ঘোষণাবলি
▪ মে মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। পুনর্সাক্ষাতে যারা আগ্রহ দেখান তাদেরকে গ্রাহকভুক্ত করা যেতে পারে। সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটা অথবা আমার বাইবেলের গল্পের বই অর্পণ করুন। জুন: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ চেষ্টা করুন। জুলাই এবং আগস্ট: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যে কোন একটা ব্রোশার অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মরলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কীভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) এই ব্রোশারগুলোর যেটা যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে সেটা দেওয়া যেতে পারে।
▪ পরিচালক অধ্যক্ষ অথবা তিনি যাকে বলবেন সেই ভাই ১লা জুন বা তার পরে যত তাড়াতাড়ি হয় মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। করা হয়ে গেলে মণ্ডলীতে পরবর্তী হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করুন।
▪ ২০০১ সালের ৩০শে জুলাই থেকে মণ্ডলীর বই অধ্যয়নে আমরা যিশাইয়ের ভবিষ্যদ্বাণী—সমস্ত মানুষের জন্য এক জ্যোতি (ইংরেজি) বইটা অধ্যয়ন করব। মারাঠি, নেপালি ও তেলুগু ভাষার বই অধ্যয়ন দলগুলো ৫ই নভেম্বর পর্যন্ত প্রকাশিত বাক্যের পরিপূর্ণতা (ইংরেজি) বইটা অধ্যয়ন করে যাবে।
▪ বর্তমানে কোন কমপ্যাক্ট ডিস্কই পাওয়া যাচ্ছে না আর নিকট ভবিষ্যতে এর অর্ডার পাঠাবেন না। তাই কমপ্যাক্ট ডিস্কের জন্য মণ্ডলীগুলো থেকে আসা যে অর্ডারগুলো এখনও পাঠানো হয়নি তার সবগুলো বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিডি-রোমে প্রহরীদুর্গ লাইব্রেরি—১৯৯৯ সংস্করণ (ইংরেজি) এবং সিডি-তে রাজ্য সংগীত, রাজ্যের গান গাওয়া (ইংরেজি), যিহোবার উদ্দেশ্যে প্রশংসাগীত গাওয়া (ইংরেজি)। সিডিগুলো যখন আবার পাওয়া যাবে তখন আমাদের রাজ্যের পরিচর্যা-য় ঘোষণা দেওয়া হবে আর ঘোষণা না দেওয়া পর্যন্ত এর জন্য অর্ডার পাঠাবেন না।
▪ যে প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
যিহোবা—তিনি কে? (ট্র্যাক্ট নং. ২৩) —ইংরেজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, বাংলা, মারাঠি, মালায়ালাম, মিজো ও হিন্দি
নিয়তি কি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে—নাকি ঈশ্বর এর জন্য আমাদেরকে দায়ী করেন? (মুসলমানদের জন্য) (ট্র্যাক্ট নং. ৭১) —ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি
সর্বমহান নাম (মুসলমানদের জন্য) (ট্র্যাক্ট নং. ৭২) —ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি
যিহোবার সাক্ষিরা কারা? (মুসলমানদের জন্য) (ট্র্যাক্ট নং. ৭৩) —ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি
নরকাগ্নি—এটা কি ঐশিক ন্যায়বিচারের অংশ? (মুসলমানদের জন্য) (ট্র্যাক্ট নং. ৭৪) —ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি
▪ ভারতে যেগুলো মজুত নেই:
এমন একজন সৃষ্টিকর্তা কি আছেন যিনি আপনার জন্য চিন্তা করেন? —ইংরেজি
ঐশিক পরিচর্যা বিদ্যালয় নির্দেশ পুস্তক —ইংরেজি
‘ঈশ্বর-নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি উপকারী’ —ইংরেজি
ওয়াচ টাওয়ার পাবলিকেশন ইনডেক্স ১৯৩০-১৯৮৫ —ইংরেজি
বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? —ইংরেজি