পৃথিবীর সবচেয়ে সুখী লোকেরা
১ “ধন্য [“সুখী,” NW] সেই জাতি, সদাপ্রভু যাহার ঈশ্বর।” (গীত. ১৪৪:১৫) এই কথাগুলো যিহোবার সাক্ষিদেরকে পৃথিবীর সবচেয়ে সুখী লোক হিসেবে বর্ণনা করে। একমাত্র সত্যময় ও জীবিত ঈশ্বর যিহোবাকে সেবা করার ফলে যে আনন্দ পাওয়া যায়, এর চাইতে আর কোন বড় আনন্দ নেই। যেহেতু তিনি হলেন “সুখী ঈশ্বর,” তাই যারা তাঁর উপাসনা করেন তারা তাঁর আনন্দকে প্রতিফলিত করেন। (১ তীম. ১:১১, NW) আমাদের উপাসনার কয়েকটা দিক কী, যা আমাদেরকে এত সুখী করে?
২ সুখী হওয়ার কারণগুলো: যীশু আমাদেরকে আশ্বাস দিয়ে বলেছিলেন যে ‘[আমাদের] আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন’ হওয়ার ফলে সুখ আসে। (মথি ৫:৩, NW) নিয়মিত বাইবেল অধ্যয়ন করলে এবং আমাদের সমস্ত খ্রীষ্টীয় সভাগুলোতে উপস্থিত থাকলে সেই চাহিদাগুলো পূরণ হয়। ঈশ্বরের বাক্যের সত্য জেনে আমরা ধর্মীয় মিথ্যা শিক্ষা এবং ভুল মতবাদগুলো থেকে স্বাধীন হয়েছি। (যোহন ৮:৩২) এছাড়া, শাস্ত্র আমাদেরকে সবচেয়ে ভালভাবে জীবনযাপন করা সম্বন্ধে শিখিয়েছে। (যিশা. ৪৮:১৭) এই কারণে, আমাদের সুখী ভ্রাতৃসমাজের মাঝে আমরা গঠনমূলক খ্রীষ্টীয় সাহচর্য উপভোগ করি।—১ থিষল. ২:১৯, ২০; ১ পিতর ২:১৭.
৩ ঈশ্বরের উচ্চ নৈতিক মানগুলো মেনে চলে আমরা অনেক পরিতৃপ্তি লাভ করি, কারণ আমরা জানি যে তা আমাদেরকে রক্ষা করে এবং যিহোবাকে আনন্দিত করে। (হিতো. ২৭:১১) সংবাদপত্রের একজন সংবাদদাতা বলেছিলেন: “যিহোবার সাক্ষিদেরকে তাদের কঠোর মানগুলো সত্ত্বেও কখনও অসুখী দেখায় না। বরং এর উলটোটাই দেখা যায়। [তাদের মাঝে] যে যুবক-যুবতী ও বয়স্করা রয়েছেন তাদেরকে অত্যন্ত আনন্দিত থাকতে ও ভারসাম্য বজায় রাখতে দেখা যায়।” আমাদের সুখী জীবনযাপন ভাগ করে নেওয়ার জন্য আমরা কীভাবে অন্যদেরকে সাহায্য করতে পারি?
৪ সুখ খুঁজে পেতে অন্যদের সাহায্য করুন: জগতের মধ্যে কোন আনন্দ নেই আর ভবিষ্যৎ সম্বন্ধে লোকেদের কোন উজ্জ্বল দৃষ্টিভঙ্গি নেই। কিন্তু, আমাদের এক উজ্জ্বল দৃষ্টিভঙ্গি রয়েছে, কারণ আমরা জানি যে সমস্ত দুঃখদুর্দশা একদিন অতীতের বিষয় হবে। (প্রকা. ২১:৩, ৪) তাই, আমরা উদ্যোগের সঙ্গে পরিচর্যায় অংশ নিই এবং সৎহৃদয়ের লোকেদের খুঁজে বের করি যাদেরকে আমাদের আশা ও যিহোবার সম্বন্ধে আমাদের বিশ্বাসের কথা জানাতে পারি।—যিহি. ৯:৪.
৫ একজন অগ্রগামী বোন বলেছিলেন: “যিহোবা ও তাঁর সত্য সম্বন্ধে জানতে লোকেদেরকে সাহায্য করার চেয়ে আর কোন পরিতৃপ্তির কাজ নেই।” তাই আসুন, আরও বেশি লোকেদেরকে গৃহ বাইবেল অধ্যয়ন গ্রহণ করতে উৎসাহিত করার জন্য আমাদের যথাসাধ্য করি। যিহোবার সেবা করা এবং অন্যদেরকে তাঁকে সেবা করতে সাহায্য করার জন্য নিজেদেরকে বিলিয়ে দেওয়া সবচেয়ে বেশি সুখ নিয়ে আসে।—প্রেরিত ২০:৩৫.