ঘোষণাবলি
▪ এপ্রিল ও মে মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা। আগ্রহী ব্যক্তিদের দেওয়ার জন্য চান ব্রোশারটাও সঙ্গে রাখুন এবং তা দিয়ে বাইবেল স্টাডি শুরু করার চেষ্টা করুন। জুন: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশার। এটা দিয়ে বাইবেল স্টাডি শুরু করার চেষ্টা করুন। জুলাই এবং আগস্ট: এখানে দেওয়া ৩২ পৃষ্ঠার যে কোন একটা ব্রোশার অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মরলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কীভাবে তা পেতে পারেন?, এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) এই ব্রোশারগুলোর যেটা যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে সেটা দিন।
▪ সোসাইটির কাছে এখন ১৯৫১ থেকে ১৯৫৯, ১৯৮২ থেকে ১৯৮৪, ১৯৯২ এবং ১৯৯৭-৯৮ সালের প্রহরীদুর্গ এবং ১৯৯২, ১৯৯৭-৯৮ সালের সচেতন থাক! পত্রিকার ইংরেজি বাঁধানো খণ্ডগুলো আছে। যদি কোন প্রকাশক অথবা নতুন মণ্ডলী এই খণ্ডগুলো পেতে চান, তাহলে তারা এখনই মণ্ডলীর সাহিত্য বিভাগের মাধ্যমে তা চাইতে পারেন।
▪ প্রহরীদুর্গ লাইব্রেরি—১৯৯৯ সংস্করণ খুব শীঘ্রিই সি.ডি. রোম ডিস্কে পাওয়া যাবে। মণ্ডলীগুলো তাদের সাহিত্য আবেদন ফর্ম (এস-১৪)-এ এর জন্য আবেদন করতে পারেন। খেয়াল রাখুন যে এগুলো সবাইকে দেওয়ার জন্য নয়, যেমন কোন স্কুলের লাইব্রেরিতে বা যিহোবার সাক্ষিদের সঙ্গে একটু পরিচয় আছে এমন লোকেদেরকে আমরা এগুলো দেব না। প্রহরীদুর্গ লাইব্রেরি—১৯৯৯ শুধু মণ্ডলীর ভাইবোনদের জন্য আর তা শুধু মণ্ডলী থেকেই নিতে হবে। আমাদের কাছে যতদিন পর্যন্ত না ডিস্ক পৌঁছায় ততদিন পর্যন্ত আপনাদের আবেদন মণ্ডলীর লিস্টে লেখা থাকবে।
▪ সারা বছরের সমস্ত জিনিসগুলোর একটা বিশেষ আবেদন ফর্ম জানুয়ারি মাসের স্টেটমেন্টের সঙ্গে প্রত্যেকটা মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে মণ্ডলীগুলো এখনও পর্যন্ত এই বছরের জেলা সম্মেলনের ব্যাজ কার্ড ও ২০০১ সালের জন্য দরকারি অন্য জিনিসগুলোর আবেদন করেনি, তাদের দেরি না করে এখনই আবেদন করা উচিত। কিন্তু আপনি যদি ব্যাজ কার্ড হোল্ডার (প্লাস্টিক) চান, তাহলে তার জন্য আপনি সাহিত্য আবেদন ফর্ম (এস-১৪)-এ অন্য সাহিত্যের সঙ্গে আবেদন করতে পারেন। কারণ ছোট জিনিস, যাওয়া আসার পথে প্রায়ই হারিয়ে যাওয়ার ভয় থাকে।
▪ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
যিহোবা—তিনি কে? (ট্র্যাক্ট নং. ২৩)—অসমিয়া, ইংরেজি, ওড়িয়া, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলেগু, নেপালি, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, মালায়ালাম ও মিজো।
ঈশ্বর কি আমাদের দায়ী করেন? বা আমাদের জীবন নিয়তির হাতে বাধা? (ট্র্যাক্ট নং. ৭১)—অসমিয়া, ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলেগু ও মালায়ালাম।
এক অদ্ভুত নাম (ট্র্যাক্ট নং. ৭২)—অসমিয়া, ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলেগু, ও মালায়ালাম।
যিহোবার সাক্ষিরা কারা? (ট্র্যাক্ট নং. ৭৩)—অসমিয়া, ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলেগু ও মালায়ালাম।
নরক—ঈশ্বরের ন্যায়বিচারের সঙ্গে এর কি কোন সম্পর্ক আছে? (ট্র্যাক্ট নং. ৭৪)—অসমিয়া, ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলেগু ও মালায়ালাম।