ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/৯৯ পৃষ্ঠা ৭
  • আপনি কি অন্য জায়গায় যাচ্ছেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি অন্য জায়গায় যাচ্ছেন?
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নতুন মণ্ডলীতে সেবা করার প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে ওঠা
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • মণ্ডলী গেঁথে উঠুক
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মণ্ডলী যিহোবার প্রশংসা করুক
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কীভাবে আপনি আপনার নতুন মণ্ডলীতে মানিয়ে নিতে পারেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/৯৯ পৃষ্ঠা ৭

আপনি কি অন্য জায়গায় যাচ্ছেন?

যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার ও অন্যদের অনেক কিছুই করার আছে। নিচে দেওয়া মূল পদক্ষেপগুলো মেনে চললে আপনি খুব তাড়াতাড়িই আপনার নতুন মণ্ডলীতে নিজেকে মানিয়ে নিতে পারবেন।

(১) যেই মাত্র আপনি জানতে পারবেন যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার স্থানীয় মণ্ডলীর সচীব আপনাকে নতুন মণ্ডলীর কিংডম হলের ঠিকানা দিয়ে দিতে পারবেন। নতুন জায়গায় পৌঁছিয়ে সঙ্গে সঙ্গে কিংডম হল খুঁজে বের করুন ও কোন্‌ কোন্‌ দিন সেখানে সভাগুলো হয় সে বিষয়ে খোঁজখবর নিন। যদি একের বেশি মণ্ডলী একটা কিংডম হল ব্যবহার করে, তাহলে প্রাচীনদের জিজ্ঞাসা করুন যে কোন্‌ মণ্ডলীর এলাকায় আপনি আছেন। মণ্ডলীর সভাগুলোতে যেতে এবং স্থানীয় প্রাচীনদের সঙ্গে পরিচিত হতে দেরি করবেন না।

(২) আপনার আগেকার ও আপনার নতুন এই দুই মণ্ডলীর সচীবেরা আপনার ও আপনার পরিবারের অন্য সদস্যদের প্রকাশক কার্ড পাঠানোর ব্যাপারে একে অন্যের সঙ্গে সহযোগিতা করবেন। আপনার নতুন মণ্ডলীর প্রাচীনদের কাছে আপনার পরিচয় দিয়ে একটা চিঠিও পাঠানো হবে। (১৯৯১ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্নবাক্স দেখুন।) মণ্ডলীর পরিচর্যা কমিটি বুকস্টাডি পরিচালককে আপনার আসার কথা জানাবেন যাতে করে তিনি আপনার সঙ্গে দেখা করে আপনাকে আপনার নতুন বুকস্টাডি গ্রুপ সম্বন্ধে জানান।—রোমীয় ১৫:৭.

(৩) আপনার নতুন মণ্ডলীর সমস্ত ভাইবোনেরাই আপনার সঙ্গে পরিচিত হতে ও আপনাকে স্বাগত জানাতে আনন্দিত হবেন। (৩ যোহন ৮ পদের সঙ্গে তুলনা করুন।) আর তার জন্য অবশ্যই আপনাকে সভাগুলোতে ঠিক মতো আসতে হবে যাতে করে আপনি ভাইবোনদের সঙ্গে মেলামেশা করে উৎসাহিত হন ও গড়ে ওঠেন।

(৪) নতুন মণ্ডলীর সঙ্গে প্রচারে বের হওয়ার জন্য আপনার নতুন জায়গায় আসার সঙ্গে যুক্ত কাজগুলো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ঠিক নয়। আপনি যখন রাজ্যের কাজকে প্রথমে স্থান দিচ্ছেন, তখন আপনার অন্যান্য জিনিসগুলোর দেখাশোনা করা হবে ঠিকই আর আপনি আপনার নতুন মণ্ডলীতে ভালভাবেই নিজেকে মানিয়ে নেবেন। (মথি ৬:৩৩) যখন আপনি আপনার নতুন ঘরে কিছুটা অভ্যস্থ হয়ে উঠবেন, তখন আপনি মণ্ডলীর ভাইবোনদেরকে আপনার ঘরে ডেকে তাদের সঙ্গে আরও ভাল করে পরিচয় করতে পারেন।—রোমীয় ১২:১৩খ।

এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া একটা বিরাট কাজ। কিন্তু যখন প্রত্যেকেই তাদের করণীয় কাজটুকু করেন, তখন আধ্যাত্মিক বিষয়ে কোনরকম ঘাটতি হয় না। আর সকলেই উপলব্ধি করবেন যে আমাদের খ্রীষ্টীয় ভাইবোনেরা একে অন্যকে কতই না প্রেম করেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার