ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
সেপ্টেম্বর ৬ থেকে ডিসেম্বর ২০, ১৯৯৯ সপ্তাহগুলোর মধ্যে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যে বিষয় আলোচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটা আলাদা কাগজে লিখুন।
[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধু বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের পরে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত অনুসন্ধান করার জন্য। প্রহরীদুর্গ এর প্রতি নির্দেশগুলোর প্রত্যেকটাতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]
নিম্নলিখিত উক্তিগুলো সঠিক বা ভুল উত্তর দিন:
১. যিহোবা মানুষকে স্বাধীনভাবে শাসন করার সুযোগ দিয়েছেন যাতে করে তিনি প্রমাণ করতে পারেন যে তাঁর শাসনই সবসময়ের জন্য সঠিক ও ন্যায্য। (দ্বি:বি: ৩২:৪; ইয়োব ৩৪:১০-১২; যির. ১০:২৩) [wBE৯৭ ২/১৫ পৃ. ৫ অনু. ৩]
২. বাইবেল ইঙ্গিত করে যে ঈশ্বর সবরকমের অভিযোগকেই নিন্দা করেন। [wBE৯৭ ১২/১ পৃ. ৩০ অনু. ৩-৪]
৩. বাবামায়েরা মস্তকব্যবস্থা ও পারিবারিক সুব্যবস্থা সম্বন্ধে ঈশ্বরের নীতিগুলোকে মাথায় রেখে তাদের বিবাহিত ছেলেমেয়েদের সঙ্গে ঠিক ব্যবহার করেন। (আদি. ২:২৪; ১ করি. ১১:৩; ১৪:৩৩, ৪০) [fy পৃ. ১৬৪ অনু. ৬]
৪. মার্ক ৬:৩১-৩৪ পদ দেখায় যে যীশু কেবল লোকেদের অসুস্থতা ও দারিদ্র অবস্থা দেখেই তাদের প্রতি করুণাবিষ্ট হয়েছিলেন। [w৯৭ ১২/১৫ পৃ. ২৯ অনু. ১]
৫. অপর মেষ শ্রেণীর একজন খ্রীষ্টান যদি যীশুর মৃত্যুর স্মরণার্থক সভায় উপস্থিত থাকতে না পারেন, তাহলে তিনি গণনাপুস্তক ৯:১০, ১১ পদে দেওয়া নীতির সঙ্গে মিল রেখে এক মাস পরে তা উদ্যাপন করতে পারেন। (যোহন ১০:১৬) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৩ ৫/১ পৃ. ৩২ অনু. ৯ দেখুন।]
৬. যদিও খ্রীষ্টীয় ঠাকুরমাঠাকুরদা বাবামার হয়ে ছেলেমেয়েদের হৃদয়ে বাইবেলের সত্যকে গেঁথে দেওয়ার দায়িত্ব নেন না কিন্তু তবুও ঠাকুরমাঠাকুরদা ছেলেমেয়েদের আধ্যাত্মিক দিক দিয়ে বেড়ে উঠতে বিশেষভাবে সাহায্য করতে পারেন। (দ্বি:বি: ৬:৭; ২ তীম. ১:৫; ৩:১৪, ১৫) [fy পৃ. ১৬৮ অনু. ১৫]
৭. হিতোপদেশ ৬:৩০ পদ দেখায় যে পরিস্থিতি বিশেষে চুরি করাকে মাপ করা যেতে পারে অথবা অন্যায় নয় বলে মনে করা যেতে পারে। [g৯৭ ১১/৮ পৃ. ১৯ অনু. ২]
৮. ১৫৩০ সালে উইলিয়াম টিনডেলই ইব্রীয় শাস্ত্রের এক ইংরেজি অনুবাদে প্রথম ঈশ্বরের নাম যিহোবা ব্যবহার করেছিলেন। [wBE৯৭ ৯/১৫ পৃ. ২৮ অনু. ৩]
৯. রক্তের পবিত্রতা সম্পর্কিত তাঁর আদেশ অমান্য করার ফলে আসা মৃত্যু থেকে রক্ষা করার জন্য ঈশ্বরের যে ব্যবস্থা সেটাই হল আজকের দিনের রূপক আশ্রয় নগর। (গণনা. ৩৫:১১) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ১১/১৫ পৃ. ১৭ অনু. ৮ দেখুন।]
১০. “ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে,” দুষ্ট ফরীশীদেরকে বলা যীশুর এই কথাগুলো বুঝিয়েছিল যে সেই রাজ্য ওই দুর্নীতিগ্রস্ত লোকেদের দুষ্ট হৃদয়ের মধ্যে ছিল। (লূক ১৭:২১) [kl পৃ. ৯১ অনু. ৬]
নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
১১. পঞ্চাশত্তমীর উৎসব চলাকালে মহাযাজক যে দুটো তাড়ীযুক্ত রুটি উৎসর্গ করেছিলেন তা কী চিত্রিত করে? (লেবীয়. ২৩:১৫-১৭) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৮ ৩/১ পৃ. ১৩ অনু. ২১ দেখুন।]
১২. খ্রীষ্টীয় যোবেল মহোৎসব কখন শুরু হয়েছিল আর সেই সময়ে এই মহোৎসব কী ধরনের মুক্তি দিয়েছিল? (লেবীয়. ২৫:১০) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ৫/১৫ পৃ. ২৪ অনু. ১৪ দেখুন।]
১৩. দুষ্টতা ও কষ্টভোগ সম্পর্কে যিহোবার অনুমতিদান কোন্ তিনটে বিষয়কে প্রমাণ করেছে? [kl পৃ. ৭৭, ৭৮ অনু. ১৮-২০]
১৪. মোশি ঈর্ষা করেননি তা দেখিয়ে কীভাবে তিনি এক সুন্দর উদাহরণ রাখেন? (গণনা. ১১:২৯) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ৯/১৫ পৃ. ১৮ অনু. ১১ দেখুন।]
১৫. কোরহ, দাথন ও অবীরামের ঘটনা কীভাবে দেখায় যে প্রত্যক্ষদর্শী হওয়াই সবসময়ে বিশ্বাস করতে পরিচালিত করে না? [wBE৯৭ ৩/১৫ পৃ. ৪ অনু. ২]
১৬. বয়স্ক বাবামাকে সম্মান করার বিষয়ে মথি ১৫:৩-৬ এবং ১ তীমথিয় ৫:৪ পদে কোন্ দুটো বিষয়ের কথা বলা হয়েছে? [fy পৃ. ১৭৩-৫ অনু. ২-৫]
১৭. গণনাপুস্তক ২৬:৬৪, ৬৫ পদে কোন্ গুরুত্বপূর্ণ শিক্ষার কথা বলা হয়েছে? [সাপ্তাহিক বাইবেল পাঠ; g৯৫ ৮/৮ পৃ. ১০-১১ অনু. ৫-৮ দেখুন।]
১৮. যিহোবার কাছে উৎসর্গীকরণের মানে কী, পীনহসের উদাহরণ কীভাবে আমাদের তা বুঝতে সাহায্য করে? (গণনা. ২৫:১১) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ৩/১ পৃ. ১৬ অনু. ১২-১৩ দেখুন।]
১৯. কীভাবে একজন রূপক আশ্রয় নগরের ‘সীমার বহির্ভূত হয়?’ (গণনা. ৩৫:২৬) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৫ ১১/১৫ পৃ. ২০ অনু. ২০ দেখুন।]
২০. কীভাবে কোডেক্স সিনাইটিকাস অনুবাদের ক্ষেত্রে এক আশীর্বাদস্বরূপ ছিল? [wBE৯৭ ১০/১৫ পৃ. ১১ অনু. ২]
প্রয়োজনীয় শব্দ(গুলো) বা শব্দসমষ্টির দ্বারা নিম্নোক্ত বাক্যগুলো সম্পূর্ণ করুন:
২১. যিহোবা মন্দকে থাকতে দিয়েছেন নির্দিষ্ট এবং চূড়ান্তভাবে এই মৌলিক সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যে একমাত্র তিনিই হলেন ____________________ আর তাই তাঁর সমস্ত সৃষ্টির অবিরত শান্তি ও সুখের জন্য তাঁর নিয়মগুলোর প্রতি ____________________ অপরিহার্য। (গীত. ১:১-৩; হিতো. ৩:৫, ৬; উপ. ৮:৯) [wBE৯৭ ২/১৫ পৃ. ৫ অনু. ৪]
২২. ____________________ আমাদের আরও শেখায় যে যিহোবা ____________________ এক ঈশ্বর। [kl পৃ. ৬৬ অনু. ১৪]
২৩. গীতসংহিতা ১৪৪:১৫খ পদের সঙ্গে মিল রেখে প্রকৃত সুখ হল হৃদয়ের এক অবস্থা, যা অকৃত্রিম ____________________ এবং যিহোবা ঈশ্বরের সঙ্গে এক উত্তম ____________________ ওপর প্রতিষ্ঠিত। [wBE৯৭ ৩/১৫ পৃ. ২৩ অনু. ৭]
২৪. ইব্রীয় ভাষা থেকে সাধারণ গ্রিক ভাষায় বাইবেলের যে অনুবাদ সা.কা. ১৫০ সালে শেষ হয়েছিল, তা ____________________ নামে পরিচিত হয়েছিল; আর ল্যাটিন ভাষায় যেরম যে বাইবেল অনুবাদ করেছিলেন তা ____________________ নামে পরিচিত ছিল, যেটা সা.কা. ৪০০ সালে শেষ হয়েছিল। [wBE৯৭ ৮/১৫ পৃ. ৯ অনু. ১ পৃ. ১০ অনু. ৪]
২৫. সকল মৃতেরা যারা ঈশ্বরের স্মৃতিতে রয়েছে তাদের ____________________ অর্থাৎ ____________________ থেকে মুক্তির প্রত্যাশা রয়েছে। [kl পৃ. ৮৮ অনু. ১৮]
নিম্নলিখিত উক্তিগুলো থেকে সঠিক উত্তর বেছে নিন:
২৬. বছরে একবার (কুটির উৎসবে; প্রায়শ্চিত্তের দিনে; নিস্তারপর্বের দিনে) যারা যিহোবার উপাসনা করতেন এমন বিদেশীসহ সমগ্র ইস্রায়েল জাতিকে (সমস্ত কাজ থেকে বিরত থাকতে হতো; দশমাংশ প্রদান করতে হতো; শস্যের অগ্রিমাংশ উৎসর্গ করতে হতো) এবং উপবাস করতে হতো। (লেবীয়. ১৬:২৯-৩১) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৬ ৭/১ পৃ. ১০ অনু. ১২ দেখুন।]
২৭. নতুন জগৎ অনুবাদ কমিটির একটা লক্ষ্য ছিল যে অনুবাদকে (যতখানি সম্ভব আক্ষরিক করা; মূল ভাষার শব্দান্তরিত করা; নির্দিষ্ট কোন একটা মতবাদ অনুযায়ী অনুবাদ করা) যাতে করে পাঠকেরা উৎস-ভাষার সৌরভ ও তার সঙ্গে যুক্ত চিন্তাধারার ধারাবাহিকতার ঘনিষ্ঠ স্বাদ নিতে পারেন। [wBE৯৭ ১০/১৫ পৃ. ১১ অনু. ৫]
২৮. ইব্রীয় ১৩:১৯ পদ অনুসারে, সহবিশ্বাসীদের একাগ্র প্রার্থনা (ঈশ্বর যা অনুমোদন করেন; ঈশ্বর কখন কাজ করবেন; ঈশ্বর কীভাবে পরিস্থিতি পরিবর্তন করবেন) তাতে এক পার্থক্য নিয়ে আসতে পারে। [wBE৯৭ ৪/১৫ পৃ. ৬ অনু. ১]
২৯. ইস্রায়েলীয়দের “কোণস্থ থোপে নীল সূত্র বদ্ধ” করা প্রয়োজন ছিল কারণ এটা (পবিত্র সজ্জা; শালীনতার প্রতীক; যিহোবার লোক হিসেবে জগৎ থেকে আলাদা থাকার দৃশ্যত চিহ্ন) ছিল। (লেবীয়. ১৫:৩৮, ৩৯) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৩ ১০/১৫ পৃ. ২০ অনু. ১৬ দেখুন।]
৩০. ঈশ্বরের মশীহ রাজ্যের ভিত্তি স্থাপিত হয়েছিল (যীশুর প্রেরিতদের মনোনয়ন; খ্রীষ্টের বলিদানমূলক মৃত্যু; খ্রীষ্টের স্বর্গারোহণ) দিয়ে। [kl পৃ. ৯৩ অনু. ১০]
নিম্নলিখিত শাস্ত্র তালিকার সঙ্গে বাক্যগুলো মেলান:
গণনা. ১৬:৪১, ৪৯; মথি ১৯:৯; লূক ২:৩৬-৩৮; কল. ২:৮; ৩:১৪
৩১. কঠোর তপস্যা কাউকে বিশেষভাবে পবিত্র করে না অথবা সত্যিকারের জ্ঞানালোক দান করে না। [g৯৭ ১০/৮ পৃ. ২১ অনু. ৩]
৩২. ব্যভিচারই হচ্ছে একমাত্র শাস্ত্রীয় কারণ যখন একজন বিবাহবিচ্ছেদ নিয়ে পুনরায় বিবাহ করতে পারেন। [fy পৃ. ১৫৮-৯ অনু. ১৫]
৩৩. এমনকি বৃদ্ধ বয়সেও ঐশিক কাজকর্মগুলোতে বেশি ব্যস্ত থাকা একজনকে বিবাহিত সাথি হারানোর ব্যথা সইতে সাহায্য করতে পারে। [fy পৃ. ১৭০-১ অনু. ২১]
৩৪. তাঁর মনোনীত দাসেদের মাধ্যমে যিহোবার বিচারের দোষ খোঁজার ফল মারাত্মক হতে পারে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৬ ৬/১৫ পৃ. ২১ অনু. ১৩ দেখুন।]
৩৫. নিঃস্বার্থ প্রেম এক দম্পতিকে নিবিড় বন্ধনে আবদ্ধ করে এবং তাদেরকে তাদের নিজেদের ও তাদের ছেলেমেয়েদের জন্য যা সবচেয়ে ভাল তা করতে পরিচালিত করে। [fy পৃ. ১৮৭ অনু. ১১]