ঘোষণাবলি
▪ জুন মাসের জন্য সাহিত্য অর্পণ: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশার। এটা দিয়ে বাইবেল স্টাডি শুরু করার চেষ্টা করুন। জুলাই এবং আগস্ট: এখানে দেওয়া ৩২ পৃষ্ঠার যে কোন একটা ব্রোশার লোকেদের দেওয়া যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মরলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কীভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) এই ব্রোশারগুলোর যেটা যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে সেটা দিন। সেপ্টেম্বর: জীবন—কিভাবে তা এখানে এসেছে? ত্রুমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে?
▪ মণ্ডলীগুলো যখন আঞ্চলিক ভাষায় হ্যাণ্ডবিলের অর্ডার দেয় তখন মণ্ডলীর নাম ও কিংডম হলের পুরো ঠিকানা হ্যাণ্ডবিল রিকোয়েস্ট ফর্মে (S(d)-16) দেওয়া বাক্সে ঠিক করে লিখতে হবে। ফর্ম ভর্তি করার সময় মনে রাখার বিষয়গুলো বলে যে অংশটা আছে সেটা মন দিয়ে পড়া দরকার।
▪ মণ্ডলী জুন মাসের সাহিত্য অর্ডার দেওয়ার সময় ১৯৯৯ সালের প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার বাঁধানো খণ্ডগুলোর অর্ডার দিতে পারে। যতদিন পর্যন্ত না বাঁধানো খণ্ডগুলো মণ্ডলীতে এসে পৌঁছায় ততদিন পর্যন্ত এটা মণ্ডলীর লিস্টে লেখা থাকবে। বাঁধানো খণ্ডগুলো বিশেষ আবেদনের সাহিত্য।
▪ এই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা থেকে আর ১লা জুন প্রহরীদুর্গ থেকে কান্নাড়া, গুজরাটি, মারাঠি, তেলুগু ও হিন্দি ভাষার পত্রিকাগুলোতে দেওয়া গানের সংখ্যা এই ভাষাগুলোর নিজস্ব গানবই থেকে নেওয়া হবে আর ইংরেজি গানসংখ্যাগুলো ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে।
▪ যে প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ—মালায়ালাম ও তামিল