশ্বরের বর্ণনাতীত দান’ বলে উল্লেখ করা হয়। হ্যাঁ, ‘ঈশ্বরের অনুগ্রহ’ এতোই অপূর্ব যে আমরা তা ভাষায় প্রকাশ করতে পারি না।—২ করি. ৯:১৪, ১৫.
২ তাঁর সবচেয়ে বড় দান: সবচেয়ে বড় যে দান তিনি আমাদের দিয়েছেন তা হল যীশু খ্রীষ্ট যিনি মানবজাতির মুক্তির জন্য নিজেকে বলি দিয়েছিলেন। তাঁর প্রিয় ও একজাত পুত্রকে মানবজাতির জন্য দিয়ে যিহোবা মহান প্রেম দেখিয়েছেন। (যোহন ৩:১৬) ঈশ্বরের কাছ থেকে এইরকম এক আশীর্বাদ পাওয়ায় সারা পৃথিবীতে আমাদের এটাকে পালন করা উচিত। কিন্তু কবে আর কিভাবে? ১৯৯৯ সালের ১লা এপ্রিল বৃহস্পতিবারের সন্ধ্যায় সারা পৃথিবী জুড়ে খ্রীষ্টানেরা এই সবচেয়ে বড় বলিদানকে স্মরণ করার জন্য প্রভুর সান্ধ্যভোজ পালন করবেন।—১ করি. ১১:২০, ২৩-২৬.
৩ এমনকি আমরা “যখন পাপী ছিলাম,” খ্রীষ্ট আমাদের জন্য মরেছিলেন। আর তাই আমরা তাঁর মৃত্যুর স্মরণার্থক সভায় এসে ও এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের সঙ্গে সেখানে থাকার জন্য অন্যদের আমন্ত্রণ জানিয়ে আমাদের কৃতজ্ঞতা জানাতে পারি।—রোমীয় ৫:৮.
৪ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা: খ্রীষ্টের মৃত্যুকে স্মরণ করা সবচেয়ে প্রথমে এই কথা মনে করিয়ে দেয় যে তিনি বিশ্বস্তভাবে ঈশ্বরের সার্বভৌমত্বকে সমর্থন করেছিলেন। এছাড়া এটা আমাদের এও মনে করিয়ে দেয় যে যীশুর বলিদানে বিশ্বাস করে আমরা যিহোবার সামনে শুদ্ধ মান নিয়ে দাঁড়াতে পারি আর এইভাবে নিশ্চিত হতে পারি যে আমরা অবশ্যই পরিত্রাণ পাব। (প্রেরিত ৪:১২) সত্যিই, এটা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা!
৫ প্রতিবেশীদের জন্য আমাদের প্রেম তখনই প্রকাশ পায় যখন আমরা তাদেরকে আমাদের সঙ্গে প্রভুর সান্ধ্যভোজ পালন করার জন্য আমন্ত্রণ করি। এখনও লক্ষ লক্ষ লোক মুক্তির মূল্য থেকে উপকার পাবেন যারা এর শ্রেষ্ঠতা বুঝতে পারবেন। (ফিলি. ৩:৮) যারা খ্রীষ্টের বলিদানে বিশ্বাস করেন তারা অনন্ত জীবন পাবেন বলে দৃঢ় আশা রাখতে পারেন।—যোহন ১৭:৩.
৬ স্মরণার্থক মরশুম আমাদের জন্য ঈশ্বরের সেই সবচেয়ে মহৎ দয়ার প্রতি কৃতজ্ঞতা দেখানোর বিশেষ সুযোগ নিয়ে আসে। ঈশ্বরের রাজ্যের সুসমাচার উদ্যোগের সঙ্গে প্রচার করার জন্য এটাই সবচাইতে ভাল সময়। যারা প্রার্থনাপূর্বক যিহোবার দেওয়া এই বর্ণনাতীত বিনামূল্যের দানের বিষয় চিন্তা করেন এবং এই বছরের প্রভুর সান্ধ্যভোজে আসার জন্য তৈরি হন তাদের জন্য অনেক পুরস্কার অপেক্ষা করছে!